Breaking News

আর্মি ছেলের প্রেমে অহংকারী মেয়ে । পর্ব - ০১

সন্ধ্যার দিকে শপিংমলে আসছি কিছু কাপড়-চোপড় কিনতে,আজ শপিংমলটাতে কিছু ডিসকাউন্ট চলছে,তাই ঘুরে ঘুরে কি কেনা যায়,সেটা দেখতে লাগলাম,হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা লেগে পরে গেলাম, উঠে দাড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে, যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে, কিছু বুঝে ওঠার আগেই ঠাসসস ঠাসসসস করে দুইটা চড় বসিয়ে দিলো,

মেয়েটা, ছোটলোকের বাচ্চা চোখে দেখগে পাস না..? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার..?
আমি, সরি দেখতে পাই নাই,

মেয়েটা, দেখতে পাস নাই,নাকি অন্য কিছু না..? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার, মেয়ে দেখলেই গায়ে পরতে ইচ্ছা করে নাকি..? তুই জানিস আমি কে,আর আমার বাবা কি করে..?আমি, আমি সত্যিই আপনাকে দেখতে পাই নাই,না দেখেই ধাক্কা লেগে গেছে,
মেয়েটা, এমনিতেই ধাক্কা দিয়েছিস,আবার মুখে মুখে তর্ক করছিস..? তোর অবস্থা দেখ কি করি আমি,
আমি, মাথা নিচু করে দাড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো,
লোকটা, ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন, ছেলেটা মনে হা ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে,
আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই, বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান,
লোকটার কথা শুনে মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেলো,
তারপর লোকটা আমার সামনে এসে দাড়ালো,

লোকটা, এই ছেলে তোমার কি জানের ভয় নাই..? জানো মেয়েটা কে..?
এই শহরের নাম করা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে, আমি আর একটু পরে আসলেই তো
তোমার অবস্থা খারাপ করে ছাড়তো, এখন যা করতে এসেছো সেটা করে গিয়ে বলেই লোকটা চলে গেলো,
ওহহহ আপনাদেরকে তো আমার পরিচয়ই দিই নাই, আমি মাহফুজ,
এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না,
আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম, আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দেয় নাই,
তবুও কেমন আচরন করলো দেখলেনই তো,
যাক যা হবার হয়েছে, শপিং করার মুডটাই নষ্ট করে দিলো, প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে
বাসার দিকে রওনা দিলাম,

ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধু মাত্র নিজের থাকার জন্য, এই শহরে আমাকে কেউ চিনে না,
কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, ঘেমে নেয়ে একেবারে একাকার হয়ে গেছি,
ওয়াসরুমে গিয়ে শাওয়ার নিলাম,তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম,
তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম,তখনই ফোনে একটা মেসেজ আসলো,
মেসেজটা ওপেন করে দেখি কলেজে এডমিশন টা হয়ে গেছে,
আসলে এই শহরের একটা কলেজে অনার্স ২য় বর্ষের এডমিশনের জন্য আবেদন করেছিলাম,
তো সেটা হয়ে গেছে,কাল থেকেই ক্লাস করতে পারবো,তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম,
সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম,তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম,
নিজে ইচ্ছা করেই কমদামি পোশাক পরলাম,
তারপর চুলে তেল দিয়ে ভালো করে আচড়প নিলাম, একদম খ্যাত লাগছে,
যাক এবার ঠিক আছে, কলেজের দিকে পা বাড়ালাম,
পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম, নিজেকে শুধু শুধু কি কউ খ্যাত সাজায়..?
গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন,
বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র ৫ মিনিটের রাস্তা, তাই কলেজে পৌছে গেলাম,
গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পরলো, আরে এতো দেখি কালকের সেই মেয়েটা,
ওনার বাবা নাকি এই শহরের নাম করা নিজনেসম্যান, যাই হোক আমাকে নিয়ে আমি ভাবতে থাকি, মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম,তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিলো,
মেয়েটা, এই খ্যাত কই যাস..? এদিকে শুনে যা,
মাহফুজ, তাকিয়ে দেখি যেই ভয়টা পাচ্ছিলাম,সেটাই হয়েছে, ওইযে একটা কথা আছে না,
যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়, কালকের সেই মেয়েটা ডাকছে,
তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম, জি আপনি কি আমাকে ডাকছেন..?
মেয়েটা, তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি বোঝার কথা,

মাহফুজ, ওহহ আচ্ছা,বলুন কি বলবেন..?
মেয়েটা, তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলো..?
কলেজে তো আগে দেখি নাই,নতুন নাকি..?
মাহফুজ, মাথাটা নিচু করে জি আমার আজকেই প্রথম কলেজ,
মেয়েটা, তোর নাম কিরে..?
মাহফুজ, জি আমার নাম মাহফুজ, আর আপনার নাম..?
মেয়েটা, আমার নাম তানহা, গতকাল যে অপরাধ করেছিলি,
তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিংমলের ম্যানেজারের কথায় বেচে গেছলি,
যাক সে কথা বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল এডমিশন দিলো কেনো,সেটাই তো মাথায় আসছে না,
আর কিসব কাপড় পরেছিস এগুলো..?
কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছে থেকে ভিক্ষা নিয়ে যাস বলে সবাই হাসতে শুরু করলো,

মাহফুজ, ইচ্ছা করলে কথাগুলোর জবাব দিতে পারতাম,কিন্তু দিলাম না, সেখান থেকে ক্লাসে চলে আসলাম,এখোনো ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাকা ছিলো, একেবারে লাষ্ট বেঞ্চে গিয়ে বসলাম,
এদিকে তানহার বান্ধবী লিজা, কিরে তানহা ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেনো..?
তানহা, আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে,বাট কই থেকে যানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়,
প্রচন্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম,
লিজা, একদম ঠিক কাজ করেছিলি, এই সব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পরা,
আচ্ছা ঠক আছে এখন ক্লাসে চল,সময় হয়ে গেছে,
তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়,
মাহফুজ,ক্লাসে চুপ করে বসে আছি,হঠাৎ তাকিয়ে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকেই আসছে,তাই মাথাটা নিচু করে থাকলাম,
তানহা, এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে,কিরে লিজা খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে..?
লিজা, হা তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে,
তানহা, চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি বলে শয়তানি একটা হাসি দেয়,সবাই মিলে মাহফুজের কাছে যায়,কিরে ছোটলোক পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস..?
মাহফুজ, মাথাটা নিচু করে থাকলাম, অপমান আর কতো করবে..? বড়লোকের দুলালি,অহংকার অনেক

মেয়েগুলো আর কিছু বলতে যাবে, তখনই ক্লাসে স্যার চলে আসে,সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পরে, তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন,
স্যার, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো, তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথেই লেখাপড়া করবে, মাহফুজ তুমি সামনে এসো,
মাহফুজ, স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাড়ালাম,
স্যার, এই হলো তো তোমাদের নতুন বন্ধু, গতকালই এডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে,

স্যারের কথা শেষ না হতেই তানহা দাড়িয়ে গেলো,
তানহা, স্যার আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই..? নাকি সব হারিয়ে গেছে, কই থেকে একটা খ্যাত ছোটলোক কে কলেজে এডমিশন দিয়েছেন, কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে,
মাহফুজ, তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাড়িয়ে থাকলাম, কোন আজব জায়গায় আসলাম, এরা শুধু ভালো জামা কাপড় ই দেখে, ভিতরে দেখে না,
স্যার, তানহা জাষ্ট সাট আপ..! তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো, ভুলে যেয়ো না তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না, sit down right now...
তানহা, স্যারের কথায় বসে পরে,

স্যার, মাহফুজ তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পরো,
মাহফুজ, স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম,স্যার ক্লাস নিতে শুরু করলেন,ক্লাস করা শেষে বের হয়ে গেলাম, আজকে নতুন,তাই কোনো বন্ধু হয় নাই, ক্যাম্পাসের দিকে হাটতে লাগলাম, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠে, হ্যালো স্যার...?
ওপাশ থেকে, মাহফুজ তোমাকে যে মিশনে পাঠানো হয়ছে,সেটা ভালো ভাবে কম্পিলিট করা চাই, কোনো রকম কেউ যেনো সন্দেহ না করে, এটা খুবই গোপনীয় ভাবে করতে হবে,হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে, অপরাধীদেরকে আমাদের চাই ই চাই,

মাহফুজ, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে আসছি,তাই সন্দেহ করার কিছু নাই, এই মিশনটা কম্পিলিট করেই এখান থেকে বপর হবো, স্যার শুধু কিছুদিন সময় লাগবে,
ওপাশ থেকে, ওকে তোমাকে সময় দেওয়া হলো,তবে বেশি দেরি যেন না হয়ে যায়, বলে ফোনটা কেটে দিলো,
মাহফুজ, মনে মনে অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়বো, সে যেভাবে হোক,তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নিতে হবে,
এসব ভাবছি তখনই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিলো, পিছনে ঘুরেই দেখি একটা ছেলে,দৌড়ে কাছে চলে আসলো,হাত বাড়িয়ে দিয়ে হাই আমি রাজ..?
মাহফুজ, হাই আমি মাহফুজ,
রাজ, তো আমরা কি বন্ধু হতে পারি..?
মাহফুজ, হা অবশ্যই,
রাজ, আচ্ছা তোমার বাসা কোথায়..?
মাহফুজ, এইতো সামনেই,আর আপনার বাসা..?
রাজ, ওহহহ আমার বাসা এই সিনেমা হলের পিছনে, আর তুমি আপনি করে বলছো কেন..? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখেনো আপনি চলে না, সো এখন থেকে তুই করে বলবো,
মাহফুজ, আচ্ছা ঠিক আছে,
রাজ, তোর নাম্বারটা দে তো..?

মাহফুজ, রাজকে আমার নাম্বারটা দিলাম, তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম, তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম, রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কম্পিলিট করলাম, ঘুমনোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেজে উঠলো, আম্মু ফোন করছে,
মাহফুজ, হা আম্মু কেমন আছো তুমি..?
আম্মু, আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস..? তোর শরীরটা ভালো আছে তো..? আর তুই কোথায়..?
মাহফুজ, আম্মু এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে, শরীরটাও অনেক ভালো আছে, আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না, খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাবো, আচ্ছা এখন রাখো কালকে কথা হবে,

আম্মু, আচ্ছা বাবা যেখানেই থাকিস,অনেক ভালো থাকিস, বলে ফোনটা কেটে দিলো,
মাহফুজ, ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পরলাম,কারন কালকে আবার কলেজে যেতে হবে, সকাল বেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়েদেয়ে কলেজে চলে আসলাম, রাজ কে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম,তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম,
একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম,তারপর আড্ডা দিতে লাগলাম,এমন সময় তানহা আমাদের সামনে আসলো,

তানহা, কিরে ছোটলোক, বন্ধুও তে একটা জোগার করে নিয়েছিস দেখছি,
রাজ, তানহা ভদ্র ভাবে কথা বলো, তুমি ওকে ছোটলোক বলছো কেনো..?
তানহা, বলছি বেশ করছি, তো তোর এতো জলছে কেনো রে..? কিরে ছোটলোক তুই কি ওর কাছে থেকে টাকা মেরে খাওয়ার সিন্ধান্ত নিয়েছিস নাকি..?
মাহফুজ, তানহা আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন..? এখান থেকে চলে যান বলছি,নাহলে...
তানহা, নাহলে কি করবি তুই আমার..?

মাহফুজ, কি করবো দেখবি তুই..? ঠাসসসসস করে একটা থাপ্পড় বসাই দিলাম, তানহা টাল সামলাতে না পেরে মাটিতে পরে গেলো, আমাকে কি ভেবেছিস হা..? সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস..! কিছু বলি না বলে কি মাথাা উঠে গেছিস নাকি..?
চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আরে ভাই আমি কি এলিয়েন নাকি..?

তানহা, মাটি তেকে উঠে, তুই কাজ টা ঠিক করলি না ছোটলোকের বাচ্চা, তোর অবস্থা দেখ আমি কি করি,বলেই কাকে জানি ফোন দিলো....! তোর অবস্থা দেখ কি করি আমি,তুই সাপের লেজে পা দিয়েছিস,
মাহফুজ, তানহার কথা শুনে মুচকি হাসলাম, মনে মনে সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি,এই রাজ চল এখান থেকে বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম,
রাজ, মাহফুজ তুই কিন্তু একটা ভুল করে ফেললি, তানহার বাবা এই শহরের এমপি, তার জথায় পুরো কলেজ চলে, যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই এবার গেলি,

মাহফুজ, আরে ওতো ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর,কিছুই হবে না, তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম,
একটু পরেই কলেজ গেট দিয়ে ৩ থেকে ৪ টা গাড়ি প্রবেশ করে,গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে,তাদের একজন বলে উঠে, এই তোদের কলেজে মাহফুজ মাহমুদ কে রে..?
একটা ছেলে মাহফুজের ক্লাসটা দেখিয়ে দেয়,তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে যায়,এখানে মাহফুজ কে..?
মাহফুজ, সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ, রাজ পাশেই বসা ছিলো,পুলিশ দেখে ভয় পেয়ে যায়, তারপর আমি দাড়িয়ে যায়,জি আমিই মাহফুজ,,
নামটা বলার সাথে সাথে দুইজন পলিশ এসে দুইপাশ দিয়ে জাপটে ধরে নেয়, কোনো ভাবেই ছুটতে পারছি না,
মাহফুজ, আরে আপনারা কি করছেন..? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন..? আমার অপরাধটা কি..?

পুলিশ, তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস..? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোটলোক, তোর পাশাক আশাক দেখে তো খ্যাত আর ছোটলোক ছাড়া কিছু মনে হয় না, তবুও টার্গেট একদম এমপির মেয়েকে..!
চল তোর জন্য সয়ং এমপি নিজে এসেছেন, দুইটা পুলিশ মাহফুজকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে,পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে,
মাহফুজ, গাড়ির সামনে দেখি তানহা দাড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাড়িয়ে আছে, আমাকে দেখেই লোকটা বলে উঠলো, ওসি সাহেব এই ছোটলোক টাকে এমনভাবে শাস্তি দিবেন,যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে,

মাহফুজ, তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা, ওসি স্যার আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে ১মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য, পুলিশের কি মনে হলো জানিনা,কিছুক্ষন ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন, আমিও একটা নাম্বার তুলে ফেন লাগালাম,কিছুক্ষন কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম, এইযে ফোনটা নিন আর কথা বলুন,
ওসি, মাহফুজের কাছে থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষন কথা বললো,তারপরই মুখে ভয়ের ছাপ দেখা দিলো, স্যার স্যার সরি স্যার,আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখোনো এমন হবে না স্যার, বলো ফোনটা কেটে দিলো,

সরি এমপি সাহেব আমি এই ছেলেটাকে এরেষ্ট করতে পারবো না,
তানহার বাবা, এটা আপনি কি বলছেন ওসি সাহেব,যে কাজে আসলেন সেটা ঠিকমতো করুন, নাহলে এমন জায়গায় ট্রান্সফার কারবো,যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে,
ওসি, আরে স্যার রাখেন আপনার মশা মারা, আপনার মশা এবার আপনি মারুন,
ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে উঠে, পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন, একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়, ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাসসসস করে একটা থাপ্পড় মারে....

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com