Breaking News

তোর চোখের মায়ায় । পর্ব - ০১

উপপ মা আর কতক্ষন লাগবে বলো তো, এমনিতেই লেট হয়ে গেছে, আজকে কলেজে নতুন টিচার আসবে,শুনেছি অনেক রাগি দেরি হলে ক্লাসে ডুকতে দিবে না।

খাবার টেবিলে বসে উপরের কথাটি বললো মেঘলা।
রান্নার ঘর থেকে মেঘলার আম্মু বলে উঠলো, তা এখন এত তাড়া কেন শুনি, সকাল থেকে যে আমি ডেকে চলছি তার কোনো খবর আছে নবাবজাদির,এত ঘুম যে কোথা থেকে আসে এই মেয়ের।
হয়েছে আম্মু এবার তো খেতে দাও, না হয় কিন্তু আমি না খেয়ে চলে যাচ্ছি।
এই তো নে খেয়ে যা।
নাস্তা শেষ করে ব্যাগ নিয়ে কলেজে রওনা হলাম, কলেজ আমাদের বাসা থেকে বেশি দূরে না হওয়ায়, রিকশাতেই যাওয়া আসা করি। রাস্তায় আসতেই রিকশা পেয়ে গেলাম।

এই মামা যাবেন
কোথায়
কলেজ গেইটে
যামু উঠেন
রিকশায় উঠে কলেজে যাচ্ছি, ততক্ষনে আপনাদেরকে পরিচয়টা দিয়ে নিই।এতক্ষন ধরে যে কথা বলছে সে হচ্ছে এই গল্পের নায়িকা মেঘলা জান্নাত,সবাই মেঘ বলে ডাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে,অত্যন্ত চঞ্চল স্বভাবের মেয়ে একটুও চুপ থাকতে পারে না।মেঘ এবার ইন্টার প্রথম বর্ষে পরছে। মেঘলার মা মিসেস সালমা বেগম ও বাবা মিস্টার আলতাফ আহমেদ। মেঘলার গ্রামের বাড়ি কুমিল্লা, বারার চাকরির সুবাদে ঢাকায় থাকে, ওখানের কলেজেই পড়াশোনা করে।বাকিটা গল্পে জানতে পারবেন।

এতক্ষনে কলেজে চলে আসছি। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে সামনের দিকে অগ্রসর হলাম।তাড়াহুড়ো করে কলেজে ডুকতেছি তখনই কিছু একটার সাথে ধাক্কা লাগে।

এই কোন হারামী রে, চোখ কি হাতে থাকে নাকি,দেখে চলতে পারছ না।
এ বলে মেঘলা সামনের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে মেঘলার রাগ আরো বেড়ে যায়, ও ছেলেটার মুখের সামনে আঙ্গুল নিয়ে বলতে থাকে,,,
এই অসভ্য ছেলে এভাবে তাকিয়ে আছো কেন, চোখে সমস্যা নাকি।
মুহূর্তেই রিফাতের মুখ রাগে রক্তবর্ন ধারন করে,দাঁতে দাঁত চেপে বলে
এই মেয়ে চুপ,, কে তুমি স্টুপিডের মতো কথা বলছো কেন
মেঘলাঃ কি আমি স্টুপিডের মতো কথা বলছি, একে তো ধাক্কা দিলি আবার বলছিস আমি স্টুপিড,
রিফাতঃএই মেয়ে সমস্যা কি তোমার হ্যাঁ,তুইতোকারি করছো কেন, বেয়াদব মেয়ে
অন্যায় করে আবার বড় বড় কথা বলছেন।
শাট আপ,, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো
তুই কোন এলিয়েন রে তোকে আমার চিনা লাগবে,
শালা হনুমান ।

এই বলে ওখান থেকে চলে আসি, উদ্দেশ্য ক্লাস রুমে যাওয়া, কারন এমনিতেই দুই মিনিট দেরি করে ফেলছি।
এবার পরিচয় পর্বে আসা যাক। মেঘলা এতক্ষণ যার সাথে ঝগড়া করছে সে হচ্ছে গল্পের নায়ক রিফাত আহমেদ। রিফাত মেঘলা দের কলেজের ইংলিশ টিচার।রিফাত বড়লোক বাবা মায়ের ছেলে, ওর একটা বোন আছে রুহি।
রিফাতের বাবা বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী, আর মা মিসেস নীলিমা চৌধুরী। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন।
রাগে গজগজ করতে করতে ক্লাস রুমে প্রবেশ করলো মেঘলা, কোনোদিক না তাকিয়ে স্নেহার পাশে বসে পড়লো।

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com