সকল নামাজের নিয়ত সমূহ
নামাজের নিয়ত সমূহ
নিয়ত আরবী শব্দ । এর অর্থ হল ইচ্ছা করা। নামাজের নিয়ত অর্থ হল নামাজের ইচ্ছা করা। নামাজ পড়ার জন্য আমরা শরীর, জামা-কাপড়, ইত্যাদি পবিত্র করে কিবলামুখী হয়ে নফল বা সুন্নত বা ওয়াজিব নামাজ আদায় করার জন্য দণ্ডায়মান হই তাই নিয়ত। আলাদা ভাবে কোন নিয়ত করা ফরজ বা ওয়াজিব নয় এবং নিয়ত বাংলা, ইংরেজী, আরবী, ফার্সি, উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় করা যায়। তবে আরবীতে নিয়ত করা মুস্তাহাব।
তাই নিম্নে নামাজের আরবী নিয়তগুলো বাংলা উচ্চারণ ও অর্থসহ দেয়া হল ।
ফজর নামাজের দু রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواةِ الْفَجْرِ
سُنَّةٌ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَحِها إلى جِهَةِ الكَعْبَةِ
الشَّرِيفَةِ الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা । রাকায়াতাই ছালাতিল ফাজরি, সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতআজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি দু'রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম। পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে। আল্লাহু আকবার।
ফজরের দু রাকাত ফরজ নামাজে নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواةِ الْفَجْرِ
فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجَها إلى جهَةِ الكَعْبَةِ الشَّرِيفَةِ
اللهُ اكْبَر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই ছালাতিল ফাজরি ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতশ শারিশাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিবলামুখী হয়ে ফজরের দু রাকাত রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম । আল্লাহু আকবার।
জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى أربعَ رَكْعَتَى صَلَواةِ الظُّهْرِ
سُنَّةُ رَسُولُ الله تَعَالَى مُتَوَجَها الى جهة الكَعْبَة
الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ -
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি জ্জুহরি সুন্নাতু রাসূল্লিাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিবলামুখি হয়ে জুহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার ।
জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত
نويْتُ أَنْ أَصَلَّى الله تَعَالَى اربع رَكْعَتَى صَلواة
الظهْرِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوجها إلى جهة الكَعْبَةِ
الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উচারিয়া লিল্লাহি তায়ালা আরবাআ রাকআতি ছালাতি জ্জুহরি, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলাজিহতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ : আমি কিবলামুখি হয়ে জুহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার ।
জোহরের দু'রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أُصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواة الظهر
سُنَّةٌ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَة
الشَّرِيفَةِ اللَّهُ اكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছারিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই ছালাতিজ জুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাগুজ্জিহান ইলাজিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
অর্থ : আমি জোহরের পরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য কিবলামুখি হয়ে নিয়ত করলাম। আল্লাহু আকবার ।
আছরের চার রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالى أربعَ رَكْعَتَى صَلواة
العَصْرِ سُنَّةُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجِها إلى جهة
الكَعْبَةِ الشَّرِيفَةِ الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া রাকাআয়াত ছালাতিল আছরি। সুন্নাতু রাসূলিল্লাহিতায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
আছরের চার রাকাত ফরজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى أَربَعَ رَكْعَتَى صَلواة
العَصْرِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجَهَا إِلى جِهَةِ الكَعْبَة
الشَّرِيفَة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি ছালাতিল আছরি। ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আছরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম আল্লাহু আকবার ।
মাগরিবের তিন রাকাত ফরজের নিয়ত
نويتُ أَنْ أَصَلَّى الله تَعَالى ثَلاثَ رَكْعَتَى صَلواة
المَغْرِبِ فَرْضُ اللهِ تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَةِ
الشَّرِيفَةِ الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা রাকাআয়াতাই ছালাতিল মাগরিব, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে মাগরিবের তিন | রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার।
মাগরিবের দু'রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلواةِ الْمَغْرِبِ
سُنَّةٌ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجِها إلى جهَةِ الكَعْبَةِ
الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ.
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই ছালাতিল মাগরিব, সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থঃ আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে মাগরিবের দু'রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার ।
ইশার চার রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى أَرْبَعَ رَكْعَتَى صَلواة
العشاء سُنَّةً رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجِهَا إِلى جِهَةِ
الكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি ছালাতিল ইশায়ি। সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : পবিত্র কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আমি ইশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
ইশার চার রাকাত ফরজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى ارْبَعَ رَكْعَتَى صَلواة
العشاء فَرْضُ الله تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَة
الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি ছালাতিল ইশায়ি, ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহান ইলা জিহাতির কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিবলামুখি হয়ে ইশার চার রাকত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম । আল্লাহু আকবার ।
ইশার দুই রাকাত সুন্নতের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالى رَكْعَتَى صَلواة العشاء
سُنَّةُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَة
الشريفة اللهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাক্তাই ছালাতিল ইয়ায়ি, সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিরামুখি হয়ে ইশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম । আল্লাহু আকবার ।
বিতির নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلَّهِ تَعَالَى ثَلاثَ رَكْعَتَى صَلواة
الوثرِ وَاجِبُ اللهِ تَعَالَى مُتَوَجِهَا إِلى جِهَةِ الكَعْبَةِ
الشَّرِيفَةِ الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা, ছালাছা রাকআতি ছালাতিল ভিতরি, ওয়াজিবুল্লাহ তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য নিয়ত করছি, আল্লাহু আকবার ।
নফল নামাজের নিয়ত
নফল নামাজ সাধারণত দু রাকাত করে পড়াই উত্তম। তবে কেউ ইচ্ছে করলে চার রাকাত এক সাথে পড়তেও পারেন। তাই দু রাকাত বিশিষ্ট নফল নামাজের নিয়ত দেয়া হল ।
نَوَيْتُ أَنْ أَصَلِّي لله تَعَالَى رَكْعَتَى صَلواةِ النَّفْلِ
متوجها إلى جهة الكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই ছালাতিন নাফলি, মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি দু রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করছি । আল্লাহু আকবার ।
চার রাকাত বিশিষ্ট নফল নামাজে (রাকআত) এর পূর্বে একটি
(আরবাআ) শব্দ বাড়িয়ে দিলেই হয়ে যাবে। যথাঃ
نَوَيْتُ أَنْ أَصَلَّى لِله تَعَالَى رَكْعَتَى صَلَواةِ النَّفْلِ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ রাকাআতি ছালাতিন নাফলি-শেষ পর্যন্ত।
দুখুলুল মাসজিদ নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلَواءٌ دُخُول
المَسْجِد مُتَوَجَها الى جهة الكَعْبَة الشَّرِيفَة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাক আতাই ছালাতি দুখুলিল মাসজিদ। মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফারিত আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিবলা মুখি হয়ে দুখলুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার ।
কাবলাল জুমা নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالى أربع ركعتي صلواة قبل
الجُمْعَة سُنَّةُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَهَا إِلى جِهَةِ
الكَعْبَة الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকআতি ছালাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থঃ আমি কিবরা মুখী হয়ে জুমআর চার রাকাত কাবলাল সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
জুমার ফরজ নামাজের নিয়ত
نويْتُ أَنْ أَسْقِطَ عَنْ ذِمَّتِي فَرضَ الظَّهْرِ بِأَدَاءِ رَكْعَتَيْ
صلواة الجُمْعَةِ فَرضُ اللَّهِ تَعَالَى مُتوجها إلى جهة
الكَعْبَةِ الشَّرِيفَةِ الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উসিকতা আন জিম্মাতি ফরদার্থ জুহরি বিআদায়ি রাকআতাই ছালাতিল জুমুয়াতি, সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাশি শারীফাতি আল্লাহ আকবার
অর্থ : আমি কিবলা মুখী হয়ে আল্লাহর উদেশ্য ইমামের সহিত জুমআর দুই রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার।
বাদাল জুমার নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالى اربع رَكْعَتَى صَلواة بَعْدَ
الجُمْعَة سُنَّةُ رَسُولُ الله تَعَالَى مُتَوَجَها إلى جهة
الكَعْبَة الشَّرِيفَة اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকআতি ছালাতি বাদাল জুমুআতি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আকবার ।
অর্থ : আমি কিরামুখী হয়ে জুমআর পরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার।
তাহাজ্জুদ নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ الله تَعَالَى رَكْعَتَى صَلواةِ النَّهَجُدِ
سُنَّة رَسُولُ الله تَعَالَى مُتَوَجِّها إلى جهَةِ الكَعْبَةِ
الشَّرِيقَة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছারিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই চালাতিত্তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদেশ্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার।
এশরাক নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواة الإشراق
سُنةُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَها الى جهَةِ الكَعْبَة
الشريفة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাতাই ছালাতিল ইশরাকি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি কিবলামুখী হয়ে আল্লাহর রাসূলের সুন্নত দুই রাকাত এশরাকের নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম।
চাশতের নামাজের নিয়ত
نوقْتُ أَنْ أَصَلَّى الله تَعَالَى رَكْعَتَى صَلواة الصحى
سُنَّهُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَةِ
الشَّرِيفَة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই চারাতিজ জোহা সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিতাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর রাসূলের সুন্নত দুই রাকাত চাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
আউয়াবীনের নামাজের নিয়ত
نويْتُ أَنْ أَصَلِّي لِلهِ تَعَالَى رَكْعَتَى صَلواة الأوابين
سُنَّةُ رَسُولُ اللهِ تَعَالَى مُتَوَجَها إلى جهة الكَعْبَةِ
الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই ছালাতিল আউয়াবিন সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার ।
অর্থঃআমি কিরামুখী হয়ে আল্লাহর পবিত্র কা'বা ঘরের দিকে মুখ ফিরিয়ে আউয়াবীনের দুই রাকাত নামাজ আদায করার জন্য নিয়ত করলাম । আল্লাহু আকবার ।
কাযা নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلواة الفَائِتَةِ
فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِها إلى جهَةِ الكَعْبَةِ الشَّرِيفَةِ
الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই ছালাতিল ফায়েতাতি ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফারিত আল্লাহু আকবার ।
তারাবীহ্ নামাজের নিয়ত
نَوَيْتُ أَنْ أَصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَى صَلواة التراويح
سُنَةٌ رَسُولُ اللهِ تَعَالَى مُتَرَجَها إلى جهَةِ الكَعْبَةِ
الشريفة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকআতাই সালাতিত তারাবীহ, রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফারিত আল্লাহু আকবার ।
নামাজ পড়ার নিয়ম
উল্লেখ্য যে নামাজ মোট চার প্রকার (১) নফল, (২) সুন্নত, (৩) ওয়াজিব, (৪) ফরজ।
নফল ও সুন্নত নামাজ পড়ার নিয়ম প্রথমে পূত পবিত্র হয়ে নামাজের স্থানে কিবলামুখী হয়ে উভয় পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে এ দোয়া পড়তে হবে।
انى وجهت وجهي للذي فطر السوات والأرض
حنيفاو مَا أَنَا منَ المُشركين
(ইন্নী ওয়াজ্জাহ্তু ওয়াজহিয়া লিল্লাজী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাঁও ওয়ামা-আনা মিনাল মুশরিকীন, এবং মনে মনে এ ধারণা করতে হবে যে, আমার সম্মুখে কাবাগৃহ, আল্লাহ আমায় দেখছেন, পেছনে আযরাইল ফেরেশতা, ডানে বেহেশত ও বামে দোযখ। আর আমি পুলসিরাতে দণ্ডায়মান। হতে পারে এ নামাজই আমার শেষ নামাজ । মোটকথা হল খুব বিনয়ের সাথে ও ভয়-ভীতি ও একাগ্রতার সাথে নামাজে দাঁড়াতে হবে।
এরপর নিয়ত করতে হবে। নিয়তের পর তাকবীরে তাহরীমা বলতে হবে।
No comments
info.kroyhouse24@gmail.com