Breaking News

কবিতা - তোমার নির্যাস

তোমার নির্যাস

লিখনিতে- এম এ উদ্দীন বিশ্বাস আজু 

---------------------------------------------

ভাবনার নির্যাসে
ক্ষণিকের মধ্যে কত কি আসে
তাৎক্ষণিক হৃদয়ের ক্যানভাসে
সুন্দর সুন্দরী চেহারা গুলো ভাসে।

কি করি তখন 
মন হারিয়ে যায় যখন, 
উড়ে যেতে চাই  মেলে ডানা 
শুনতে চাই না বারণ বা মানা।

জীবনে একটু শান্তির জন্য 
চারিদিকে ঘুরেফিরে হয়ে হর্ন, 
তোমাকে দেখতে পেয়ে নিজেকে মনে করে ধন্য
অপরুপ তোমার বর্ন।

পাগল করলে লিখতে এখন 
কলম ধরতেই হৃদয়ে উঠেছে কম্পন, 
আকৃতি হৃদয়ে ভাসে যখন 
বুঝতে পারি না ভালোবাসি কথাটি বলবো কখন।

সুখের সাগরে ভাসিয়ে এখন
চলমান তবুও আকৃষ্ট রয়েছে মন,
সবই কি অদৃশ্য লক্ষ্মণ 
একে অপরকে করাতে ভক্ষণ। 

তুমি আমার প্রিয়তমা 
তোমার নিকটে মনটি রেখেছিলাম জমা,
সবই হারালাম,হারালাম জমিজমা
আত্মীয়স্বজন ও আপনজন করে না ক্ষমা।

সেই থেকে আজ আমি যাযাবর 
নেই ঠিকানা নেই ঘর,
একমাত্র তুমিই আপন আমার 
ভুল বুঝো যদি তুমিই" সব চেয়ে পর।

তোমার নির্যাস থেকে খুঁজে আমার অতীতের দিনগুলো 
খারাপ নয়তো কিছু টা হলেও ভালো, 
বলে ছিলাম একসাথে চলো
হঠাৎ একঝড়ে সবকিছুই হয়ে গেলো এলোমেলো। 

সেই থেকে তার খবর নেই জানা 
অশুভ এক শক্তি এসে করে গেলো মানা,
জানার চেষ্টা করো না তার ঠিকানা 
সেই খুব সুখে আসে বিপদে ফেলো না।

সেই থেকে আর নেওয়া হয় না তার খবর
আসতে আসতে সে হয়ে গেছে পর,
জানা নেই কেমন আছে তারপর 
নিশ্চয় সুখেই করছে সংসার।

No comments

info.kroyhouse24@gmail.com