আইসিটি স্যার যখন বর । পর্ব - ৩০
রাহাত গাড়ি বের করে ফারহাকে উঠতে বলল। ফারহা পিছনের সিটে বসতে গেলে রাহাতের মাথায় রাগ উঠে যায়।
রাহাত:আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়?
ফারহা:মানে?
রাহাত: মানে বুঝতে পারছ না ? তুমি পিছনে মহারানীর মতো বসে থাকবে আর আমি ড্রইভার করে তোমাকে কলেজ পৌছে দেব? সামনে এসে বস । (ধমক দিয়ে বলল)
ফারহা:Sorry আংকেল। না মানে ,Sorry স্যার ।
ফারহা চুপচাপ সামনে গিয়ে বসল। কিছুক্ষণ পর ওরা কলেজে পৌছে গেল
ফারহা গাড়ি থেকে নেমে ওর ক্লাসের দিকে গেল ।আর রাহাত গাড়ি পার্ক করতে গেল।
ফারহাকে রাহাতের গাড়ি থেকে নামতে দেখে তানিয়া, ফারিয়া, ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে।
ফারহা: এইভাবে হা করে আছিস কেন ? মশা ডুকে যাবে তো। মুখ বন্ধ কর ।
তানিয়া: ফারহা ,তুই রাহাত স্যারের গাড়ি দিয়ে আসলি ???
ফারিয়া: আর ফারহা,তোর তো জিসানের সাথে বিয়ে হয়ে গেছে, তাই না ? তাহলে তুই রাহাত স্যারের গাড়ি দিয়ে কি ভাবে আসলি? আর বিয়ের দুইদিন পরেই তুই কলেজে চলে আসলি??
ফারহা:তোরা সবাই একসাথে ১০০টা প্রশ্ন করলে আমি কোনটার উওর দিব?আর হ্যা আমার আর জিসানের সাথে বিয়ে হয়েছে। কিন্তু এই জিসান হচ্ছে আমাদের #ICT টিচার রাহাত স্যার ।বুঝলি?
তানিয়া আর ফারিয়া:
ফারহা:আমার প্রপোজল ইগনোর করেছিলো তাই না!!! এবার উনি নিজে থেকে এসে আমায় বিয়ে করেছে!!
ফারহা নিজের এটিটিউড দেখিয়ে ক্লাসে চলে গেল।কিন্তু ফারহা ক্লাসে গিয়ে জিহাকে না দেখতে পেয়ে আবাক হয়ে গেল?
ফারহা: জিহা এখোনো আসেনি কেন ?কিন্তু ওতো প্রতিদিন তাড়াতাড়ি চলে আসে।
তারপর ফারহা জিহাকে ফোন করল।
ফারহা: জিহা,তুই কোথায়? এখোনো কলেজে আসিস নি কেন ? আর পাচঁ মিনিট পরেই তো ক্লাস শুরু হয়েব যাবে!!
জিহা:ফারহা ,আমি আজকে কলেজে আসব না।
ফারহা: কেন আসবি না ?
জিহা: সবকিছু এত তারাতারি হয়ে যাওয়ায় তোকে কিছু বলতে পারি নি। আব্বু বন্ধুর ছেলে আমাকে দেখতে আসবে। আর আজকেই ওরা বিয়ের তারিখ ফাইনাল করে ফেলবে।
ফারহা: কি? এত তারাতারি? আর ছেলে কি করে?
জিহা: একটা সারপ্রাইজ আছে । তুই শুনলে একদম অবাক হয়ে যাবি।
ফারহা:কি সারপ্রাইজ?
জিহা: আব্বুর বন্ধুর ছেলে কয়েকদিন পরেই আমাদেের কলেজে নতুন ইংলিশ টিচার হিসেবে জয়িন করবে।
ফারহা:কি???
জিহা:হুম। তাইতো আব্বু-আম্মু খুব পছন্দ।
তখনি হঠাৎ ক্লাস শুধু হওয়ার বেল বেজে গেল। ফারহা ক্লাস গেল। একে একে তিনটা ক্লাস শেষ হয়ে গেল।কিন্তু ফারহার ক্লাসে কোনো মনোযোগ নেই। ফারহা শুধু জিহার কথাই ভেবে যাচ্ছে।
ফারহা: আমার বিয়ে হয়েছে ICT স্যারের এর সাথে। কোথায় একটু এটিটিউড দেখাব যে আমার বর ICT টিচার!!তা না, জিহাটারও টিচারের সাথে বিয়ে হবে? তাও আবার ইংলিশ!!
ফারহা এইসব কথা ভাবতে ভাবতে ৪র্থ ক্লসেও শেষ হয়ে গেল। এইবার ICT ক্লাস। রাহাত আসল।
রাহাত: স্টুডেন্টস, তোমরা সবাই পড়া কমপ্নিট করেছ?
স্টুডেন্টস:Yes,স্যার!!
রাহাত:যারা যারা পড়া কমপ্লিট করো নি তারা দাড়াও?
কেউ দাড়ালো না ।যদিও ফারহা পড়া কমপ্লিট করে নি। কিন্তু ফারহা পড়া কমপ্লিট করে নি । নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে।
রাহাত একে একে সবাই প্রশ্ন ধরছে ।এখন ফারহা পালা। রাহাত ফারহাকে ডাকতেই ফারহা হুশ ফিরে।
ফারহা:জ্বি স্যার।( বসে বসে উওর দেয়)
রাহাত:আমি তোমাকে দাড়াতে বলছি। (রাগি লুক নিয়ে)
ফারহা ধিরে ধিরে দাড়ালো।
রাহাত:বলো...!
ফারহা:কি বলব স্যার??
রাহাত: আমি নিশ্চল তোমাকে গান বলতে বলছি না? আমি তোমাকে পড়া বলতে বলছি ?
ফারহা:কি পড়া স্যার?
রাহাত:আগামী ক্লাসে আমি যেই পড়া দিয়েছিলাম সেই পড়া বলতে বলছি।
ফারহা: স্যার, আপনি তো জানেন.......
রাহাত: আমি কি জানি, আমি তোমায় তা বলতে বলি নি। তুমি পড়া শিখেছো ,হ্যা কি না?
ফারহা: না
রাহাত:তাহলে চুপচাপ দাড়িয়ে থাকো ।
ফারহা:
রাহাত ফারহার পরের জনকে পড়া ধরতে লাগল
ফারহা: কাঠাস একটা। আমি তোর বিয়ে করা বউ । তারপরও সবার সামনে আপমান করতে শয়তানিটা দুইবার ভাবলো না । আমি ওই আপমানের প্রতি শুধ নেবই।(মনে মনে )
তারপর রাহাত Next ক্লাসের পড়া দিয়ে চলে গেল। রাহাত ক্লাস থেকে বের হতেই ফারহা বসে পড়ল। বসে মনে মনে রাহাত কে আরো কতগুলো গালি দিলো।
ধিরে ধিরে সব ক্লাস শেষ হয়ে গেল। তারপর কলেজ ছুটি দিলে রাহাত গাড়ি নিয়ে গেটের বাইরে ফারহার জন্য অপেক্ষা করছিল
ফারহা: ক্লাসে সবার সামনে আমাকে অপমান করে এখন আবার গাড়ি নিয়ে দাড়িয়ে আছে। সাদা হনুমান একটা । আমি যাব না তোর সাথে।(মনে মনে)
ফারহা রাহাতের গাড়ি ইগনুর করে চলে যাচ্ছিলো ।তখন রাহাত গাড়ি থেকে বের হয়ে দৌড়ে ফারহার কাছে গেল ।
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com