আল্লামা শাহ জমীর উদ্দিন নানুপুরী রহ. এর মুল্যবান ৫০ টি নসীহত
দক্ষিণ এশিয়ার বিখ্যাত বুজুর্গ কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দিন নানুপুরী রহ. এর মুল্যবান ৫০ টি নসীহতঃ-
(১)-দোস্ত আহবাবেরা, গুনাহ ছেড়ে দাও।
(২)-কারো দোষ তালাশ করবে না।
(৪)-জামাতের সাথে পাচঁ ওয়াক্ত নামায আদায় করিবে।
(৫)-এশরাক, আওয়াবীন, নফল ইত্যাদি নিজের উপর লাযিম করে নিবে।
(৬)-সুন্নাত অনুযায়ী নিজের জীবন কাটাবে।
(৭)-মাতা-পিতার সাথে ভাল ব্যবহার করবে।
(৮)-কাহারো গীবত করবে না।
(৯)-ফেৎনা-ফাসাদ থেকে দূরে থাকিবে।
(১০)-সর্বদা নিজেকে খারাপ মনে করবে।
(১১)-বাজারে এদিক-সেদিক ঘুরাফেরা করবে না।
(১২)-দ্বীনি কাজের সাথে জড়িত থাকিবে, এর দ্বারা দ্বীনের মুহাব্বাত বৃদ্ধি পাবে।
(১৩)-চায়ের দোকানে বসে আড্ডা দিবে না।
(১৪)-কাউকে গালি গালাজ করিবে না।
(১৫)-কাউকে ছোট মনে করবে না।
(১৬)-সময়ের মূল্যায়ন করিবে।
(১৭)-বন্ধুদের সাথে ভাল ব্যবহার করবে।
(১৮)-অযথা টাকা খরচ করিবে না।
(১৯)-কাহাকেও মিথ্যা অপবাদ দিবে না।
(২০)-কাউকে হিংসা করবে না।
(২১)-যতটুকু সম্ভব হয় কান, মুখ, চক্ষু হেফাজত করবে।
(২২)-প্রত্যেক নামাযের সময় মিছওয়াক করিবে।
(২৩)-পাগড়ী বেঁধে নামায পড়বে।
(২৪)-আল্লাহ রাজি হয় সে রকম একটা মুস্তাহাবও ছাড়বে না।
(২৫)-খারাপ মানুষকে বাঘের মত ভয় করিবে।
(২৬)-আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
(২৭)-সর্বাবস্থায় আল্লাহর জিকির করিবে।
(২৮)-এমন কোন কাজ করবে না, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়।
(২৯)-সুন্নাত অনুযায়ী নামায আদায় করিবে।
(৩০)-তাহাজ্জুদ ছাড়বে না, তাহাজ্জুদকে নিজের অভ্যাসে পরিনত করিবে।
(৩১)-প্রতিদিন অল্প অল্প করে কোরআন শরীফ পড়িবে।
(৩২)-কারো সাথে কর্কশ ভাষায় কথা বলিবে না।
(৩৩)-কারো সাথে ঝগড়া ফাসাদ করবে না।
(৩৪)-সর্বাবস্থায় নিজেকে সবার চেয়ে ছোট মনে করবে।
(৩৫)-অন্যকে নিজের চেয়ে ভাল মনে করবে।
(৩৬)-দুষ্ট লোকের সাথে কখনো মেলামেশা করবে না।
(৩৭)-এলাকার লোকদেরকে সুন্নতের তা'লীম দিবে।
(৩৮)-অজ্ঞ লোকদের সাথে তর্ক করবে না।
(৩৯)-কারো সাথে দুশমনি রাখবে না।
(৪০)-অযথা কথা-বার্তা বলবে না।
(৪১)-ছোট বড় সমস্ত গুনাহ ছেড়ে দিবে।
(৪২)-লেনদেন ভালভাবে পরিস্কার করিবে।
(৪৩)-মুছিবতের সময় সবর করিবে।
(৪৪)-কারো প্রতি খারাপ ধারণা করবে না।
(৪৫)-জাহেল লোকের কথার জবাবে চুপ থাকবে।
(৪৬)-প্রথম কাতারে নামায পড়ার চেষ্টা করবে।
(৪৭)-তাকবীরে উলা যেন ছুটে না যায়, সে দিকে লক্ষ্য রাখিবে।
(৪৮)-আল্লাহ নারাজ হয় সে রকম একটা মাকরুহ তানজীহও করিবে না।
(৪৯)-সুন্নতের বরখেলাফ কোন কাজ করবে না।
রাসূল সা. এর উপর বেশী বেশী দরুদ শরীফ পাঠ করিবে।
(৫০) ফুলের বাগানে পানি না দিলে যেমন ফুল আসে না, বাচ্চা না কাঁদলে যেমন মায়ের কোল দেখে না, তদ্রূপ আল্লাহর জন্য না কাঁদলে আল্লাহও বান্দা বলে ডাক দেবেন না।
আল্লাহ আমাদের সবাইকে এ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
No comments
info.kroyhouse24@gmail.com