সুখের পৃথিবী
সারা জীবন যা চেয়েছি, তাই আজ শিকলে জরালো হায়।
চেয়েছিলাম হারিয়ে যাবো,
নিজেকে খুজে বেড়াবো,
মনটাকে ভরিয়ে দে_বো,
সৃষ্টির এই বৈচিত্র্য_তায়।
চাঁদনী রাতে একলা পথে,
ঝর্ণা নদী পাহাড়ে_তে,
কিংবা বিশাল সাগরে_তে,
মন যে ছুটে যায়।
বাস্তবতার অতল গ্রাসে,
মনে অনেক দুঃখ আসে,
তবু যে সে দিব্যি হাসে,
হয়তো তা অভিনয়।
মনকে যে আজ বুঝিয়েছি,
এর_ই মাঝেই যে যেথায় আছি,
দুঃখ_সুখে কাছাকাছি,
এমনই বা পাবো কোথায়।
স্বর্গে গিয়ে অসিম সুখ নরকের কঠিন দুখ যাই পরকালে পাই।
দুঃখ_সুখের মলিন ছোয়া এই পৃথিবী ছারা আর যে কোথাও নাই।
No comments
info.kroyhouse24@gmail.com