Breaking News

কবিতা সমগ্র সুন্দর কিছু কবিতার সম্বনয়ে সাজানো

কবিতা হিসেব

--------------------------------
যায় না কিছুই গোপন রাখা ,যতই চতুর হও ।
যতই মুখে মিষ্ট বুলি , শিষ্ট আচার ধর্ম কথা কও ।
তার ঘরেতে ছল চলেনা, কল চলেনা
তেল চলেনা কোনো ।
ধূপ দীপ আর ফলের পাহাড়
ছাপ ফেলেনা কোনো ।
হিসেব তোমায় দিতেই হবে ,
এইখানেতে বসে ।
চাকা ভীষণ ঘুরছে জোরে ,
শেষের দিকে এসে ।
কার চোখে জল ঝরিয়েছিলে ,
বিনীদ্র রাত কাকে ?
ফেরত পাবে সবই , যেদিন
বিচারে ডাক পাবে ।

কৃষাণী দুই মেয়ে

------------------------
কৃষাণী দুই মেয়ে
পথের কোণে দাঁড়িয়ে হাসে আমার পানে চেয়ে।
ওরা যেন হাসি খুশীর দুইটি রাঙা বোন,
হাসি-খুশীর বেসাত ওরা করছে সারাখন।
ঝাকড়া মাথায় কোঁকড়া চুলে, লেগেছে খড়কুটো,
তাহার নীচে মুখ দুখানি যেন তরমুজফালি দুটো।
সেই মুখেতে কে দুখানি তরমুজেরি ফালি,
একটি মেয়ে লাজুক বড়, মুখর আরেক জন,
লজ্জাবতীর লতা যেন জড়িয়ে গোলাপ বন।
একটি হাসে, আর সে হাসি লুকায় আঁচল কোণে,
রাঙা মুখের খুশী মিলায় রাঙা শাড়ীর সনে।
পউষ-রবির হাসির মত আরেক জনের হাসি,
কুয়াশাহীন আকাশ ভরে টুকরো-মেঘে ভাসি।
চাষীদের ওই দুইটি মেয়ে ঈদের দুটি চাঁদ,
যেই দেখেছি, পেরিয়ে গেল নয়নপুরীর ফাঁদ।

পুরনো ধাঁধা

------------------------
বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?
বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,
গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।
বলতে পার ধনীর মুখে যারা যোগায় খাদ্য,
ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?
‘হিং-টিং-ছট্’ প্রশ্ন এসব, মাথার মধ্যে কামড়ায়,
বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।

কবিতা - চাঁদ তারা

------------------------
চাঁদ আর তারা দুই প্রান্তে
দুই নিশিতে রাত জেগে
দিচ্ছে পাহারা চাঁদের হাসি রাশি রাশি
জ্বলবে তারা মিঠি তোমার আমার দেখা হবে
জোসনা ফোটা রাতি উদাস উদাস মন
ঘুমের মাঝে দেখি শুধু তোমারি স্বপন
ভোরের স্বপন ফলে যেমন মাসি পিসি বলে
স্বপ্ন যেটা স্বপ্নই হয় বাস্তবে না ফলে আমার স্বপন
আলোয় আপন ভালবাসি যারে আলো হলো চাঁদের কিরণ
আমি তোমার ভালোবাসার ঋষি তবুও আমি মনেপ্রাণে
তোমায় ভালোবাসি তুমি তারা আকাশ মিলে
আমি হব সবুজ ঘাসে জমিন
তোমার আমার ভালবাসা
সাদার মাঝে কালো বাধা কেউ রবে না
সেই রাতটা হবে রঙিন
রঙিন রাতে নিঝুম পথে
হাঁটবো মোরা দুজন
মোদের সাথে থাকবে পাশে
ঝিকিমিকি জোনাক পোকা
আর থাকবে কিছু আলোর কনা
আলোর আশায় বিন্দু বিন্দু কনায় কনায়
কখন যেন জমাট বেঁধে
রূপ নিয়েছে ভালোবাসায়
এটা বাস্তবে নয় কল্পনাতে সাজে
তাই ঘুমের মাঝে নেই বাধা মোর
ভালোবাসার দেখতে কিছু সুখের স্বপন
স্বপন যদি আপন হতো
আমার থেকে সুখী রে ভাই
এই জগতে কেউ না হতো
তাই স্বপন দেখেই যায়
বাস্তবতায় আমার ভাগ্যে
স্বপন ছাড়া ভালবাসা নাই

প্রেমের প্রথম ফুল

----------------------------------
জীবনের প্রথম প্রেম,
সে যেন এক সুধাময় স্বপ্ন,
নিঃশব্দে এসে ছুঁয়ে দেয় হৃদয়,
দেয় এক নতুন রূপে ভ্রমণ।
অজানা এক আকর্ষণে বাঁধা পড়ে মন,
প্রথম দেখা, প্রথম কথা,
সবই যেন স্বর্গের দান।
পথের ধারে ফুলের মতো সে হাসি,
কোমল হৃদয়ে আঁকা প্রথম ভালোবাসার আভাসি।
নিভৃতে কাটে দিন, রাত্রি জুড়ে স্বপ্নের হাতছানি,
প্রথম প্রেমের কথা মনে, যেন মধুর রাগিণী।
অনুভূতির জোয়ার, হৃদয়ে অম্লান সুখ,
কিছু বলা, কিছু না বলা, তবু সবই যেন মধুর দুখ।
কখনো হাসি, কখনো চোখের জল,
প্রথম প্রেমের কাহিনী, মনের মাঝে রবে অবিচল।
হয়তো সে প্রেম ছিল ক্ষণিকের,
তবু রেখে যায় স্মৃতির দাগ,
জীবনের প্রথম প্রেম,
সেইতো ছিল সত্যিকারের অনুরাগ।
প্রথম প্রেমের সেই মধুর স্মৃতি,
আজও হৃদয়ে রেখে যায় এক অসীম মমতা,
এক অবিরাম তৃপ্তি।

নন্দিত ভূমে চেতনার ধর্ষণ

-----------------------------------------------
নতুন দিনের কেতন উড়িয়ে আসছে দেখো বীর
বুকে তাদের বারুদ, ঊর্ধ্বে তাদের শির,
ছাত্র জনতার মুষ্টিবদ্ধ হাত, কাঁপছে বসুন্ধরা
প্রাণে আজ প্রাণ লেগেছে হৃদয় হরা,
ওরে শোন, ঝড় এসেছে ঝঞ্ঝা হয়ে, তীব্র করে হাঁক
খুনি, স্বৈরাচারী, ফ্যাসিবাদ, দিল্লিতে উড়ে যাক।
আজ নতুন দিনের কেতন উড়ে বাংলা জুড়ে
পিশাচিনি উড়ে গেছে বাক্স পেটরা ফেলে ঘরে --
সাপ, বিচ্ছু , হায়নার দল, গোখরা, মনষা
গর্তে আজ লুকিয়ে আছে, সংঘবদ্ধ হবার আশা,
ওরে তরুণ, বীণ বাজা, বেরিয়ে আসুক সব
ছাত্র জনতার হর্ষ ধ্বনি আজ নতুন উৎসব।
নন্দিত ভূমে চেতনার ধর্ষণ, সয়েছি এতটা কাল
বাজা তোর প্রণয় বীনা, ওরে তরুণ রক্ত উন্মাতাল,
ধুয়ে যাক সব, মুছে যাক সব, পুরনো যত গ্লানি
ঘুণে ধরা চেতনা করছে ধর্ষণ, যতই ফিরে আনি,
নতুন ভোরে এসেছে সূর্য গায়ে মাখি সোনা রোদ
চেতনায় ফিরেছে ছাত্র জনতা জেগেছে এবার বোধ।
দিকে দিকে শুনি জয়ধ্বনি এসেছে নতুন বীর
নতুন স্পন্দনে জেগেছে বাংলা ভরেছে সব তীর,
ছাত্র যুবা শিশু বৃদ্ধ মিছিলে মিছিলে ভিড়ে
নতুন গানের জাগরণে হৃদয় নাচে কি রে!
ধামাল ছেলে কামাল কিয়া দিকে দিকে উৎসব
পঁচা, মরা, ঘুণে ধরা, ধর্ষিত ধর্ষণ, পালিয়েছে সব।

No comments

info.kroyhouse24@gmail.com