Breaking News

শালিকা যখন বউ । পর্ব - ১৯


এখন রাজের আম্মুও কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথাই গেল।
অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসাই উঠেছে
আর আজ তার অফিস এর প্রথম দিন তাই সে অফিস এর জন্য তৈরি হয়ে বের হয়ে আসে তারপর রাজ আর ইব্রাহীম (রাজের বন্ধু) অফিস এর উদ্দেশ্যে রওনা দেই।
অফিস এ পৌছে রাজ অবাক না হয়ে পারলো না কারন....

অফিস পৌছে অবাক না হয়ে পারলাম না।
কারন আমাদের অফিস এর বস হলো নীলা।
সে আমাকে দেখা মাত্র আমায় এসে জড়িয়ে ধরে। আর বলে।
নীলাঃ আরে রাজ কেমন আছো তুমি।
আমিঃ আলহামদুলিল্লাহ ভালোই আছি,, তুমি কেমন আছো।
নীলাঃ ভালো ছিলাম না কিন্তু এখন থাকবো।
আমিঃ মানে তুমি কি বললে বুঝতে পারলাম না।
নীলাঃ আমি বললাল যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে।
আমিঃ তারাও ভালোই আছে ( যদিও আমি জানিনা যে তারা কেমন আছে)
নীলাঃ তা কি মনে করে তোমাদের কম্পানি ছেড়ে এখানে জয়েন করলে।
আমিঃ এমনি গো,,তেমন কিছু না।
নীলাঃ ওকে রাজ তোমার সাথে পড়ে কথা হবে এখন একটা মিটিং আছে তাই যেতে হবে বাই।(তারপর নীলা চলে গেল)

এখন আপনারা হইতো ভাবছেন নীলা কে আর আমিই বা নীলা কে কেমন করে চিনি তাইতো।
তাহলে শুনুন।
নীলা আমি আর ইব্রাহীম একি সাথে পড়তাম তাই আমি আর ওকে চিনি।
আর আমি নীলা কে সবসময় নিজের বন্ধুই ভাবতাম
কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে।
কিন্তু আমি এসব পছন্দ করতাম না তাই আমি ওকে নিষেধ করে দিই।
কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে
তাই আমি তাকে বলে নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তা হলে
আমি ওর সাথে আর বন্ধুত্ত রাখতে পারবো না।
তাই সেদিন এর পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই।
এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যাই 
তারপর আমি দেশে ফিরে আসি আর বাকি টুকু তো আপনারা জানেন।
নীলা যাওয়ার পরে আমি ইব্রাহীম কে বলি।

আমিঃ কিরে এটা তো তোর কম্পানী তাহলে নীলা এখান কার বস কি ভাবে।
ইব্রাহীমঃ হুম এটা আমার কম্পানী কিন্তু এর মালিক আমরা দুজন আমি আর নীলা।
আমিঃ তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে, তাহলে আমি...
ইব্রাহীমঃ তাহলে আসতি না তাই তো।
এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই।
আমিঃ হুম বেশ করেছিস। এখন এখান থেকে দূর হো আমার কাজ আছে।
তারপর আমি কাজ করতে শুরু করলাম।
বিকাল এর আগেই আমার সব কাজ শেষ হয়ে যাই
তাই আমি একটু অফিস এর চারপাশ টা ভালো করে ঘুরে দেখেছিলাম তখন পেছন থেকে কেউ আমার কাধে হাত রাখে আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে।
নীলাঃ এখানে দাঁড়িয়ে কি করছো রাজ।
আমিঃ কিছু না শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম।

নীলাঃ ওহহ,,,চল আজ আমি আর তুমি একসাথে ডিনার করবো।
আমিঃ তা কি করে হয় বলো।
নীলাঃ সব হয় (বলে এক প্রকার জোর করেই গাড়িতে বসিয়ে দেয়)
কিছুক্ষন পরে নীলা গাড়ি একটা রেস্টুরেন্ট এর সামনে দার করাই
আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়।
তারপর নীলাই আমাকে বাড়িতে পৌছে দেয়।
বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশ রুমে চলে যাই
আর কিছুক্ষন পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখুনি আমার রবির কথা মনে হয়।
আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি তাই আমি দেরি না করেই ওকে ফোন দিই।
কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না...

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com