শালিকা যখন বউ । পর্ব - ০৫
নিশিঃ আপনার আর আপুর পরিচয় হলো কি ভাবে এটাই জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক বলা লাগবে না।
আমিঃ হুম বুঝলাম। তাহলে শুনো।
তারপর আমি বলতে শুরু করলাম।
আমি তখন সবে মাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি।
তো একদিন আমি ও আমার বিন্ধুরা মিলে প্লান করলাম কোথাও ঘুরতে যাবো কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাবো।
তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেট এর উদ্দেশ্যে।
সব ফ্রেন্ড একসাথে যাবো তাই বাসে করেই যাচ্ছিলাম।
কিন্তু বাসে উঠে বাধে এক বিপত্তি।
আমার সব ফ্রেন্ড এর সিট এক জায়গায় পড়েছিলো আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে।
তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে ঐ সিটে বসে পড়ি।
কিছক্ষন পড়ে যখন মেয়েটি আসে আমি তার দিকে তাকিয়ে রিতিমত টাস্কি খায়।
কারন এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই।
মেয়েটির পরে ছিলো একটা নেভিব্লু লং থ্রি-পিচ তার সাথে মেচিং জুয়েলারি সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপ্সরী।
আমি তার দিকে এক ধিয়ানে তাকিয়ে ছিলাম। আমার এভাবে তাকানো দেখে মেয়েটি বলে উঠে ।
মেয়েটিঃ এই যে মিস্টার দেখা শেষ হইলে আমাকে বসার যায়গা টা দিন।
মেয়েটির এমন কথাই আমি কিছুটা লজ্জা বোধ করি তাই আর কিছু না বলে ওনানে বাসার যায়গাটা দিয়ে দিই। কিছক্ষন পরে বাস ছেড়ে দেই।
মেয়েটি কিছক্ষন পরে আমায় জিঙ্গেসা করে।
মেয়েটিঃ হাই আমি ইশা। আপনার নাম টা কি যানতে পারি।
আমিঃ আমি রাজ।( বাহ চেহারার সাথে নামেরও মিল আছে)
ইশাঃ সিলেট যাচ্ছেন নিশ্চয়।
আমিঃ আপনি কেমন করে যানলেন ( শালার এমন আবাল তো জীবনেও দেখি নাই সিলেট এর বাসে করে মানুষ অন্য কোথাও কি যাইতে পারে বলেন তো।
ইশাঃ হুম, এইটা আপনি বুঝবেন না মিস্টার।
আমিঃ ( রাখ তোর বুঝা বুঝি) ওওও
ইশাঃ হুম।
তখন আমি তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি উত্তরে সে বলল।
ইশাঃ একা কেন যাবো আমার সাথে তো আপনি আছেন তাই না ( হেসে কথাটি বলল)
আমিঃ আপনি যদি চান তাহলে সত্ত্যিই যেতে পারি।( মনে মনে বললাম)
ইশাঃ কিছু বললেন।
আমিঃ কই না তো....
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com