Breaking News

কবিতা - জবাব দে এবং স্রোতে ভেসে যায় আচ্ছা দিন

জবাব দে

""""""""""""""""""""""""""'""""""""''''''

ঢাবির ছাত্র,আমায় বল,
মরলো কেন তোফাজ্জল?
বর্বরতায়
নির্মমতায়
খুব দেখালি মেধার ফল!
এমন মেধা চায় না দেশ!
মারতে মারতে জীবন শেষ
করলি তোরা,
শিক্ষার্থীরা,
মানলি তোরা কার আদেশ?
প্রাণের মূল্যে ভাত খাওয়াছ -
এই কি তোদের জ্ঞানের চাষ?
বাদ দে তোরা
লেখাপড়া,
তার চে' বরং কাটবি ঘাস!
দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ
বিদ্যা দিয়ে বানায় কীট!
নৈতিকতার
আর সততার
অবক্ষয়ের নেই লিমিট!
কদিন আগেই ট্রাস্ট পেলি!
অল্পদিনেই সব খেলি।
আয় রে আবার
মানুষ হবার
লক্ষ্য নিয়ে পা ফেলি।


স্রোতে ভেসে যায় আচ্ছা দিন

""""""""""""""""""""""""""'""""""""''''''
এখন বিষাদ ঋতু
বিবর্ণ সময়
পাতায় পাতায় ধুলা।
ধুলায় রুদ্ধ শ্বাস
হাড় পাঁজরের মর্মর,
মৃত্যুর প্রহর গুনে দীর্ণ ডালপালা।
মুষল ঝরে দুঃখবৃষ্টি
সংকীর্ণ কানাগলি
অন্ধকার প্রবল ওড়ে।
ক্ষুব্ধ প্রকৃতি অঝোর কাঁদে
পাড়ায় পাড়ায় ফুঁসে উঠে প্লাবন
নীড়হারা বানভাসি পাখি
দিশাহীন ওড়ে
কষ্টক্লিষ্ট ঝরা পালক
ঠিকানার খোঁজে ঠিকানা বিহীন,
অবহেলায় লুটায়ে কাঁদে
শরণার্থী প্রণাম।
মুক্ত আকাশ রুদ্ধ
বদ্ধ বৃত্তে আবদ্ধ বোবা কান্না
বেদনার্ত পাখির
অসহায় ডানা ভাঙ্গা ওড়াউড়ি।
শূন্য ভাতের হাড়িতে ক্ষুধা টগবগ
একশ ডিগ্রি তাপে ফুটে
গরমভাতের স্বপ্ন।
গ্রামে গঞ্জে বুভুক্ষার মিছিল
দলে দলে চলে পাহাড়ে সমতলে,
দ্রোহের আগুন জ্বলে
উচ্ছ্রিত দীপ্ত পায়ে।
ভোটের পাখিরা আসে যায়
মৌসুমী বায়ু প্রবাহে
পথে পথে পড়ে থাকে
মাক্স আর মুখোস।
বসন্ত ঋতু আসে না
আমাদের হেমন্তের ধানকাটা মাঠে
কুয়াশাদীর্ণ আমাদের রুক্ষ চালে
সম্বৎসর আটকে থাকে
তপ্ত গ্রীষ্ম ঋতু,
বিবর্ণ বিশুষ্ক আমাদের ফুলবাগান।
বুকের উপর জমাট বালি
ঊষর ধূসর
চারদিকে মরীচিকা---
দাহদিন,পোড়ে রোদ
কষ্টনদী থৈ থৈ
স্রোতে ভেসে যায় আচ্ছা দিন।



No comments

info.kroyhouse24@gmail.com