কবিতা - অধিকার ও আঁধার ইতিহাস
কবিতা - অধিকার
---------------------------------------------
তাহার মনে জেগেছে আজ
স্বাধীনতার নিজ অধিকার
শত বাধার প্রতিঘাতে পুনরলাটাই
ছাই হয়ে আজ উনোর মুখে
নীল আকাশটা দেখবে ঘুড়ি
স্বাধীনভাবে ওড়ার মাঝে এটাই ঘুড়ির পণ
লাটাই এর কাছে করবেনা সে আত্মসমর্পণ
স্বাধীন মানের পূর্ণ অধিকার
লাটাই সুতার অধীন ঘুড়ি
এ স্বাধীন দেশের কেমন অবিচার
বৈষম্য দূর করিতে
চাইলে ঘুড়ি ন্যায্য অধিকার
উড়ে এসে নীড়ে বসে পাখিদের ঝাঁক
তাদের সময় কেউ বাধেনা পরাধীনের ডাক
তবে ঘুড়ির বেলায় কেন লাটাই
সময় দেখে উড়িতে হয়
এ স্বাধীন দেশে কেমন বিজয়
পর অধীনে তাবেদারী
যেমন পরকীয়ায় নষ্ট নারী
শত বছর বাঁচার মাঝে
নেই তো কোন বাহাদুরি স্বাধীনতার সুখ
লাটাইবিহীন ওড়ার মাঝে নীল আকাশের দেখবে ঘুড়ি মুখ
স্বাধীন থেকে স্বাধিকার
বিজয় হলে করবে আশা সুবিচার
ঘুড়ির স্বাধীন হরণ করে
লাটাই করবে কেন অবিচার এটাই ঘুড়ির পন
লাটাইয়ের কাছে করবেনা সে আত্মসমর্পণ
যেমন প্রজাপতি রঙিন পাকনাই
ফুলের কাছে চির ক্ষেতি
রঙের ঘুড়ি হয়ে আমি
লাটাইয়ের কাছে বন্দীগামী এটাই ঘুড়ির পন
লাঠায়ের কাছে করবে না সে আত্মসমর্পণ
তবে আমার বেলায় কেন লাটাই
বুকে সুতা উড়িতে হয়
এ স্বাধীন দেশের জুলুমবাজি ভাই
এ গণতন্ত্রের মূল মন্ত্র নয় কুমন্ত্রে ছেয়ে গেছে
গোটা বাংলায় নিজের ইচ্ছা নিজের মত
স্বাধীন দেশে সবার আছে কথা বলার সামানযোগ
এটাই ঘুড়ির পন লাটাইয়ের কাছেকরবে না সে আত্মসমর্পণ
কবিতা - আঁধার ইতিহাস
-----------------------------------------------
এ স্বাধীন দেশের
নাগরিকের এক
আবেগের সুবিনয়
একাত্তরে যার
শিক্ষা নিলেন
দেশ করতে সংস্কার
তার পক্ষ থেকে রে ভাই
গণহত্যা এ কোন অবিচার
স্বাধীনতার সার্বভৌমত্ব
যারা রাখবে অক্ষত
লুট দারাজের মোহেরে ভাই
তাদের নেই মনুষ্যত্ব
নেতা মশাই সীতা সেজে
গীতা করে পাট
জন চোখ আড়াল করে
ওই ভারতে পালিয়েছে আজ
নেতার আশায়
দুষ্টু চেলা কেঁদে ভাষায়
পাঠশালাতে বসে
জয় বাংলা পার্ট দিয়ে তাই
নেতা মশাই ভারত বসে হাসে
আয়না ঘরের বায়নাকারী
দেশের টাকা লুট করে
অন্য দেশে ভিড়াই তরী
তাহার মুখে মানায় না আর
স্বাধীনতার সভ্য বলি
জাতির পিতা খ্যাতি
কোরআন হাদিস নীতিমালায় খোদার বিধান
যারে দিলেন উপাধি আদর্শেরি মতে
কার সাধ্য আছে রে ভাই
সেই উপাধি পুনর ভাগ পেতে আবেগীয় মন
কর্মফলে দিয়েছে তাই
যুগে যুগে তাহার বিবরণ
বরণ মনে স্মরণ করায় ইতিহাসের কাজ
লাশের উপর ত্রাসের বাসা
এটা ইতিহাসের নয়তো ভাষা
ইতিহাসের নীতিমালা
জোরপূর্ব যায় না তারে মুছে ফেলা
পাতাল মরতো ভেদ করে
তার ঝান্ডা উঠবে খাড়া এটাই ইতিহাস
জবর দখল হয় না রে মন
ইতিহাসের স্মৃতিচারণ
যুগে যুগে তাহার পতন
অহংকারী চিরসাশন
No comments
info.kroyhouse24@gmail.com