পরিবারের অবহেলা | পর্ব - ১১
আজকে আমার আর রিমির বিয়া হয়েছে। আমরা ২ রাকাত নামাজ পরে বিবাহিত জীবন শুরু করলাম।
বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই কাটলো। তারপর হঠাৎ করে সব উল্টা পাল্টা হয়ে গেল।
একদিন রাকিব ফোন করে বলল যে মুনিয়ার সাথে না তার আবার ঝগড়া লাগছে।
তাই আমাকে নাকি আবার তার সমাধান করতে হবে। তাই আমাকে আবার মুনিয়ার বাসায় যাইতে হবে।
আমি গেলাম মুনিয়াদের বাসায়,,,,
আমিঃ তোমাদের কি হইছে বল তো।
মুনিয়াঃ সব বলব ভিতরে আসেন তো আগে।
আমিঃ পরে একদিন যাব নি। এখন বল কি হইছে।
মুনিয়াঃ আমি কলেজে একটা ক্লাসমেট এর সাথে কথা বলছিলাম তাই এত কিছু হল।
আমিঃ ক্লাসমেট ছেলে নাকি মেয়ে ছিল।
মুনিয়াঃ ছেলে।
আমিঃ তাহলে তো রাকিবের এবার দোষ নাই।
কারন কোনো বফ চায় না যে তার গফ কোনো ছেলের সাথে কথা বলুক।
যদিও কথা বলে তাহলে তা সহ্য করা খুবই কষ্টকর।
মুনিয়াঃ আমি আর কোনো ছেলের সাথে কথা বলব না।
আপনি ওকে যেয়ে বলেন বিকেলে দেখা করতে। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব।
আরো পড়ুনঃ
বলেই মুনিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল।
আমি তাকে শান্তনা দিয়ে চলে আসলাম বাসায়। তারপর হল বিপদ।
বাসায় আসার সাথে সাথে রিমি আমাকে আমাদের রুমে ডাকল।
আমিও গেলাম।
তারপর রিমি বলল,,,,
রিমিঃ কত দিনের রিলেশন।
আমিঃ কার রিলেশন কত দিনের বুঝলাম না তো।
রিমিঃ থাক আর মিথ্যা বলতে হবে না। আমি সব দেখছি।
আমিঃ ধুররর কি দেখছো বলো তো।
রিমিঃ আমার বলতেও লজ্জা লাগছে।
আপনি এমন আগে জানলে আপনার সাথে বিয়া তো দুরের কথা কথাও বলতাম না।
আমিঃ আমার সাথে কেন এমন করছো কি হয়েছ বলো তো।
রিমিঃ শুনতে চান তাহলে আসুন।
তারপর রিমি আমাকে বাবা,মা,আর রিয়ার সামনে নিয়ে গিয়ে যেটা বলল
তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
রিমিঃ বাবা,মা আপনাদের ছেলে পরকিয়ায় জড়িত আছে।
আমিঃ রিমি এগুলা তুমি কি বলছ। তোমার মাথা ঠিক আছে তো।
রিমিঃ বাবা,মা দেখুন।( মেবাইলে কি যেন দেখালো)
বাবাঃ ছি ছি ছি তোকে আমার সন্তান বলতেও ঘৃনা হচ্ছে।
আমিঃ আমি কি করলাম আবার।
মাঃ (আমাকে চার- টা চর দিয়) তুই এখনি আমার এই বাড়ি থেকে চলে যা।
আর কোনো দিন এই বাড়িতে আসবি না।
জনপ্রিয় পোষ্ট সমূহঃ
বাবাঃ তারাতারি বের হয়ে যা। তোর মুখ দেখতেও আমার ঘৃনা হচ্ছে।
আমিঃ কি করেছি আমি সেটা বলবে তো।
রিয়াঃ এই দেখ।(মোবাইল টা দেখিয়ে)।
আমিঃ তোমরা যা ভাবছো তা নয়।
বাবাঃ তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তারাতারি বের হয়ে যা এই বাড়ি থেকে।
আমি শুধু এই মেয়েটার জীবন নষ্ট করলাম।(রিমিকে দেখিয়ে)
আমিঃ যাব না আমি এই বাড়ি থেকে। আর কোথায় যাব আমি।
মাঃ তোর যেখানে খুশি সেখানে যা। (বলে আমাকে বাসার গেটের সামনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল।)
আমিঃ এত রাতে কই যাব আমি। আর আমার কথাটা শুনো একবার।
কেও কোনো উওর দিল না। আমি চিন্তা করছি রিমির ফোনে ছবিটা আসল কোথা থেকে।
আর ছবিতে যা দেখছে সব মিথ্যা
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com