কবিতা - লক্ষ্মী বন্দনা, আর নয় প্রতিশোধ-প্রতিহিংসা ও ধ্বংস হোক অপশক্তি
লক্ষ্মী বন্দনা
--------------------------------------
ধানের দেবী ধনের লক্ষ্মী,
লক্ষ্মীছাড়ার ঘরে বাঁধা।
ভক্তেরা সব অভুক্ত আজ,
ঘোর কলিতে উল্টো ধাঁধা।
ভিক্ষে প্রবৃত্তি ঘরে ঘরে,
শিক্ষা দীক্ষা পায় না মূল্য।
ক্ষমতা যার ঘোরায় ছড়ি,
অসুররা আজ দেবতা তুল্য।
অসততায় নষ্ট স্বভাব,
কুচক্রী যত বজ্জাত চোর।
জ্যান্ত লক্ষ্মী মারছে এরা,
ধর্মে বিচার চাইছি তোর।
অশুভ শক্তি বিনাশ করে,
অলক্ষ্মী থেকে দাও মা মুক্তি।
খুশির আলোয় ভাসাও ভুবন,
পূজা প্রার্থনায় জানাই ভক্তি।
আর নয় প্রতিশোধ-প্রতিহিংসা
-------------------------------------------------
আর নয় প্রতিশোধ-প্রতিহিংসা,
আল্লাহ গদি দেন যাকে ইচ্ছা,
দম্ভের প্রতি কোনো ছাড় না!
আর নয় ক্ষমতার সীমালঙ্ঘন,
ঢিলটার পরিণতি পাটকেল;
নিশ্চয় ইতিহাস মহাদর্শন,
বুঝজ্ঞান অনুসারে পাশ-ফেল।
বারবার যদি হয় একই প্রবলেম,
বিপ্লব করে-টরে লাভ নেই!
বাংলার বুকে চাই খাঁটি দেশপ্রেম,
হিংসার মতো কোনো পাপ নেই।
সরকার দরকারি হয় এদেশে
বাংলার একতাকে রাখতে,
দল-মত-সংস্কৃতি নির্বিশেষে
সব ক্লেশ-দীনতাকে ঢাকতে।
আর নয় অনাচার-অনাসৃষ্টি,
বাংলার স্বাধীনতা ঠিক চাই;
সার্বিক থাকা চাই প্রিয় দেশটি,
নিজ নিজ চেতনাকে বিগ চাই।
No comments
info.kroyhouse24@gmail.com