জমজ বউ । পর্ব - ০২
বাসর ঘরে ঢুকে দেখি দুই বৌ গল্প করছে..আমাকে দেখে তারা গল্প করা বন্ধ করলো..তারপর অবনী বললো...
জিজু আসেন..সেই কখন থেকে বসে আছি..
আয়!হায়! এই মেয়ে কয় কি?নিজের বরকে জিজু বলে কেউ?[মনে মনে ভাবছি]
জিজু কি ভাবছেন?
এই মেয়ে কি বাজে বকছো?আমি তোমার জিজু লাগি?লজ্জা করেনা নিজের বরকে জিজু বলতে?
এমা!লজ্জা লাগবে কেনো?আপনি আমার দিদির বর..সেজন্য জিজু বলতেই পারি
শুধু দিদির বর?তোমার বর না?
হ্যা..দিদির আমার দুজনের বর..
অবনী ফাইজালামি বন্ধ করবি তুই?[অবন্তী]
আচ্ছা...
:-তোমরা যাও চেজ্ঞ করে ফ্রেশ হয়ে নাও...
অতঃপর অবন্তী আর অবনী দুজনে এক এক করে ফ্রেশ হয়ে নিলো..আমি বাইরে থেকেই ফ্রেশ হয়ে এসেছিলাম..তাই আমি খাটের একপাশে শুয়ে পড়লাম...
:-আমরা কোথাই ঘুমাবো?(অবন্তী অবনী একসাথে)
:-কেনো?বিছানাতে অনেক জায়গা আছে..দুজনে শুয়ে পড়ো..
:-না তুমি মাঝে..আর আমরা দুজন দুপাশে(অবনী)
:-হু আমাকে চেপে মারার চিন্তা?
:-হু তাই...
অতঃপর অবনী জোর করেই আমাকে খাটের মাঝে শোয়ালো..তারপর দুজন দুপাশে..আর বাকিটু ইতিহাস..পাতিহাস.. আর নাই বা বল্লাম.....আরে বোঝেন না ?বাচ্চা নাকি......হিহিহিহিহি....
অতঃপর ভোর বেলায় ঘুম ভেঙে গেলো..প্রতিদিন আমি ভোর বেলাতেই ঘুম থেকে উঠি..কারন ভোরের বাতাস আর পরিবেশ আমার খুব ভালো লাগে..তাই একটু হাটাহাটি করি..কিন্তু আজ মনেহয় তা আর হবেনা..অবন্তী অবনী যে ভাবে চেপে ধরে আছে..উঠতেই পারছিনা...
:-অবন্তী,অবনী আমাকে ছাড়ো...(একটু জোর গলায় বললাম)
:-এত সকালে চিল্লাও কেনো?ঘুমাও...(অবনী)
:-ছাড়ো আমাকে আমি বাইরে যাবো..হাটতে
:-এখন যেতে হবেনা..পরে যেও
:-না এখনি যেতে হবে..
:-এত সকালে বাইরে কি করবে?এখন আরাম করে ঘুমাও আমাকেও ঘুমাতে দাও
:-ভোরের পরিবেশ অনুভব করতে যাবো বাইরে..আর কি বললে?আরামে ঘুমাতে?তোমরা দুজন যে ভাবে কোলবালিশ বানিয়ে রেখেছো..তাতে আরামে ঘুমাবো কিভাবে?
:-ধুর!যাও..একটু ঘুমাতে দাও..
অবনী আমাকে ছেড়ে দিয়ে...অন্যপাশে ফিরে শুলো..কিন্তু অবন্তী তখনও..আমাকে জড়িয়ে ধরেই আছে..তাই অবন্তীকে ডাক দিলাম..
:-অবন্তী উঠো..আমাকে ছাড়ো..
:-উহুম
:-উঠো....
অবন্তী আমার ডাক শুনে তাড়াতাড়ি ছেড়ে দিল..
:-কোথাও যাবে?
:-হুম..বাইরে যাবো হাটতে...
:-ওহ..আচ্ছা।তাড়াতাড়ি ফিরে এসো
:-হুম..
তারপর আমি বিছানা থেকে নামলাম..আমার সাথে সাথে..অবন্তীও নামলো..তাই বললাম..
:-কি হলো তুমি উঠছো কেনো?তুমি ঘুমাও..
:-এখন ঘুমালে কাজ করবে কে?
:-বাবা করবে...[বিয়ের আগে বাড়ির সকল কাজ বাবা করতো..আর আমি শুধু রান্না]
:-আমি থাকতে বাবা কেনো করবে?আমিই সব করবো..
:-আচ্ছা..অবনীকেও নিয়ে যাও..দুজনে কাজ করলে সহজ হবে।
:-না থাক..ও ঘুমাক..ও পারবেনা এসব করতে..
:-ওকে...
অবন্তী বাড়ির কাজগুলো করতে শুরু করলো..আমি বেরিয়ে গেলাম।।রাস্তায় এক বন্ধুর সাথে দেখা..আমাদের এখানে শ্বশুরবাড়ি..ওর বাড়ি ঢাকা..ঢাকাতে একসাথে পড়তাম..
:-কিরে জামাই এত সকাল সকাল শ্বশুরবাড়ি?(আমি)
:-আরে দোস্ত..রাতে গাড়িতে উঠেছিলাম আসতে আসতে ভোর..(বন্ধু)
:-তা কি মনে করে?
:-জামাই আদর খেতে এলাম জামাইষষ্টিতে..রিয়া(বন্ধুর বৌ) বলল বিয়ে করেছিস?
:-হু..একসময় বউদের দেখে যাইস
:-বউদের মানে?
:-কেন রিয়া বলেনি?একসাথে দুইবোনকে বিয়া করেছি
:-কস কি মামা?কেমনে কি?
:-বাড়িতে আসিস সব বলবো..
:-ওকে..
অতঃপর বন্ধুকে বিদায় দিয়ে বাড়িতে এলাম..এসে দেখি টেবিলে নাস্তা সাজানো..ড্রেস পাল্টানোর জন্য ঘরে গেলাম..দেখি অবনী এখনো ঘুমিয়ে আছে...
:-এই যে মহারানি উঠেন..ওদিকে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে..
:-উঠছি যাও
:-৫মিনিটের ভিতরে উঠো
:-হুম..
অবনীকে ডেকে ওয়াশরুমে গেলাম..তারপর ড্রেস পাল্টিয়ে ঘরে এলাম...
এসে দেখি অবনী খাটের উপর বসে আছে...তাই অবনীকে ওয়াশরুমে পাঠিয়ে বাইরে এসে ডাইনিং টেবিলে বসলাম..তখন বাবা বলল..
:-অবনী বৌমা কোথাই?
:-ওয়াশরুমে গেছে আসছে...
কিছুক্ষন পর অবনী আসলো..তারপর সবাই একসাথে নাস্তা করলাম..সারদিন কিভাবে কেটে গেলো টেরই পেলামনা..
সন্ধায় আমরা চারজন অবনী,অবন্তী,আমি আর বাবা গল্প করছিলাম..তখন বাবা বললো..
:-অভি যা চা করে আনতো..সবাই খেতে খেতে গল্প করবো(আমি চা খুব ভালো বানাতে পারি)।।
সত্যি কিনা জানি না তবে খারাপ হয় না]
:-বাবা ওকে যেতে হবেনা..আপনারা বসেন আমি চা করে আনছি(অবন্তী)
:-বাবা আমি একটা কথা বলি?(অবনী)
:-হ্যা মা বলো....
:-দিদি আর অভি দুজনেই চা বানাবে আমরা খেয়ে দেখবো কে ভালো চা বানাতে পারে..
:-আইডিয়াটা বেশ ভালো..তাহলে অবন্তী মা আর অভি তোমরা এখনই কাজে লেগে পড়ো..
:-ওক্কে.....(দুজনে একসাথে)
রান্না ঘরে অবশ্য অবন্তীকে জড়িয়ে ধরতে ও লজ্জা পেয়ে যায় আর বলে.....
:-ছাড় কি করছ?
:-কি করছি?আমার বউরে আমি ধরছি
:-ছাড় ঢং করো না বাবা চা খাবে...
:- হুম জানি বানাবো তো..তবে তার আগে
বলেই একটা কিস করলাম
বউ আমার লজ্জায় বুকে মুখ লুকোলো
তারপর একটু মুচকি হেঁসে আমায় ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো
অতঃপর দুজনে রান্না ঘরে এসে চা তৈরি করে নিয়ে আসলাম...
এই আপনারা আবার বলে দিয়েন না আমার রান্না ঘরের কাহিনি.........
বঝেন ই তো একটা পেস্টিজ হিহি আছে
:-বাবা আপনি দিদির তৈরি চা খাবেন..আর আমি অভির তৈরি চা খাবো..
:-কেনো?
:-কারন দুজনের তৈরি চা খেলে বুঝতে পারবোনা কে ভালো বানিয়েছে..
:-আচ্ছা ঠিক আছে....
অতঃপর দুজনে চা খেতে শুরু করলো..
খাওয়া শেষ...এবার জানতে পারবো কে বেশি ভালো চা বানিয়েছে........
বউ নাকি আমি??..
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com