তুমি শুধুই আমার । পর্ব - ২১
তুলতুল গাল ফুলিয়ে বসে আছে। খুব করে ফুপির কাছে রিকোয়েস্ট করলো সুমুকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ফুপি যেতে দেবে না। সায়ান যে কানাডা দ
তাই তো সুমুকে নিয়ে যেতে চেয়েছিলো।
শান হাই তুলতে তুলতে বাসায় আসছিলো। কাল রাতে ঘুমতে পারে নি।
বন্ধুর পার্টিতে উরাধুরা ডান্স করেছে। আবার সকাল সকাল ভার্সিটিতে দৌড়াতে হয়েছে।
এখন ঘুমে চোখে দেখছে না। কোনোরকমে চোখ দুটো টেনে টেনে বাসার গেইট দিয়ে ঢুকে।
কোনো দিকেই তার খেয়াল নেই।
চোখ দুটো খোলা থাকলেও মনটা ঘুমিয়ে আছে।
সিঁড়ির কাছে যেতেই কেউ হুমড়ি খেয়ে শানের বুকের ওপর পড়ে।
হকচকিয়ে ওঠে শান। মুহুর্তেই ঘুম উড়ে যায়।
দুই হাতে আগলে নেয় মেয়েটাকে। শান ভেবেছে হয় সিঁড়ি থেকে পড়েছে।
শান তো আর জানে না মেয়েটা ইচ্ছে করেই শানকে জড়িয়ে ধরেছে।
শান ইশার পিঠে হাত রাখতেই মুচকি হাসে ইশা।
শান যে ঘুমিয়ে হাঁটছৈ এটা ইশা ভালোই বুঝতে পেরেছিলো।
তাই এই সুযোগেই একটু বুক থেকে ঘুরে আসলো।
শান ইশার দুই কাঁধে হাত দিয়ে সরিয়ে আনে ইশাকে।
ইশা গোল গোল চোখ করে তাকিয়ে আছে শানের দিকে।
"আর ইউ ওকে?
বিচলিত কন্ঠে বলে শান।
" এতততততততততো গুলো ওকে।
ইশা দুই হাত প্রসারিত করে মিষ্টি হেসে বলে।
"তো পড়ে যাচ্ছিলেন কিভাবে?
" আবার পড়ে দেখাবো?
"নাহহহ থাক।
আসছি। মারাক্তক ঘুম পেয়েছে।
শান ইশার পাশ কাটিয়ে হাই তুলতে তুলতে চলে যেতে নেয়।
" শুনুন
ইশা মাথা নিচু করে নরম গলায় বলে।
"বলুন
শানের এই আপনি বলে ডাকায় ভীষণ রাগ হয় ইশার।
কতো কিউট করে ডাক দিলো সুন্দর একটা কথা বলার জন্য।
কতো সুন্দর করে লজ্জা পাচ্ছিলো। মুডটাই নষ্ট করে দিলো এই আপনি শব্দটা।
" ঠিক সময় বিয়ে করলে আপনার আমার সমবয়সী একটা মেয়ে থাকতো।
আর আপনি আমাকে আপনি বলছে?
মাএ ১৫ বছর বয়স আমার। আপনি ডাক শোনার মতো বয়স হয় নি এখনো।
গাল ফুলিয়ে বলে ইশা।
শান একটু হাসে।
"তো মামনি বলো কি বলবে? আমার সোনা মা টা। বলো সোনা।
ইশার মাথায় হাত বুলিয়ে আদুরী গলায় বলে শান।
আরও বিরক্ত হয় ইশা।
" এই আপনার মেয়ে লাগি না। আমি একটা কিশোরী মেয়ে। আপনার মতো এই টুকু ছেলের মেয়ে না।
শান মাথায় হাত দেয়।
"তো কি বলবো তোমাকে?
" শুধু তুমি বলে ডাকবেন।
"ওকে শুধু তুমি। বলো কি বলবে?
" আল্লাহ আমাকে তুইলা নাও, এক্কেবারে না এই লোকটার সামনে থেকে।
ইশা দুই হাত তুলে বলে। রাগে মাথা ফেটে যাচ্ছে।
শান মুখ টিপে হাসে।
"থাক আর তুইলা নিতে হবে না। আমিই চলে যাচ্ছি
শান আবার যেতে নেয়।
" বললাম না কথা আছে।
ইশা শানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগি মুড নিয়ে বলে।
"হুমম বলো। শুনতেই তো চাচ্ছি।
" এখানে বসুন
ইশা সিঁড়িতে বসে শাসনকে বসার ইশারা করে বলে। শান গালে হাত দিয়ে ইশার দিকে তাকিয়ে বসে।
"আমার নাম ইশারা মাইমনা। আমি খুব ভালো মেয়ে। একদম শান্তশ্রিষ্ঠ নম্নভদ্র। সবাই জানে এটা। কখনো বাঁদরামি করি না। মাটি নরে তো আমি নরি না।
" তারপর
শান এবার দুই গালে হাত দিয়ে ইশার দিকে একটু ঝুঁকে বলে।
ইশা নার্ভাস হয়ে যাচ্ছে। এভাবে প্রপোজ করা যায় না কি? কথার মাঝখানে খালি বাগড়া দেয়।
'আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বললে কান্না করে দেবো আমি।
কাঁদো কাঁদো ফেস করে শানের দিকে আঙুল তুলে বলে ইশা।
শান নরেচরে বসে।
"ওকে
নেক্সট
" আমি বড় হয়ে গেছি। এটা বলছি কারণ আমি এখন আপনাকে যা বলবো সেটা শুনে আপনি বলবেন "ইশা তুমি এখনো ছোট" তাই আগেই বলে দিলাম।
এখন মূল কথায় আসি।
ইশা এক পলক শানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস নেয় ইশা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়।
"আপনি চোখ বন্ধ করেন?
আমতা আমতা করে বলে ইশা।
" কেনো?
শান ভ্রু কুচকে বলে।
আবার রেগে যায় ইশা। দাঁত কটমট করে।
"আপনাকে আপনি এখন আই লাভ ইউ বলবো তাই চোখ বন্ধ করতে বলেছি। চোখ খুলে রাখলে আমার লজ্জা লাগবে।
রাগী গলায় বলে ইশা। শান বড় বড় চোখ করে তাকায় ইশার দিকে। ইশা কি বললো বুঝতে পেরে জীভ কামড়ে ধরে।
লজ্জায় মরি মরি অবস্থা। আর এখানে থাকা যাবে না। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে যায় ইশা। ইশা চলে যেতেই শান হেসে ফেলে।
" পাগলী একটা তুমি শুধুই আমার
দুপুরের খাবারটা আজকে সবাই এক সাথেই খাবে। সবাই খেতে বসে গেছে। সাহেদা বেগম সবাইকে খাবার দিচ্ছে। সায়ান ফোন দেখছে আর খাচ্ছে। তুলতুল মাথা নিচু করে এক মনে খেয়েই যাচ্ছে। না জানি আর কখনো এমন খাবার খেতে পারবে কি না।
"কানাডা থেকে ফেরার সময় খুশির খবর নিয়ে ফিরবি।
সাহেদা বেগম সায়ানের পাতে মাছের পেটি দিতে দিতে বলে।
"অবশ্যই মা। ডিল ফাইনাল করেই ফিরবো।
সবাই হতাশ হয় সায়ানের কথা শুনে। শান আর সুমু অধিক আগ্রহ নিয়ে সায়ানের মুখের দিকে তাকিয়ে ছিলো। সাহেদা বেগম বিরক্ত হয়।
তুলতুল ফোঁস করে শ্বাস ছাড়ে।
" খুশির খবর বলতে ডিল ফাইনাল না। পুচকু আসার খবরের কথা বলছে। তবে ফুপি তোমার ছেলে যে বেরসিক
তুলতুল মুখ ফসকে বলে। যখন বুঝতে পারে কি বললো সাথে সাথে মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে সায়ানের দিকে তাকায়।
শান আর সুমু হেসে ফেলে। সোহেল মিয়া খুকখুক করে কাশি দেয়। সায়ান মুখে পানি দিয়েছিলো তুলতুলের কথা শুনে বিষম খায়। সাহেদা বেগম মুচকি হাসে।
কাশি দিয়ে গলা পরিষ্কার করে তুলতুলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়।
"ইডিয়েট
বিরবির করে বলে সায়ান
তুলতুল চোরের মতো মুখ লুকিয়ে এক দৌড়ে রুমে চলে যায়। শশুড় শাশুড়ী দেবর ননদের সামনে কি বলে ফেললো। ছি ছি ছি
তুলতুল যেতেই শান আর সুমু সুর টেনে এক সাথে চিল্লিয়ে বলে।
" বুঝলি ভাইয়া?
আমাদের পুচকু চাই।
সায়ান দুই হাতে কান চেপে ধরে।
সোহেল মিয়া শব্দ করে হেসে ফেলে।
"ছেলে মেয়ে আমার ভুলেই গেছে এখানে বাবা বসে আছে।
শান আর সুমু দাঁত দিয়ে জিভ কাটে। খেয়ালই করে নি বাবাকে।
" সব গুলোর মাথা গেছে।
সায়ান হাত ধুয়ে উঠে যায়।
তুলতুল সুমুর রুমে মুখ ঢেকে বসে আছে। এখন সায়ানের সামনে পড়লে নির্ঘাত বলবে "ইডিয়েট তোমার সাহস হলো কি করে এসব বলার? ইচ্ছে করছে তোমাকে খু*ন করে ফেলি"
একটু পর তো ওনার সাথেই যেতে হবে। তখন কি করবে? নিশ্চয় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। নাহলে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। যদি ফেলেই দেয় তাহলে প্লেন থেকে ফেলে দিলেই ভালো হবে ব্রেকিং নিউজ তো বের হবে। তুলতুলের ছবি টিভি খবরের কাগজ ফেসবুক টিকটিক সব জায়গায় ভাইরাল হয়ে যাবে। ব্রেকিং নিউজ থাকবে "তাহমিনা তুলতুল নামের এক তরুনীকে প্লেন থেকে ধাক্কা দিয়ে মার্ডার করেছেন তার একমাত্র স্বামী। দারুন হবে ব্যাপারটা।
খুশিতে লাফিয়ে ওঠে তুলতুল। মরবেই যখন তখন মরার আগে একটু সেলিব্রেট করাই যায়। একটু সাজুগুজু করতে হবে। ছবিটা ভালো আসবে তাহলে।
সন্ধা ছয়টায় ফ্লাইট। এখনই রওনা দিতে হবে। সায়ান রেডি হচ্ছে। সুমু তুলতুলকে সাহায্য করছে।
নীল একটা গাউন পড়ে নেয় তুলতুল। মুখে হালকা পাউডার কানে ইয়া বড় ঝুমকো। এটা পাখিকে ফলো করে কিনেছে তুলতুল৷ খুব ভালো লেগেছিলো। ঠোঁট লিপস্টিক দেয় না কারণ গাড়ি উঠলেই বমি হবে শুধু লিপস্টিক নষ্ট করার মানেই হয় না।
তবে মনে মনে আল্লাহ আলো করতে যাতে বমি না হয় তাহলে সায়ান যে কি করবে তা ভাবতেও কান্না পাচ্ছে তুলতুলের।
সায়ান একবারই তুলতুলের দিকে তাকায় না। আগে আগে লাগেজ নিয়ে ফোন দেখতে দেখতে হাঁটতে থাকে।
তুলতুল পেছন পেছন আসছে। তুলতুলের লাগেজটা শান নিয়ে আসছে। গাড়ি ওবদি এগিয়ে দেবে ওদের।
সাহেদা বেগম এটা ওটা বলছে তুলতুলকে। তুলতুল শুধু মাথা নারে।
সায়ান নিজের গাড়ি নিয়ে যাবে না। পাখি গাড়ি নিয়ে এসেছে। এটা দেখেই তুলতুলের মাথা গরম হয়ে যায়।
এটা কি ঠিক? একটা বিবাহিত ছেলের পেছনে আঠার মতো লেগে আছে। ইচ্ছে করছে গাড়ি সহ পাখিকে উপড়ে ফেলতে।
পাখি গাড়ি থেকেই সায়ানকে হাই দেয়।
পাখি ড্রাইভারের পাশে বসেছে।
তুলতুল এক লাফে পেছনের ছিটে বসে পড়ে। সায়ান ভ্রু কুচকে তাকায় তুলতুলের দিকে। সায়ান তাকাতেই তুলতুল মেকি একটা হাসি দেয়।
"পাখি পেছনে এসো। আমি সামনে বসবো।
পাখি এক পলক তুলতুলের দিকে তাকায়। তুলতুল বিশ্ব জয়ের হাসি দেয়।
এটাই চাই ছিলো তুলতুল।
" এবার পাখি বেবি তুমি বুঝতে পারবে তুলতুল কি জিনিস।
এমন জাদু করবো না তুলতুল নামটা শুনলেই তুলতুলের জামাইয়ের আশেপাশে আসার সাহসটা হারিয়ে যাবে।
এসো বেবি কাম হেয়ার
বিরবির করে বলে তুলতুল।
"আমি মানে আসলে
পাখি আমতা আমতা করে।
"আপু আমার পাশে বসো না প্লিজ। দুজনে গল্প করতে করতে যাবো। আসলে আমার উনিটা ভীষণ লাজুক। তোমার আর ড্রাইভার কাকার সামনে আমার পাশে বসতে লজ্জা পাচ্ছে। ওনাকে আর লজ্জায় ফেলো না। শেষ মেষ দেখা যাবে আমার পাশে বসে উনি বেহুশ হয়ে গেছে লজ্জায়।
হাত দিয়ে বাতাস নিতে নিতে বসে তুলতুল। সায়ান দাঁত কটমট করে তাকায় তুলতুলের।
" একবার কানাডা পৌছায়। তারপর দেখাবো আমার সাথে ইয়ার্কি করার মজা।
সায়ান দাঁতে দাঁত চেপে বলে।
চলবে....
No comments
info.kroyhouse24@gmail.com