Breaking News

অনলাইনে আয় করার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট । অনলাইনে ইনকাম করার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট



বর্তমান দুনিয়া দাঁড়িয়ে আছে প্রযুক্তির উপর। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করছে প্রফেশনাল ভাবে। বর্তমান যুগে দিন দিন ইন্টারনেট থেকে আয়ের সম্ভাবনা ও সুযোগ বেড়েই চলেছে। অনেকেই চিরাচরিত চাকরির পরিবর্তে অনলাইন ইনকামকে তাদের ক্যারিয়ার হিসেবে নির্বাচন করছেন। ঘরে বসে আয় করা এখন আর অলীক কল্পনা নয়। দিবা-রাত্রির মতো সত্য। কেননা আজকের পৃথিবী ইন্টারনেট কেন্দ্রিক। প্রায় সবকিছুই এখন অনলাইনে করা হচ্ছে। তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ হয়েছে অবারিত। যা করোনাকালীন সময়ে খুবই বাস্তব আকারে আমাদের সবার সামনে হাজির হয়েছে। এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যাপারটার সাথে আমরা খুবই পরিচিত। তাই অনায়াসে বলা যায় ঘরে বসে আয় করা এখন খুবই সম্ভব। তবে ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে সঠিক ধারণার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ঘরে বসে আয় করার নানা উপায় রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। এমন না যে, আজকে শুরু করলাম আর কাল থেকে টাকা আসা শুরু হবে। নানা প্রলোভন ও প্রতারণার ফাঁদ রয়েছে অনলাইনে। তাই সর্তক হয়ে সব কিছু জেনে বুঝে অনলাইনে আয় করার পথ বেছে নিতে হবে।

অনলাইনে ইনকাম করার অনেক উপায় রয়েছে যেমন:-

  • গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয়
  • ফেসবুক মনিটাইজেশন করে আয়
  • ইউটিউব ভিডিও তৈরি করে আয়
  • ওয়েবসাইট তৈরি করে আয়
  • অ্যাপ ডেভেলপমেন্ট
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
  • ফ্রিল্যান্সিং করে আয়
  • ইনস্যুরেন্স বিক্রি করে আয়
  • ক্রিয়েটিভ কাজ
  • অনলাইন পড়ানো সহ একাধিক অপশন রয়েছে।

অনলাইনে আয় করার বিশ্বস্ত কিছু ওয়েবসাইট

  1. Upwork Inc.
  2. PeoplePerHour
  3. Fiverr
  4. Freelancer
  5. Guru.com
  6. Toptal
  7. 99designs
  8. FlexJobs Corporation
  9. Behance
  10. Simply Hired
  11. Designhill.com
  12. Dribbble
  13. Codeable
  14. We Work Remotely
  15. Solid Gigs
  16. Truelancer.com
  17. Design Crowd
  18. Indeed
  19. ServiceScape
  20. Belancer

অনলাইনে সহজে ইনকাম করার কিছু মাধ্যম:-

০১। ওয়েবসাইট টেস্ট করে ইনকাম করা যায়। আপনি Enroll, UseTesting, এবং TestingTime এই  ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করতে পারবেন।

০২। নতুন অ্যাপ ইনস্টল করে ইনকাম করা যায়। আপনি ScreenLift, Fronto, Slidejoy, Ibotta, Sweatcoin-এর মতো অ্যাপগুলো ইনস্টল করেও আপনি টাকা আয় করতে পারেন।

০৩। PTC ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। আপনি NeoBux, BuxP-এর মতো পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইটগুলিতে গিয়ে অ্যাডে ক্লিক করে অনলাইনে আয় করতে পারেন।

০৪। গেম খেলে আয় করতে পাবেন। গেম খেলে ইনকাম করতে পারবেন বেশকিছু সাইট থেকে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল Mistplay, Lucktastic, Swagbucks এবং Second Life। এর মধ্যে কিছু ওয়েবসাইট PayPal বা গিফট কার্ডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

০৫। ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। আপনি Getty Images, Shutterstock-এর মতো জনপ্রিয় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট গুলিতে একাউন্ট করে ছবি আপলোড করে ইনকাম করতে পারেন। তবে ছবি গুলো বিক্রি হলে আপনাকে নির্ধারিত একটি টাকা প্রদান করবেন সাইটগুলি।

০৬। মতামত শেয়ার বা ওয়েব সাইট রিভিউ করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আপনি Google Opinion Rewards, Poll Pay-এর মতো অ্যাপগুলো আপনাকে এই কাজে সহযোগিতা করবে।

০৭। ভিডিও দেখে টাকা আয় করতে পারবেন। আপনি রিসার্চ ফার্ম Nielson-এর সাহায্যে নিতে পারেন। এমনকি InboxDollars-ও আপনাকে ভিডিও দেখার বিনিময়ে আয় করতে পারবেন।

০৮। পুরনো গিফট কার্ড বিক্রি করে আয় করতে পারেন। আপনার কাছে যদি কিছু পুরনো গিফট কার্ড থেকে থাকে তাহলে সেগুলি বিক্রি করেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন।

০৯। কোন ফোকাস গ্রুপে যোগ দিয়ে ইনকাম করতে পারবেন। টাকা আয় করার জন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট টেস্টিং বা ফোকাস গ্রুপে জয়েন করুন। অনলাইনে অর্থ আয় করার জন্য FocusGroup.com, User Interviews, এবং Respondent.io-এর মতো গ্রুপগুলো রয়েছে।

১০। সোশ্যাল মিডিয়ায় স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করে অনলাইনে আয় করতে পারেন। আপনি Twitter, Instagram, বা Facebook-এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে স্পনসরড ও প্রোডাক্ট প্রোমোট করে ইনকাম করতে পারেন।

১১। ওয়েবসাইট (Website) বানিয়ে আয় করতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভলপার বা প্রফেশনাল ডেভলপার হন তাহলে অনলাইনের মাধ্যমে ক্লাইন্ট কে ওয়েব সাইট বানিয়ে অথবা ওয়েব সাইট সংশোধন করে ইনকাম করতে পারবেন।

১২। ড্রপশিপিং (Dropshipping) এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। ড্রপ শিপিং হচ্ছে এমন একটি প্লাটর্ফম যেখান থেকে পন্যের বিক্রয় লিংক নিয়ে প্রোমট করে বিক্রয় করতে পারবেন। সেখান থেকে একটা কমিশন পাবেন। উদাহারন হিসাবে বলা যেতে পারে- কোনো একটা সবজি কৃষকদের থেকে ৫ টাকা কেজি দরে কিনে বড় বড় বাজারে ওইগুলো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

১৩। অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) করে ইনকাম করতে পারবেন। উদাহারন হিসাবে বলা যেতে পারে - এখন ওই নির্দিষ্ট ই-কমার্স (E-Commerce) সাইট থেকে আপনি বিভিন্ন পন্যের বিবরন সহ ওই লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে পাঠাতে হবে। এবার ওখানে থেকে ওই লিঙ্কে ক্লিক করে যদি কেও পন্যটি কিনে তাহলে আপনি সেটার থেকে নির্দিষ্ট পরিমানের একটি কমিশন পাবেন।

No comments

info.kroyhouse24@gmail.com