অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ১ম পর্ব
শিক্ষার্থী বন্ধুদের জানাই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ১ম পর্বে স্বাগতম। অনেকে বলে ভিডিও দেখে কোন কিছু শেখা যায় না। তবে আমি বলতে পারি যদি শেখার জায়গাটা সঠিক আর আপনার ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে আপনি পারবেন আমার মত। .
১ম পর্বে আপনি শিখতে পারবেন Android Studio Overview.
Android Studio Overview তে আপনি শিখবেন কিভাবে Android Studio অপেন করতে হয়। কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয়। ডোমেইন কিভাবে সেট করতে হয় ডোমেইন না থাকলে ডেমো ডোমেইন কিভাবে এ্যাড করতে হয়। কিভাবে প্যাকেজ নেম এ্যাড করতে হয়। প্রোজেক্ট লোকেশন সিলেক্ট করা এবং লেআউট সিলেক্ট করা । অ্যাপ এ্যাক্টিভিটি সিলেক্ট করা ইত্যাদি।
ক) মেইন এ্যাক্টিভিটি xml
খ) মেইন এ্যাক্টিভিটি Java
স্কিনের বাম পাশে প্রোজেক্ট অপশন আছে যদি প্রোজেক্ট অপশন না থাকে তাহলে প্রোজেক্ট অপশনে ক্লিক করে চালু করে নিতে হবে।
এই ভিডিও কোর্স টি হচ্ছেসরকারি প্রজেক্ট লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ (LEDP)এর
বিস্তারিত ভিডিওতে দেখুন।
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোর্সটি কি বাংলায়?উত্তর ঃ হ্যাঁ এই কোর্সটি সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিওটি করা।প্রশ্নঃ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে কত দিন সময় লাগে?উত্তরঃ আপনার মেধা ও ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। তবে যত বেশি চর্চা করবেন তত বেশি অভিজ্ঞ হবেন।প্রশ্নঃ কোর্স টি করতে কোন ফি প্রদান করতে হবে?উত্তরঃ না । এটা একদম ফ্রি কোন প্রকার টাকা লাগবে না।প্রশ্নঃ আমি তো কোডিং তেমন কিছু জানি না?উত্তরঃ আপনি কোড কম বুঝলেও সমস্যা নেই ধর্য্য কম থাকলে সমস্যা।
আপনি যদি অফলাইনে চর্চা করতে চান তাহলে ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আপনার ফ্রি সময় মত চর্চা করতে পারবেন। তাই নিচের ডাউনলোড নাও বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
No comments
info.kroyhouse24@gmail.com