শালিকা যখন বউ । পর্ব - ০৪
এতে করে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যাই।
আর আমাদের দুজনেরই ঘোরটা কেটে যাই। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে।
আর তখুনি দেখি ইশা দাঁড়িয়ে আছে।
এতে করে আমার রাগ টা বেরে যাই। তাই আমি ইশা কে গিয়ে বলি।
আমিঃ আপনার কি একটু সাধারন বুদ্ধি টুকু কি নেই।
যে একটা সদ্ধ বিবাহিত দম্পতির রুমে। কোনো পারমিশন ছাড়া প্রবেশ করেছেন।
ইশাঃ আসলে আমি তো যানতাম না ভেতরে কি হচ্ছিল।
আর তোমার রুমে ডুকতে তো আগে কখনো পারমিশন লাগে তাই।
আমিঃ Ohh plz..আগে কি হয়েছে না হয়েছে I just don't care,,But now i am married.. so next time knock kora room a dhuk ban..understand..
Esha: yea i understand..
আমিঃ হুম কথা টা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি।
ইশাঃ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি,, প্লিজ আমাকে মাফ করে দাও।
আমিঃ আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ইশা সেটা কি জানতে পারি??
ইশাঃ তোমার সাথে করা অন্যায় গুলোর জন্য আমি ক্ষমা চাইছি।
আমি কিছু বলতে যাব তখুনি নিশি এসে বলে।
নিশিঃ আপু তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস??
ইশাঃ হুম জানি।
নিশিঃ তাহলে কোন মুখে তুই মাফ সেটা আমাকে বল।
ইশাঃ নিশি বোন আমার তুই আমাকে ভুল বুঝিস না।
আমি তো আমার ভুল বুঝতে পেরেছি তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি।
আমিঃ আপনি কোনো অন্যায় করেন নাই মিস ইশা। অন্যায় তো করেছি আমি।
আপনার মতো একজন প্রতারক কে ভালোবেসে ছিলাম এটার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে সেটা বলুন তো।
আমি আরো কিছু বলতে যাবো তার আগে আমার ফোনে একটা কল আসে।
আমি কলটা রিসিভ করেই নিশি কে বলি যে তারাতারি রেডি হয়ে নিতে।
আর ফোনটা করেছিল মেহেদী মানে ইশা হাজবেন্ড।
তার পর আমি ইশা কে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি।
কিছুক্ষন পর নিশি বের হয়ে আসে।
আর আমিতো নিশিকে দেখে রিতিমত টাসকি খেয়ে যাই।
কারন নেভিব্লু শাড়িতে নিশি অসাধারণ লাগছে।
তার সাথে হাল্কা মেকাপ ও করেছে।
আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে।
নিশিঃ এই যে মিস্টার রাজ এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন(ভুরু নাড়িয়ে)
আমিঃ হুম যাবো,,আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ।
আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয় যা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল।
তখন আমি আবার নিশি কে বললাম,,কি হল নিচে যাবে না নাকি।
তারপর আমি আর নিশি দুজনেই একসাথে নিচে যাই।
আর সেখানে থাকা সবাই আমাদের স্বাগত জানাই।
তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই।
আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে।
এগুলা দেখে ইশা অনেকটা জেলাস ফিল করে।
কারন এগুলা ইশা পাওয়ার কথা ছিল কিন্তু তার লোভের কারনে সে সব কিছু হাড়িয়েছে।
পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি।
আর রুমে আসার পরে নিশি আমাকে বলে।
নিশিঃ আপনাকে একটা কথা জিঙ্গেসা করারা ছিল।
যদি কিছু মনে না করেন তাহলে করব।
আমিঃ হুম বল তোমার কি বলার আছে....
No comments
info.kroyhouse24@gmail.com