Breaking News

শালিকা যখন বউ । পর্ব - ০৬


ইশাঃ ওও,,আমি মনে করছিলাম হইতো কিছু বললেন।
আমিঃ না আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন।
ইশাঃ এই তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি।
আমিঃ আমিও তো ফ্রেন্ডদের সাথেই যাচ্ছি।
ইশাঃ আপনি কি স্টুডেন্ট নাকি জব টব করেন??
আমিঃ আমি হলাম,,( না আসল পরিচয় টা দেওয়া যাবে না)
ইশাঃ আপনি হলেন কি (ভুরু কুচকে)
আমিঃ আমি একটা সফটওয়্যার কম্পানিতে জব করি(মিথ্যা পরিচয় দিলাম)
ইশাঃ ওওও

তারপর ইশার সাথে আরো অনেক কথা হলো।
তখন যানতে পারলাম সে অনার্স ২য় বর্ষের ছাত্রী। এভাবেই আমদের পরিচয় হয়।
তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ইশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম।
আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম
একদিন আমি ইশাকে প্রপোজ করি আর ইশাও সেটা একসেপ্ট করে।
কিন্তু রিলেশনে থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয় টা ইশাকে জানাই নি।
আমি চেয়েছিলাম ইশা কে এটা সারপ্রাইজ দিবো।
কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাবো এইটা ভাবতে পারি নাই।
( কথা গুলা বলে নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল সেটা বুঝতেই পারি নাই)
আমি কিছুক্ষন পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না কিরছে তখন আমি তাকে বলি।
আমিঃ একি তুমি কান্না করছো কেন।।

নিশিঃ আপনি আপুকে এতটা ভালোবাসতে। আর আপু আপনার সাথে কি করল।
আমিঃ যা হওয়ার তাতো হয়েই গেছে। আর এখন তুমি আমার স্ত্রী এটাই সত্যি।
আর আমি চাই এই সম্পর্কটা ভালো ভাবে নিভাতে।
নিশিঃ হুম আমি চেষ্টা করবো।
তার আগে বলেন আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না। ( আমাকে জড়িয়ে ধরে)
আমিঃ হুম কথা দিলাম ( নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই।
কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে)
আমিঃ এইযে মিস এবার কি আমাকে ছাড়বেন।
কথাটি বলা মাত্র নিশি আমাকে ছেড়ে দিলো।
আর নিশির মুখ একদম লজ্জাই লাল হয়ে আছে।
তখন আমি নিশি কে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম।
আমিঃ আমাকে ছেড়ে কখনো যাবে নাতো।
নিশিঃ না কখনোই না।

তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম।
আর আমার ঠোটের ছোয়া পাওয়া মাত্র নিশি কেপে উঠলো।
আমিঃ এখন যাও ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতেও অনেক ধকল গেছে।
আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করবো।
নিশিঃ হুম ( আমার কথায় হইতো কিছুটা লজ্জা পেয়েছে)
তারপর নিশি ফ্রেশ হয়ে আসে আর আমি নিশিকে জড়িয়ে ধরে সুয়ে পড়ি( এইকয় দিনে আমি নিশিকে অনেটাই ভালোবেসে ফেলেছি)

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com