Breaking News

তাসের ঘর / আমার দেশ / মনের মাঝে / বাংলার রাজনীতি

 তাসের ঘর

কত যতনে গোছাই ছিলাম সুখের সংসার
সবকিছুই ধ্বংস আজ, শুধুই হাহাকার
কত স্বপ্ন দেখাইলি মোরে,
ভাংলিও আজ নিজ হাতে ধরে।
এত নিষ্ঠুর তুই আজ, হলি কী করে
স্বপ্ন মোরে দেখাইলিও তুই
ভাংলিও হাতে ধরে তুই,
তুই ছাড়া একলা আজ, কেমনে থাকি মুই
একদিন তোর হইবে এমন,
আমাকেই বারবার চাইবে তোর মন
ডাকবি হাজার শুনিবোও আমি
আসিবো না পাশে তখন।
আজ আমি কষ্ট পাই, মিথ্যা মুখে হাসি
তবু ও যে আমি তোকে, বড়ো ভালোবাসি
এককালে তোর আপন ছিলাম, হইলাম এখন পর
সম্পর্ক গুলা নষ্ট করলি, বানাইলি তাসের ঘর।
---------------------------------------------------------------------------------------------------------------
আমার দেশ
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার দেশ,
এই দেশেতে সুখে দুঃখে
আছি মোরা বেশ।
বাংলাদেশের মাটি তো নয়
যেন মায়ের বুক,
হাজারো ব্যাথা সয়ে নিয়ে
নিলামে তোলে মোদের দুঃখ।
মাঠে মাঠে সোনার ফসল
দেখে জুরায় প্রাণ,
নানা পাখির মিষ্টি গানে
হয় যে মোদের সকাল।
গ্রীষ্ম কালে দিঘির জলে
ছেলের দল ঝাঁপিয়ে পড়ে,
রাখাল বালক চড়ায় গরু
বাজায় বাঁশি‌ মধুর সুরে।
অরন্যের মধ্যে দিয়ে
আকা বাকা পথটি বেয়ে,
কলসি কাঁখে যায় হেঁটে যায়
মেয়েদের দল শাড়ি পরে।
বাংলাদেশের এমন দৃশ্য
কার না ভালো লাগে,
জীবনটা মোর সার্থক হলো
এমন দেশে জন্ম নিয়ে।
--------------------------------------------------------------------------------------------------------------
মনের মাঝে
মনের মাঝে আপন পরের,
সর্বদা চলে দ্বন্দ্ব।
আপনের মাঝে পরকে দেখি,
মনের দুয়ার বন্ধ।
আপন যদি পর হয়ে যায়,
সে দুঃখ সয় না।
আপন পরের এই দ্বন্দ্বে,
মনে শান্তি রয় না।
আপন পর খুঁজতে গিয়ে,
করেছি সময় নষ্ট।
আপন থেকে পর ই বেশি,
পেয়েছি জেনে কষ্ট।
কখনো আবার ভালোবাসায়,
পর হয়ে যায় আপন।
মনে হয় পাশে থেকে সারা জীবন,
করবে হয়তো সফল স্বপন।
এ জীবনে কে আপন কে পর,
বুঝতে আমি পারিনা।
প্রতিনিয়ত আঘাত পেয়েও,
আপন ভাবতে ছাড়ি না।।
--------------------------------------------------------------------------------------------------------------
বাংলার রাজনীতি
রাজনীতি, এ কেমন বাংলার রাজনীতি
রক্তের স্রোতে বাংলার জনগণ প্রতি দিবা-রাতি,
চারিদিকে দেখি শুধু রক্তের মহা প্লাবন
রাজনীতির নামে করছে তারা মানুষ ক্ষরণ ৷
এমন রাজনীতি মোরা চাইনা
যে রাজনীতি আমাদের জীবনের-
কোন মূল্যই দিতে পারেনা,
তাদের কাছে মনে হয় আমাদের জীবন
কোন এক খেলনার পুতুল ?
যখনে তখনে তারা বিনাশ করে দেয়
তারাতো শুনেনা আমাদের কোন আকুল ৷
এমন রাজনীতি দিয়ে আমাদের কি হবে?
যদি আমাদের প্রাণ হারিয়ে যায় অতর্কিতভাবে,
কবে আমাদের রাজনীতি থেকে খুন গুম হত্যা,
জ্বালাও পোড়াও সহিংসতা বন্ধ হবে?
কবে আমাদের বাংলার জনগণ বাংলার ভুবনে
একটু সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে ?



No comments

info.kroyhouse24@gmail.com