Breaking News

শালিকা যখন বউ । পর্ব - ০১


আজ আমার বিয়ে
নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে
কারন যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার প্রায় ১ বছর রিলেশন ছিলো
আর আজ আমাদের ভালোবাসা পুর্নতা পেতে চলেছে।
ওহ আপানাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই,, আমি আদনান সামি রাজ।
মা-বাবার একমাত্র ছেলে, আর আজ আমারি বিয়ে (আমি কিন্তু এখনো পিচ্চি আছি শুধু গল্পে বিয়ে হবে),,বাকিঁ টুকু পরে জানতে পারবেন,,
আমার যার সাথে বিয়ে হবে তার নাম ইশা।
আমরা একে অপর কে অনেক ভালোবাসি।
কিছুক্ষন পরে আমার বাবা আমার রুমে আসল,, আর বলল
আব্বঃ রাজ তুই এখনও রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন
তারা তারি রেডি হয়েনে,, সবাই তো অপেক্ষা করছে তোর জন্য
আমিঃ আব্বু তুমি যাও আমি দুই মিনিট এর মধ্যে আসছি
তারপর আব্বু চলে গেল আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম
কিছক্ষন পর রেডি হয়ে নিচে নামলাম,, তখন আমার আম্মু আমার কাছে এসে বলল..
আম্মঃ বাহ আমার ছেলে কে তো অনেক হ্যান্ডসাম লাগছে

আমিঃ Tnq ammu,,
আম্মুঃ হুম হয়েছে এখন যাও সবাই গাড়িতে অপেক্ষা করছে
আমিঃ হুম আম্মু এখন আসি,,
আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম
আর তখন আমার বন্ধুরা আমাকে নানান ভাবে জালতে লাগল
কিছক্ষন পরে আমি আমার শশুর বাড়ি এসে পৌছালাম,, শশুর বাড়ির সবাই আমাকে অনেক আদরেই বরন করে নিলো,,
আমি ও আমার বন্ধুরা সবাই বসে আছি তখন আমার আব্বু আমার কাছে এসে বলল,,
আব্বুঃ রাজ একটু এই দিকে আয়,, তোর সাথে আমার কিছু কথা,,
আমিঃ জ্বি আব্বু বল?
আব্বুঃ ইশা অন্য ছেলের সাথে পালিয়েছে,,
এই কথা শোনার পর মনে হল যেন কেউ সজোরে আমার বুকে আঘাত করলো,, তাও আমি নিজেকে সামলে নিয়ে বললাম,,,,
আমিঃ কি বলছো এগুলা,, ইশা আমার সাথে এমন করতে পারে না,,,
আব্বুঃ আমারো প্রথমে তাই মনে হয়েছিলো, তার পর এটা দেখার পর (আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে) বিশ্বাস করতে বাধ্য হলাম,,
আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম সেখানে লেখাছিল,,

প্রিয় রাজ,,
পারলে আমায় ক্ষমা করে দিও
তোমার সাথে রিলেশন চলা কালিন আমি আরেক জন কে ভালোবেসে ফেলি
আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পানি A&R কম্পানিতে ম্যানেজার
আর তুমি শুধু একজন সাধারন কর্মচারি
তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না মেহেদির(যার সাথে পালিয়েছে) সাথে বিয়ে করব
তাই আমাকে মাফ করে দিও,
ইতি,,ইশা
আমি ইশার চিঠিটা পরে হাসলাম আর ভাবতে থাকলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই না করতে পারে
ঠিক তখন এশার বাবা এসে আমার বাবা কে বলল,,
ইশার বাবাঃ দেখুন আমার মেয়ে যা করেছে তার জন্য আমরা অনেক লজ্জিত
তাই বলছিলাম যদি আমার ছোট মেয়ে নিশি কে আপনার ছেলের সাথে যদি বিয়ে দিতেন,,
আব্বঃ আমার ছেলে কে কি আপনার খেলনা মনে হয় যে যার তার সাথে ওর বিয়ে দিবো,,,
তখন আমি আমার বাবা কে বললাম যে আমি এই বিয়ে করতে রাজি
তাই যত তারাতারি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে

এর কিছু ক্ষন পরেই আমাদের বিয়ে হয়ে যাই,, আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি,,,,বাসায় আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি,,,
আমার জীবন টা কেমন করে হঠাৎ করে বদলে গেল
কি হওয়ার ছিলো আর কি হল,,, না এরকম করে চলা যাবে না,,,
কিছুক্ষন পরে দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে
আর আমাকে উদ্দেশ্য করে বলল,,
আব্বঃ দেখ রাজ যা হওয়ার তা তো হয়েই গেছে
এখন আর কিছু করার নাই
তাই বলছিলাম তুই এখন ঘরে যা,,
আমিঃ হুম আব্বু যাবো তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে,,
আব্বঃ এতে অনুমতি নেওয়ার কি আছে,, যা বলতে চাস বল,,
আমিঃ আব্বু আমি সব কিছুর দায়িত্ব বুঝে নিতে চাই

তুমি সব কিছুর ব্যবস্থা কর আমি দুইদিন পরে সব কিছু শুরু করবো,,
আব্বঃ ওহ এই কথা,, তুই কিছু চিন্তা করিস না আমি সব কিছুর ব্যবস্থা করছি,,এখন তুই রুমে যা বৌমা সেই অনেক ক্ষন ধরে অপেক্ষা করছে,,,,
তারপর আমি আমার রুমের দিকে এগুতে থাকি
আর রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি ডুকব কি ডুকব না
তারপর কিছু না ভেবে ডুকে পরি আর ডুকা মাত্র আমার শালিকা মানে আমার নতুন বউ আমায় সালাম করে তখন আমি তাকে বলি,,
আমিঃ দেখ নিশি তুমি তো যান আমাদের বিয়ে টা কিভাবে হয়েছে
তাই আমি চাই আগে আমরা একে অপর কে ভালো ভাবে জানবো তারপর নতুন জীবন শুরু করবো
উত্তরে নিশি শুধু মাথা নড়াল
তাই বেশি কিছু না বলে, নিশি কে বিছানায় আর আমি সোফাই শুয়ে পড়ি
আর হাড়িয়ে যাই ঘুমের রাজ্যে

সকালে একটা মিষ্টি কন্ঠে ঘুম ভাঙ্গে,, তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে,,
আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখ সরাতে পারছিনা,, কারন নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজা চুলে নিশিনকে অসাধার লাগছে,,
তখন আবার নিশির কথায় বাস্থবে ফিরি,, তাই আমি নিশিকে জিঙ্গাসা করলাম,,
আমিঃ কি হয়েছে এত ডাকছো কেন,,
নিশিঃ নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছে আপনাকে আর আমাকে তাই,,
আমিঃ ওহ,,তুমি একটু ওয়েট করো আমি ফ্রেশ হয়ে আসছি,,,
তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই আর যখন বের হয় তখন নিশিকে দেখে ক্রাশ খাই কারন...

চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com