Breaking News

সুখের পৃথিবী



সারা জীবন যা চেয়েছি, তাই আজ শিকলে জরালো হায়।

মনের মাঝে অসিম ভয়, অসংলগ্ন কথা হয়তো তারই পরিচয়।
চেয়েছিলাম হারিয়ে যাবো,
নিজেকে খুজে বেড়াবো,
মনটাকে ভরিয়ে দে_বো,
সৃষ্টির এই বৈচিত্র্য_তায়।
চাঁদনী রাতে একলা পথে,
ঝর্ণা নদী পাহাড়ে_তে,
কিংবা বিশাল সাগরে_তে,
মন যে ছুটে যায়।
বাস্তবতার অতল গ্রাসে,
মনে অনেক দুঃখ আসে,
তবু যে সে দিব্যি হাসে,
হয়তো তা অভিনয়।
মনকে যে আজ বুঝিয়েছি,
এর_ই মাঝেই যে যেথায় আছি,
দুঃখ_সুখে কাছাকাছি,
এমনই বা পাবো কোথায়।
স্বর্গে গিয়ে অসিম সুখ নরকের কঠিন দুখ যাই পরকালে পাই।
দুঃখ_সুখের মলিন ছোয়া এই পৃথিবী ছারা আর যে কোথাও নাই।

No comments

info.kroyhouse24@gmail.com