Breaking News

সুখের খনি



মনের উদ্ভট ইচ্ছে গুলো দিচ্ছে যে হাতছানি,

মায়ার বাধনে পরে সেগুলো হারাচ্ছি সবই জানি ,
হয়ত যে তা হচ্ছে ভালোই এটাও আমি মানি,
এসব কিছু তারাতে যে ভাই লাগবে সুখের খনি।
সুখের খনির সন্ধানে তাই বের হলাম একদিন,
সুখের খনি খুঁজে পেলে মেটাব সকল ঋণ,
এদিক খুঁজি ওদিক খুঁজি অক্লান্ত বিরামহীন,
বাস্তবতার মুখে পরে সবই হলো বিলীন।
এদিক খুঁজি ওদিক খুঁজি খোঁজার অন্ত নাই,
যেদিকে তাকাই দুঃখ ছারা কিছুই না দেখতে পাই,
যে যার মত সুখের খোঁজে ছুটছে যে সবাই,
অন্যের দুঃখ দেখার সময় কারো কাছেই নাই।
ভালো খারাপ না বুঝেই করছে, টাকা আহরণ,
টাকাই নাকি সব সুখ দেয়, প্রফুল্ল করে মন,
ভালোভাবে থাকতে গেলে টাকার, খুবই প্রয়োজন,
এসব ভেবে আমিও করলাম তাদের, পথে পদার্পণ।
টাকার পিছন ছুটছি তখন অক্লান্ত বিরামহীন,
টাকাই বোধহয় এনে দেবে, আমার সেই সুখের দিন,
কোনো কিছু না ভেবেই ভাই, ছুটছি টাকার পেছন,
ভালো খারাপের বোধ যেন, হারিয়ে ফেলেছি কখন।
এত কিছু করেও কোথায়, পেলাম সুখের খনি,
দুঃখ আমার জিবন সঙ্গি, দুঃখ চোখের মনি,
কেউ নাই যাকে দুঃখের কথা, বলি একটুখানি,
মানুষের মন হয়ে গেছে যেন, আস্ত বিষের খনি।
নির্জন নিরালায় একাকীত্বের মাঝে বসে,
ফেলে আসা দিন গুলোর কথা আজও মনে ভাসে,
শূন্য হাতে দীপ্ত পায়ে কাটতো যে দিন, মহা আনন্দে হেঁসে,
খুশিটাকে হয়তো বারিয়ে দিতো, ছোট্ট দুঃখের দলগুলো এসে।
সেই দুঃখই আমার কাছে ছিলো অনেক ভালো,
এই আঁধারে তারাই এখন জোনাকির আলো,
নদী ছেড়ে আসতে গিয়ে পরেছি সমুদ্র জলে,
হাবুডুবু খেতে খেতে জীবনটা যাচ্ছে চলে।
কোথায় ফেলে আসলাম সেই দুঃখ_সুখের দিন,
কোথায় পরে রইলো আমার প্রকৃতি মায়ের ঋন,
চারপাশে শুধু দুঃখ হাহাকার, এখন দেখি সারাক্ষণ,
হায়রে বাস্তবতা তুই এতই কঠিন, নষ্ট করিস মন।
মানুষের যত খারাপ স্বভাব, দুঃখ কষ্ট যত অভাব,
ভালোবাসার বড্ড অভাব, মিষ্টি কথাতে মনের কুভাব,
পরেছে মনে বিরূপ প্রভাব, বদলে গেছে আমার স্বভাব,
তাইতো একদিন ছেরে দেই সব, কাটাতে মনের বিষের প্রভাব।
সব ছেরে,এলাম ফিরে,প্রকৃতি মায়ের কোলে,
তোকে ছেরে আর যাবো না মাগো, অন্য কোথাও চলে,
মনের উদ্ভট চিন্তা এসে, এখনো অনেক কিছুই বলে,
যে সুখের খনি পেয়েছি আমি, সেটা ছারা, আমার কি আর চলে।

No comments

info.kroyhouse24@gmail.com