Breaking News

শাশুড়ি vs বউ । পর্ব - ০৩



আম্মু শীতের সকালে ফ্রিজের মাছ রান্না করার কি দরকার?(মারিয়া)

-যেটা বলছি সেটা করো(শাশুড়ি)
-মারিয়া তখন কোন কিছু না বলে ফ্রিজ থেকে মাছ নামিয়ে সকালে রান্না সম্পন্ন করে।
সকালে সবাইকে খাওয়ানোর পরে মারিয়া খেয়ে সবকিছু গুছিয়ে নেয়।
-মারিয়া(ভাবি)
-দুপুরের খাবারের জন্য তোমার ভাই বাজার করে আনছে,যাও সেগুলো কাটাকাটি করো
-আপনিও আসেন,দুজন গল্প করতে করতে কাজ করলে তারাতারি কাজ শেষ হয়ে যাবে
-তুমি আসার আগে যখন একা ছিলাম তখন কারোর সাথে গল্প করতে হয়নি,এই বাড়ির সবকিছু একা সামলিয়েছি

-ভাবি আমি এত কাজ আগে কখনো করিনি তাই এসব করতে কষ্ট হয়
-দারোয়ানের মেয়ে হয়েও বলো যে কাজ করো নাই আর আমার মতো ব্যবসায়ীর মেয়ে হলে কি করতা?
-মারিয়া তখন চুপ মেরে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায়।
দিনের সব কাজ শেষ করে রাতে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে এমন সময় শুভ ফোন করে।
-কিরে বাবা কেমন আছিস?(শুভর মা)
-হ্যা মা ভালোই,তোমরা কেমন আছো?
-হ্যা ভালো
-মারিয়া কেমন আছে?
-হ্যা ভালোই আছে
-ওর কাছে ফোনটা একটু দেও
-এই মারিয়া(শাশুড়ি মা)
-হ্যা আম্মু

-ধরো শুভ ফোন করছে
-মারিয়া তখন তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দৌড়ে শাশুড়ির রুমে গিয়ে ফোনটা হাতে নেয়।ফোনটা হাতে নিয়ে আবার নিজের রুমে দৌড়ে আসে।
মারিয়া তখন ফোনটা কানে নিয়ে
-হ্যালো শুভ কেমন আছো?
-হুম ভালোই,তুমি?
-হ্যা ভালো
-কি করো?
-তোমার কথা ভাবতেছিলাম(মারিয়া)
-কি ভাবতেছিলা?
-ভাবতেছি আমার বর টা পাশে থাকলে কত্তো করে কেয়ার করতো আর জড়িয়ে ধরতো
-মা কি কেয়ার করে না?
-হ্যা হ্যা করে তো অনেক করে
-তাহলে?
-গাধা তোমার কেয়ার কি আর কারোর সাথে মিলবে নাকি?
-আচ্ছা খাবার খাইছো?
-হ্যা তুমি?

-নাহ দেরি হবে
-কেন?
-আসতে লেইট হয়ছে তাই
-কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়েছে নাকি?
-কুত্তি মাইর দিবো কিন্তু
-হিহিহি
-অফিসের কাজ বেশি ছিলো
-হুমম ভালোবাসি
-আমিও ভালোবাসি আমার পরীটা কে
-হুমম আমার খেলার সাথি চাই
-বুঝলাম না
-আমার একটা পুতুল লাগবে
-এই বয়সে পুতুল?
-ইসস ধূর কুত্তা বুঝেও না বুঝার ভান করে
-বুঝিয়ে বললেই তো হয়

-বলবো?
-হ্যা
-আমার একটা পুতুল চাই যেই পুতুল টা আমাকে মা আর আপনাকে বাবা বলে ডাকবে
-ওমাহহ এই পিচ্ছিটা এখন মা ও হতে চায়?
-এই আমি পিচ্ছি না আমি এখন বড় হয়ে গেছি
-হুমম তাহলে তো আমার ও বাবা হওয়া লাগবে
-কবে আসবা? তোমার বুক ছাড়া আমার চোখে ঘুম আসে না
-আসবো আর কয়েকদিন পরে
-হুমম
-মারিয়া
-হ্যা বলো
-এখন ফোন রাখি কেমন
-আচ্ছা
-এই শুনো
-কি?

-চোখ বন্ধ করো
-হুম করলাম
-এবার আমাকে ফিল করো
-হুম
-উমমমমম্মাহহহ
-উমমমম্মাহহহ
-ভালোবাসি
-আমিও আমার বরটাকে অনেক অনেক ভালোবাসি
-উম্মাহহহ আল্লাহ হাফেজ
-আল্লাহ হাফেজ
ফোন কেটে দেওয়ার পরে মারিয়া মোবাইলটা নিয়ে শাশুড়ি মায়ের হাতে দেওয়ার পরে
-ফোন এত কথা বলা লাগে?
আমরা ও তো জামাইর ঘর করছি,এতকথা তো কখনো বলিনি
-মারিয়া তখন নিজের রুমে চলে আসে।
মারিয়ার এখন আর এসব শোনার সময় নাই।
মারিয়া বিছানায় শুয়ে উপড়ে কম্বল দিয়ে কোলবালিশ টা কাছে নিয়ে শুভকে ভেবে...

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com