Breaking News

আইসিটি স্যার যখন বর । পর্ব - ২৯



ওর হাত ধরে ওয়াশরুম থেকে ঘরে নিয়ে আসছিলাম,,

তখন হঠাৎ ফারহা অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে রাহাত ধরে ফেলে
ফারহাকে কুলে তুলে নিয়ে রাহাত বিচানায় শুয়ে দিয়ে ডাক্তারকে কল দেয়
কিছুক্ষণ পর ডাক্তর আসে রাহাতের রুমে
ডাক্তারকে দেখে রাহাতের মা আর জান্নাত ওদের ঘরে আসে
রাহাতের মাঃজিয়ান কি হয়েছে ফারহার
রাহাতঃ আসলে মা (রাহাত সমস্ত ঘটনা ওর মাকে বলে)
রাহাতের মাঃ তুমার এটা করা ঠিক হয় নি , ও না হয় বাচ্চা মেয়ে কিন্তু তুমি তো আর বাচ্চা নও
রাহাতঃআমি বুঝতে পারি নি এমন কিছু হবে
জান্নাতঃতাও তোমার এতটা কেয়ার লেস হওয়া ঠিক হয় নি ভাইয়া
তখনই ওখানে ডাক্তার চলে আসে

রাহাতঃডাক্তার ফারহা কেমন আছে
ডাক্তারঃ ও এখন ঠিক আছে,উইকনেসের জন্য অজ্ঞান হয়েগেছে
আমি মেডিসিন দিয়ে দিয়েছি , কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে
ডাক্তার চলে যায়,
রাহাতের মা রাহাতকে ফারহার খেয়াল রাখতে বলে চলে যায় ,তার পিছু পিছু জান্নাতও চলে যায়
সবাই চলে গেলে রাহাত লক করে ফারহার পাশে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলে , আই এম সরি ফারহা , আমি বুঝতে পারি নি এমন কিছু হবে
একসময় রাহাত ঘুমিয়ে পরে

সকালে সূর্যের আলো চোখে পড়ায় ফারহার ঘুম ভাঙ্গে
ঘুম থেকে উঠতে নিলে নিজের উপর ভারি কিছু অনুভব করায় পাশে রাহাত কে দেখে
রাহাত ফারহাকে জড়িয়ে ধরে আছে
ফারহার চোখ বের হয়ে যাওয়ার উপক্রম
ফারহা রাহাত কে ছাড়িয়ে উঠতে নিলে রাহাতের ঘুম ভেঙ্গে যায়
রাহাতঃতুমি এখন ঠিক আছ
ফারহাঃহুমম
রাহাত ফ্রেস হতে চলে যায়
ফ্রেস হয়ে এসে দেখে ফারহা এখন আগের মতো বসে আছে
তা দেখে রাহাত বলে
রাহাতঃ তারাতারি ফ্রেস হয়ে নিচে আস
বলে রাহাত নিচে চলে যায়

কিছুক্ষণ পর ফারহা ফ্রেস হয়ে নিচে নেমে দেখে সবাই ওর জন্য বসে আছে
ফারহাকে দেখে জান্নাত বলে
জন্নাত:ভাবি তুমি ঠিক আছো?
ফারহাঃহুমম
তারপর সবাই একসাথে নাস্তা করে নেই
খাওয়া শেষে রাহাত বলে
রাহাত: ফারহা গিয়ে রেডি হয়ে নাও, আজকে ভার্সিটি যেতে হবে , মনে আছে তো
ফারহাঃহুমম
রাহাতের মাঃমেয়েটা কালকে অসুস্ত হয়ে , পড়েছিল আজকে না গেলে হয় না
রাহাতঃনা হয় না,ফারহা যাও গিয়ে রেডি হয়ে নাও
ফারহা গিয়ে রেডি হয়ে আসে
তারপর রাহাত ফারহাকে নিয়ে ভার্সিটির উদ্দেশে রওনা দেয়

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com