সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিয়ে এলো কর্পোরেট ই-কমার্স সার্ভিস
সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ বাংলাদেশের একটি সুনামধন্য কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশে ১৯৮৩ সালে কুরিয়ার সেবা প্রদান করা শুরু করেন। বিগত ৪০ বছর ধরে একটু একটু করে মানুষের আস্তা অর্জন করতে করতে তারা এখন বাংলাদেশের ১ নাম্বার কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ তারা বাংলাদেশের প্রথম অনলাইন (ডিজিটাল ) কুরিয়ার সেবা প্রদান শুরু করে।
৩য় ইমেজের দিকে লক্ষকরলেই দেখতে পাবেন Payment Summary লেখা আছে।
আপনার সমস্ত পার্শ্বেল বুকিং হবার পর এভাবে পেন্ডিং দেখতে পাবেন।
কর্পোরেট ই-কমার্স
বর্তমানে নতুন আঙ্গিকে ই-কমার্স সার্ভিসকে ঢেলে সাজিয়েছে তাদের নতুন ই-কমার্স ড্যাসবোর্ড যেখানে কর্পোরেট সেলারগন তাদের পার্শ্বেল বাসা থেকেই বুকিং প্যাকিং কম্পিলিট করে সুন্দরবন কুরিয়ারে পৌছে দিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ সেলারদের বাসা থেকে পার্শ্বেল কালেক্ট করে সেবা প্রদান করে যাচ্ছে।
আপনি সুন্দরবন কুরিয়ারের কর্পোরেট সেলার হতে হলে আপনাকে অবশ্যই তাদের সাথে এগ্রিমেন্ট পেপারে সাইন করে তারপর সেবা গ্রহণ করতে হবে। এতে আপনার প্রয়োজন হবে যে সকল কাগজ পত্র।
০১। বিজনেস ট্রেড লাইসেন্স।
০২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৩। ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো।
০৪। অফিস ডিডের ফটোকপি ( না হলেও চলবে )।
০৫। অফিসিয়াল মোবাইল নাম্বার।
সব কিছু সম্পূর্ণ হবার পর আনাকে সুন্দরবন কুরয়ার একটি আইডি প্রদান করবে 50ABC000450 এমন একটি আইডি আর পাসওয়ার্ড যা দিয়ে আপনি লগিন করতে পারবেন কর্পোরেট ড্যাসবোর্ড-এ।
লগিন করার পর এমন একটি ড্যাসবোর্ড দেখতে পাবেন যেকানে আপনাকে ওয়েলকাম করা হবে আপনার প্রতিষ্ঠানের নাম ধরে আপনি যে প্রতিষ্ঠানের নামে এগ্রিমেন্ট করেছেন।
ড্যাসবোর্ড এর শুরুতেই দেখতে পাবেন সি এন (Consignment Number) সার্চ করার অপশন। তিনটি অপশন পাবেন যা আপনি Google এ SCS CN Tracking লিখে সার্চ িদিলে যে অপশন আসে ঠিক তেমনই। সিএ / প্রেরকোর মোবাইল নাম্বার / প্রাপকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন অথবা ট্রাকিং করতে পারবেন।
প্রথম ইমেজের নিচের দিকে তাকালেই দেখতে পাবেন All Order / Order in Progress / Payment Summary বাই ডিফল্ট থাকবে All Order.
All Order
সেখানে দেখতে পাবেন কত গুলো অর্ডার Create করা হয়েছে।
Product Delivered
সেখানে দেখাতে পাবেন কত গুলো অর্ডার প্রর্ডাক্ট ডেলিভারি করা হয়েছে।
Product Returned
এখানে দেখতে পাবেন কতগুলো অর্ডার প্রর্ডাক্ট রিটার্ন করা হয়েছে।
Delivery Pending
এখানে দেখতে পাবেন কতগুলো অর্ডার প্রর্ডাক্ট পেন্ডিং আছে।
সবগুলোর-ই সামারি দেখতে পাবেন তবে বিস্তারিত দেকাতে কন্টিটি এর উপর ক্লিক করলে দেখতে পাবেন।
২য় ইমেজের দিকে লক্ষকরলেই দেখতে পাবেন Order in Progress লেখা আছে।
Order in Progress এর মধ্যে পাবেন
>(Ready For Delivery ) রেডি ফর ডেলিভারি
> (In Transit )ইন টানজিট
> (Delivery Attempt Failed ) ডেলিভারি ফেইল পন্যসমূহের লিস্ট।
এই অপশনে আপনি প্রেমেন্ট সম্পর্কিয় সকল তথ্য পাবেন। যেমন
>Total Amount Booked - আপনি মোট কত টাকার পন্য পাঠিয়েছেন (COD Amount)।
>Total Amount Paid - আপনাকে মোট কত টাকা পরিশোধ করা হয়েছে।
> Total Amount Pending - মোট কতটাকা পেনডিং আছে।
> Total Amount Available - এখুনই মোট কত টাকা তুলতে পারবেন।
> Total Delivery Charge - মোট কতটাকার বুকিং চার্জ / ডেলিভারি চার্জ।
> Total COD Charge - আপনার (COD Amount) টাকা আসার চার্জ।
আপনি ড্যাসবোর্ড থেকে আপনার পন্য Track Your Parcel এই অপশন থেকে ট্রাকিং করতে পারবেন। এবং পার্শ্বেল এ কোন সমস্যা থাকলে অভিযোগ দিতে পারবেন এই অপশন থেকে। এটা কর্পোটের ড্যাসবোর্ড ব্যাবহারকারীদের জন্য স্পেশাল ভাবে বানানো।
Create Parcel- এই অপশন টাতে ক্লিক করে আপনি পার্শ্বেল প্রিবুকিং করতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এমন একটি উইনডো যেকানে প্রাপোকের নাম, ঠিকানা , ফোন নাম্বার , ডেলিভারি অপশন, লট কনটিটি, সিওডি এমাউন্ট সব ঘর ফিলআপ করে নিচের সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার পার্শ্বেলটি প্রি-বুকিং হয়ে যাবে এবং এমন একটি নাম্বার বসবে। তা নিচের ইমেজে দেখানো হলো।
যাহা Approved করা হলে মুল সিএন নাম্বার বসবে। তারপর ডেলিভারি কার্যক্রম শুরু।
অনলাইনে যদি অভিযোগ দিয়ে থাকেন তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচের ইমেজে যেমনটা দেখেতে পাচ্ছেন।
অনলাইনে যদি অভিযোগ দিয়ে থাকেন তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচের ইমেজে যেমনটা দেখেতে পাচ্ছেন।
সুন্দরবন কুরিয়ার বাংলাদেশের প্রতিটি থানা , উপজেলা, ইউনিয়ন এমনকি প্রতিটি গ্রামের আনাচে - কানাচে আপনার পার্শ্বেল ডেলিভারি করে দিবে এমন প্রতিশ্রুতি দিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ । কুরিয়ারটি আরো বলেছেন দেশের সকল ই-কমার্স প্রতিষ্ঠান যেন সুন্দরবন কুরিয়ারের সেবা গ্রাহন করে।
No comments
info.kroyhouse24@gmail.com