শালিকা যখন বউ । পর্ব - ১০
১বছর পরঃ
নিশি আমায় ছেড়ে গেছে প্রায় একবছর হলো।
এই ১ বছরে এমন কোনো রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই।
কিন্তু এই ১ বছরে আমি নিশির কোনো খোজ করি নাই। হইতো রাগের বসে।
এই এক বছরে আমি কারো সাথে ভালো করে কথা বলি নাই।
সারাদিন অফিস এর কাজে নিজেকে ব্যাস্ত রেখেছি।
আর রাতে নিশির সাথে কাটানো মুহুর্ত গুলো ভেবে কষ্ট পেয়েছি।
প্রতিদিন এত মতো আজ সকালেই অফিস যাচ্ছিলাম। তখন আম্মু এসে আমায় বলল।
আম্মুঃ বাবা রাজ আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল।
যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি এই ১ বছরে এক বারো তোর খবর নিয়েছে।
আমিঃ আহ আম্মু এত ঘুরিয়ে পেচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা বলো তো।
আম্মুঃ বলছিলাম কি তুই এবার একটা বিয়ে করে নে।
আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল।
আমিঃ আমি তোমায় আগেও বলেছি আর এখনও বলছি আমি কোনো বিয়ে করতে পারবো না।
আম্মুঃ তোকে আমার দিব্বি তুই আর বিয়েতে অমত করবি না।
আমিঃ কিন্তু আম্মু....
আম্মুঃ আর কোনো কিন্তু নয়।
আমিঃ আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তখন তাই হোক।
কিন্তু আমাকে এসব এর মধ্যে টানবে না আর বিয়েটা যাতে একদম সাধারন ভাবে হয় ( আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়েই বিয়েতে রাজি হলাম কারন এই ১বছর আম্মুও অনেক কষ্ট পেয়েছে)
আম্মুঃ আচ্ছা তুই যা বলবি তাই হবে (কান্না করে বলল)
আমিঃ ওকে আমি এখন আসি।
তারপর আমি অফিস এ চলে আসি কারন আজ অফিস এ নতুন পিএ নেওয়া হবে।
তারপর আমি অফিস এ চলে আসি।
সবাইঃ Gd morning sir.
আমিঃ Gd morning..
তারপর আমি আমার কেবিনে চলে যাই। আর ম্যানেজার কে ডাকি।
ম্যানেজারঃ May i come in sir
আমিঃ yes come in...
ম্যানেজারঃ স্যার আপনার পিএর জন্য তিন জন কে সিলেক্ট করা হয়েছে যদি আপনি একবার দেখে নিতেন।
আমিঃ হুম অবশ্যই, দিন আমি দেখতেছি।
আমি ফাইল গুলো চেক করছিলাম এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে তাই আমি ম্যানেজার কে বললাম।
আমিঃ ম্যানেজার সাহেব এই মেয়েটিকে নিন আর তার আগে কন্টাক্ট পেপার সাইন করিয়ে নিবেন।
ম্যানেজারঃ okk..i take leave now
ami: sure you can.
সেদিন কার মত অফিস এর সমস্ত কাজ শেষ করে বাসাই আসলাম। আর আসা মাত্র আম্মু বলল।
আম্মুঃ আমি একটা মেয়ে পছন্দ করেছি যদি তুই একবার দেখে নিতি।
আমিঃ তার কোনো দরকার নেই। আর আমি বিয়েটা ১ মাস পরে করতে চাই।
আম্মুঃ কিন্তু তুই..
আমিঃ প্লিজ আম্মু একটু বোঝার চেষ্টা করো।
আম্মুঃ আচ্ছা ঠিক আছে।
তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পরলাম যদিও যানি ঘুম আসবে না তবুও ঘুমানোর ব্যার্থ চেষ্টা করলাম।
কারন এখন রাতে আর ঘুম আসে না
যদিও আসে তাও নিশির সাথে কাটানো মুহুর্ত গুলো মনে হয়ে ভেঙ্গে যাই।
কোনো ভাবে রাত টা পার করলাম।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস এ চলে আসলাম।
এসে দেখি আমার নিউ পিএ এখনও অফিস এ আসে নাই।
তাই ম্যানেজার কে বলে আসলাম সে আসলেই আমার সাথে দেখা করতে বলতে।
তারপর আমি আমার কেবিনে চলে গেলাম।
কিছুক্ষন পরে কেউ আমার কেবিন এর দরজা নক করলো তাই আমি পেছনে ফিরে বসলাম।
সেঃ May i come in sir
আমিঃ yes... come in..
সেঃ আসলে স্যার আমি আসার সময় জ্যামে আটকা পরে গেছিলাম
তাই আসতে লেট হইলো কিন্তু স্যার আর কোনোদিন লেট হবে না।
আমিঃ তাই বুঝি ( এবার ওর দিকে ফিরে তাকালাম আর সে আমাকে দেখে ভুত দেখার মতো চমকে উঠলো মনে হয় সে আমাকে এখানে আশা করে নাই)
সেঃ আ,আপনি এখানে..
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com