কবিতা - মাতৃভক্তি, ক্রয় ক্ষমতার ফাগুন চাই , মানুষ এখন এবং লক্ষ্মী
মাতৃভক্তি
---------------------------------------
তারা এখন যে যার সংসারেই দিয়েছে মন
দধীচি বুড়ি তলায় পড়ে থাকা ঠোঙার মুড়ি
দালান বাড়ি রান্নাঘরে থাকেন বিধবা নারী
থামালে হাত দুইবেলা জোটেনা পেটের ভাত
ছেলের দল দেখেনা বিধবার চোখের জল
একটা তার 'দুগ্গা মা'কে গড়িয়ে দিয়েছে হার মঙ্গলবাড়ি
ক্রয় ক্ষমতার ফাগুন চাই
--------------------------------------------------
কর্তৃপক্ষ দিজ অর দেট করুক যতোই ইন্ডিকেট,
হয় না পিপল ফরচুনেট, খায় না ধরা সিন্ডিকেট।
দ্রব্যমূল্যের আগুনে আর কতোকাল পুড়বে দেশ?
ক্রয় ক্ষমতার ফাগুনে হাসবে কখন পরিবেশ?
প্রশ্নকর্তা সর্বজন, কেউ করে না জবাব ফাঁস;
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে গিয়ে নাভিশ্বাস।
মানুষ এখন
--------------------------------
সত্য এখন হেরে যায় মিথ্যার দাপটে,
ভালো মানুষেরা নিরীহ মন্দ লোকেরা কপটে।
পোশাক এখন মর্যাদা পায় চাকচিক্যের ভিড়ে,
আসলের চেয়ে ন'কলের দাম দ্বিগুণ চারিধারে।
মানুষ এখন মানুষকে নয়
টাকা আর অবস্থানকে সম্মান করে,
একেই বলে কলিযুগ
যেখানে প্রতিনিয়ত মানবতা ম'রে।
মানুষ এখন TikTok likey 'তে মজে
নিজস্বতা হারিয়ে ফেলছে,
Show up করতে এতোটাই ব্যস্ত যে,
নিজেদের অবস্থানকেই ভুলছে।
"মানুষ এখন..."
লক্ষ্মী
-------------------------------
আর ভয় করে খড়্গ হাতে কালির -
ভয়ঙ্কর মূর্তি , যার গলায় মুন্ড মালা - শোভা পায়।
আমার ভয় করে - কালবৈশাখী ঝড়
আর বন্যায় মোশলধারে বৃষ্টি।
আমার ভয় করে দেখে তোমার বিষন্ন বদন ,
আগুনের মতো চোখ আর ঝড়ো চুল।
শুধু শান্তি পাই -যখন তুমি
আলতা পায়ে সিঁদুর পরে ; চাঁদনী রাতে
আমার দিকে তাকাও লক্ষ্মী রূপ ধরে।
তোমার বাহুর শাঁখা পলা ,
আর তোমার পায়েলের শব্দ;
ঝড় তোলে আমার সুখের সাগরে!
No comments
info.kroyhouse24@gmail.com