ড্রিম হলিডে পার্ক নরসিংদী । চলুন হারিয়ে যাই স্বপ্নের রাজ্যে
ড্রিম হলিডে পার্ক: বিনোদনের স্বপ্নরাজ্যে একদিন
আনন্দময় আবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক। ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন ড্রিম হলিডে পার্কে। মজাদার সব রাইডে চড়ে আপনার দিনটিকে করে তুলুন আরও আনন্দময়। আপনি আসতে পারেন স্বপ্নীল একটি দিন উপভোগ করতে।
বাংলাদেশের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। যদি আপনার স্বপ্নের রাজ্যে হারাতে চান, তাহলে ড্রিম হলিডে পার্কই হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। এখানে আপনি পাবেন বিনোদনের সবকিছু এক ছাদের নিচে। নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে অবস্থিত এই পার্কটি ঢাকার খুব কাছেই।
ড্রিম হলিডে পার্কের পরিচিতি
ড্রিম হলিডে পার্ক অবস্থিত নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে। এটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ৬০ একর জমির উপর গড়ে উঠেছে। পার্কটি আধুনিক এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। ঢাকার কাছাকাছি হওয়ায় একদিনের মধ্যেই ঘুরে আসা যায়।
কীভাবে আসবেনঃ
বাসে যাবার উপায়: মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী এইভাবেও ড্রীম হলিডে পার্কে আসা যায়।
ট্রেনে যাবার উপায়: কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যেকোনো লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারেন।
প্রবেশ মূল্য ও প্যাকেজ
প্রবেশ টিকেটের মূল্য:
- প্রবেশ মুল্য বড়=৩২০টাকা।
- প্রবেশ মুল্য ছোট=২২০টাকা (৩-৮ বছর)
- ওয়াটার পার্ক=৩২০টাকা (১২টা থেকে ৪টা)
- ওয়াটার পার্ক লকার ফি=১০০-৩০০টাকা। (লকারের জামানত বাবদ জমা=৫০০ টাকা)
- সর্বমোট ৩০ টি রাইড রয়েছে।
- রাইডের মুল্য ৬০-১১০টাকা।
- গাড়ি পার্কিং=৫০-১০০টাকা।
- কোন প্রকার খাবার আনা যাবে না।
- পার্ক সপ্তাহে ৭ দিন ই খোলা।
- সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা।
আমাদের প্যাকেজ সমূহ:
- ২ জনের প্যাকেজ=২৫০০টাকা (এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড)।
- ৪ জনের প্যাকেজ=৪৫০০টাকা (এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড)।
পার্কের আকর্ষণ
ড্রিম হলিডে পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বোর্ডস, স্পিডবোর্ড, সোয়ানবোর্ড, জেট ফাইটার, নাগেট ক্যাসেল এবং এয়ার বাইসাইকেল। এছাড়াও অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমো পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত রয়েছে।
ওয়াটারপুলের আনন্দ
পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটারপুল। এখানে প্রবেশের জন্য গুনতে হবে ৩০০ টাকা। ছোট বড় সবার জন্য আলাদা স্থান রয়েছে। এছাড়াও ডিজে পার্টির আয়োজন করা হয় সাপ্তাহিক ছুটির দিনে।
রেস্টুরেন্ট ও খাবার
ড্রিম হলিডে পার্কে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে চাইনিজ, বাংলা খাবারসহ চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও পার্কে জামদানির সংগ্রহ এবং অন্যান্য জিনিসপত্রের দোকান রয়েছে।
পিকনিক এবং রাত্রিযাপন
ড্রিম হলিডে পার্ক পিকনিকের জন্যও আদর্শ স্থান। এখানে মায়াবী ও মধুরিমা নামে দুইটি পিকনিক স্পট এবং দুটি এসি রুমের একটি বাংলো রয়েছে। পরিবার নিয়ে রাত্রিযাপন করতে চাইলে বিলাসবহুল কটেজ থেকে পছন্দের কটেজ বেছে নিতে পারেন।
শিশুদের জন্য রাইড
শিশুদের জন্য পার্কে রয়েছে বিশেষ রাইডের ব্যবস্থা। এখানে এসে কখন যে আপনার সারাটা দিন কাটিয়ে দেবেন, তা বুঝতেও পারবেন না।
ড্রিম হলিডে পার্কে একদিন কাটানো মানে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাওয়া। পরিবার এবং প্রিয়জন নিয়ে ঢাকার এত কাছের এই স্থানে আপনি আসতেই পারেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
ড্রিম হলিডে পার্ক, নরসিংদী
Park Office: 01762-696302, 01762-696303, 01762-696304, 01762-696305, 01762-696306.
ইমেইল: dreamholidayltd@gmail.com
লোকেশন: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে, চৈতাব, পাচঁদোনা, নরসিংদী।
বিঃদ্রঃ প্রবেশ মুল্য ও রাইড সমূহের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত।
No comments
info.kroyhouse24@gmail.com