Breaking News

ভয়াবহ বন্য কবলিত এলাকার একটি সত্য ঘটনা



৫ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো " বাবুকে নিয়ে আপনে আগে যান।আমি সাঁতরে পাড়ে চলে যাবো "

" না।একসাথে যাবো চলো "
" আপনে বুঝতেছেন না।যেটা বলি শুনেন,আপনে বাবুটারে নিয়ে আগে যান "
স্পিডবোটে থাকা একজন বললো " ভাই আর একজনের যায়গা আছে। দ্রুত উঠেন,আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে "

বললাম " ভাই আপনারা যান।পরেরবার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাবো "
স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বললো " আমার দিব্যি,আপনে এখনি যাবেন "
" এটা কি ধরনের পাগলামি? তোমায় একা রেখে আমি কিছুতেই যাবো না "
" বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন, আপনার পায়ে পরি,অন্য বোট আসলে আমি সেটায় করে চলে যাবো।নইলে সাঁতার দিয়ে যাবো "

" চারদিকে জলে থৈথৈ, তুমি সাঁতার দিয়ে আসবে কি করে "
" গ্রামের মেয়ে আমি,সাঁতার দিয়েই বড় হইছি "
স্ত্রী একপ্রকার জোর করেই বোটে তুলে দিলো।উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কে"টে গেলো।স্ত্রীর দেখা নেই।বোটে করে শতশত মানুষ আসলো,তাকে নজরে পরলো না।
উদ্ধার কর্মীদের জিগ্যেস করলাম " ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না? "
তিনি বললেন " চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই।যতজনকে সম্ভব নিয়ে এসছি "
" ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে! "
" দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না "

এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে।সেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকুয়েষ্ট করে এলটা ফোনের জোগাড় করলাম।শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম।স্ত্রীর বড়ভাই বললো
" তুমি ওকে একা রেখে আসলে কিভাবে? "
" দাদা আমি নিরুপায় ছিলাম।ও আমায় বাধ্য করেছে।আর ও বলেছিলো সাঁতরে পাড়ে আসবে "
" আরে ও তো সাঁতার"ই পারেনা! "

No comments

info.kroyhouse24@gmail.com