গ্রামীন সিমের মালিকানা পরিবরতন করুন খুবই সহজে


গ্রামীণফোন বাংলাদেশের একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি। ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এটি নরওয়ের টেলিনর এবং বাংলাদেশের গ্রামীণ টেলিকমের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান, যেখানে টেলিনর গ্রামীণফোনের ৫৬% শেয়ারের মালিক এবং গ্রামীণ টেলিকম ৩৪% শেয়ারের মালিক। বর্তমানে গ্রামীণফোন বাংলাদেশের শীর্ষ স্থানীয় মুঠোফোন সেবাদাতা কোম্পানি।

গ্রামীন সিমের মালিকানা পরিবরতন করুন খুবই সহজে। বাংলাদেশে সবচে শক্তিশালী ও ১ নাম্বার নেটওয়ার্ক হিসেবে পরিচিত গ্রামীণ সিম কোম্পানির নাম হলো "গ্রামীণফোন" (Grameenphone), যা সংক্ষেপে একে "জিপি" (GP) নামেও ডাকা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী কোম্পানি। গ্রামীণফোন হলো টেলিনর এবং গ্রামীণ টেলিকমের একটি যৌথ উদ্যোগ।

আমাদের অনেক সময় প্রয়োজনে পড়ে সিমের মালিকানা পরিবর্তন করার। যেমন - আমার ভোটার হওয়ার আগেই আমার বাবা অথবা মায়ের অথবা বড়ভাই কিম্বা বন্ধুদের কারো ভোটার আইডি কার্ডদিয়ে একটি সিম তুলেছিলাম। সেই নাম্বারটা খুবই পরিচিত হয়ে গেছে। এখন সিম হারিয়ে গেলে বা কোন সমস্যা হলে বাবা/ মা/ বড়ভাই/ বন্ধুকে রিকোয়েস্ট করতে হয়ে। সময় মত সিম তুলতে পারেন না। সে ক্ষেত্রে পড়তে হয় রিরম্বনায়। যার নামে সিম আছে তাকে সাথে করে গ্রামীন ফোন সেন্টারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে হয়ে। অনেক সময় সকল জিপি সার্ভিস সেন্টার থেকে করে না। জেলা শহর বা বিভাগীয় শহর থেকে কররে নিতে বলে।

গ্রামীন সিমের মালিকানা পরিবরতন করুন খুবই সহজে। আপনি ঘরে বসে শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পরবেন খুব সহজে। শুধা কয়েকটি ইনফরমেশন দিয়ে। 

গ্রামীন সিমের মালিকানা পরিবরতন করতে চার্জ দিতে হবে মাত্র - ১১৫ টাকা।

কোন হিডেন চার্জ নাই।

নিচের লিংকে ক্লিক করলেই আপনি এমন একটি পেজ পাবেন -

  • সেখানে আপনাকে প্রথমে যে নাম্বার ট্রান্সফার করবেন সেই নাম্বার দিতে হবে।
  • আপনার সিমটি আগে যার নামে রেজিস্ট্রেশন ছিল তার ভোটার আইডি নাম্বার দিতে হবে।
  • তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে।

 

গ্রামীন সিমের মালিকানা পরিবরতন করতে এখানে ক্লিক করুন

অনলাইনে সিম ট্রানফার করতে আপনাকে এই নিয়ম গুলো মেনে নিতে হবে। তা নিচে দেওয়া হলো।

Click to Transfer of SIM Ownership 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url