শালিকা যখন বউ । পর্ব - ১১
সেঃ আপনি এখানে??
আমিঃ হুম আমি। অন্য কারো থাকার কথা ছিলো বুঝি মিস নিশি(আপনাদের তো বলাই হয় নি আমার পিএ হল নিশি)।
নিশিঃ এটা তো আপনার অফিস না তাহলে এখানে কেমন করে আসলেন।
আমিঃ আপনার বোধ হয় কোথাও ভুল হচ্ছে কারন এই অফিস এর ওনার আমি।
নিশিঃ হইতো বা হতে পারেন। তবে আমি এই অফিস এ জব করতে পারবো না।
কথা গুলো বলেই নিশি চলে যাচ্ছিল। তাই আমি ওকে থামিয়ে বলি।
আমিঃ Excuseme miss Nisi with out my permission apni jata parban na..
নিশিঃ what the hell are you talking...
আমিঃ হুম আমি ঠিক কথাই বলছি। আর এইটা দেখুন। ২ বছর এর আগে আপনি এই কম্পানি ছাড়তে পারবেন না। আর যদিও ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে। কিন্তু আমি এই মুহুর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন প্রয়োজন পরলে আমি আপনাকে ডেকে নিবো।
নিশিঃ ওকে স্যার ( অনেক রেগেই কথাটি বলল)
তারপর নিশি ওর কেবিনে চলে যাই।
আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি তাই আমি ওকে দেখতে পারছিলাম।
অন্য দিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে।
কেন যে সেদিন সাইন করার আগে কন্টাক্ট পেপার টা ভালো ভাবে পড়ে নিলাম না।
আর উনি কেন আবার আমার সামনে আসলেন ভালোই তো ছিলাম এই ১ বছর উনাকে ছাড়া।
এমন সময় নিশির ফোনে কল আসে আর ফোন টা ধরা মাত্র নিশি কিছুটা বিচলিত হয়ে যাই।
ফোনের অপাশ থেকে কেউ কিছু হইতো বলল।
আমি বসে আমার কাজ করছিলাম এমন সময় নিশি আমার কেবিনে আসে।
আর বলে।
নিশিঃ স্যার একটা কথা বলার ছিলো( নিশির মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচর দিয়ে উঠলো)
আমিঃ হুম বলেন।
নিশিঃ আসলে স্যার আজকে আমায় একটু তারাতারি ছুটি দিবেন প্লিজ।
আমিঃ কেন ছুটি কি করবেন।
নিশিঃ আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে তাই।
আমিঃ কি প্রয়োজনীয় কাজ শুনি।
নিশিঃ আসলে স্যার।
নিশি কিছু লুকাতো চাইছিলো আমার কারনে সে বলে উঠলো।
নিশিঃ স্যার বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে তাই আমার ছুটি প্রয়োজন।
এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার কারন আপনি এখান কার বস আপনি চাইলেই সব করতে পারেন ( একদমে কথা গুলো সে বলল)
নিশি মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশ টা কেমন যেন অন্ধকার হয়ে আসছিলো।
নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তবুও নিজেকে সামলে নিয়ে বললাম।
আমিঃ ওকে আপনি যেতে পারেন তবে কাল থেকে সময় মতো অফিস এ আসবেন( যদিও কথা গুলো বলতে কষ্ট হচ্ছিল)
তারপর নিশি চলে গেল। আর আমি চেয়ার এর সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম।
যে নিশি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতো না। সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যাস্ত।
তবে আমি কেন একা কষ্ট পাবো নিশি যখন পেরেছে আমাকে ছেড়ে থাকতে....
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com