Breaking News

পরিবারের অবহেলা | পর্ব - ০১

রাত ১০ঃ২০মিনিট বাজে এখন।একা একা রাস্তায় হাটছি। উদ্দেশ্য বাস স্টান্ড।
চলে যাব এ শহর ছেড়ে। কারন আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন বাবা,মা,বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
ভাবতেই আবাক লাগছে আজ আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে।
কি দোশ ছিল আমার যে বাসা থেকেই বের করে দিল।
কোনো এক আজানা কারনে হয়ত আমাকে বাসা থেকে বের কর দিল।

আমি নীল মেহেরাজ। বাবা, মা, আর আমার ছোট বোন,আর বউকে নিয়ে আমার পরিবার।
কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নাই।
কারন হল তারা আমাকে পরিবার ও বাসা দুটো থেকেই বের করে দিয়েছে।
আমাকে বাসা থেকে বের করে দেওয়াতে আমার বাবা, মা কোনো হাত নেই
কারন আজ প্রায় ১ বছর ধরে আমাকে শুধু মাএ একটি মানুষের জন্য অনেক অপমান,
অবহেলা সহ্য করতে হয়ছে।

আরো পড়ুনঃ
আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্টান্ডে।এখন বাত ১০ঃ৩০ মি।
যাব কোনো এক আজানা শহরে।টিকেট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও যানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো।
সব থেকে বড় কথা হলো আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ্য নিল।
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরেছি নিজেও জানি না।
ঘুম ভাঙ্গার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই।
ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর ৫ টা বাজে।
বাস থামল, সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পরলাম।
বাহিরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্তিক শহর ঢাকাতে আছি।

বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি যে পকেটে মাএ ৭৮ টাকা আছে।
ঢাকা শহরে থাকতে গেলে টাকার প্রয়োজন বেশি।
তাই একটা চা ও একটা রুটি খেয়ে চলে আসলাম একটা ফাকা মাঠে।
শুয়ে আছি ঘাসের ওপর কি করব, কোথায় থাকব,কি খাব, এসব চিন্তায় মাথা ঘুরছে।
কিছুখন শয়ে থেকে রাস্তা দিয়ে হাটছি। কাছে আছে আর মাএ ৫৮ টাকা।
পকেট থেকে ফোনটা বের করে সিমটা খুলে পকেটে রাখলাম।
তারপর একটা মোবাইলের দোকানে ঢুকে আমার অনেক সাধের ফোনটা বেচে দিলাম। ৪৫০০ টাকা বেচলাম২১০০০ টাকার ফোনটা।

আজ ২ দিন হল আমি ঢাকা শহরে আসলাম।
এই দুরাত রাস্তার পাশে ফুটপাতে কাটিয়েছি।
কাছে টাকা আছে ৪০০০ টাকা এখানে একজন দোকানদারের সাথে কথা বলে একটা বাসা নিলাম।
একা থাকার জন্য বাসা টা যতেষ্ট বড়। এডভান্স দিয়ে আর মাএ ১৫০০ টাকা আছে।
বিকেলে কিছু প্রয়োজনীয় জিনিস পএ কিনে আনলাম।
রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুইয়ে পরলাম

চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com