Breaking News

ভালোবাসি / আজব দেশ / আজ শুধু তুমি নেই

ভালোবাসি

আকাশের চোখে পানি জমলে আমরা

তাকে রংধনু বলি। এইযে রংধনু
আমরা যাকে নিয়ে কাজ করি
তা আসলে আকাশের চোখের পানি
রং দিয়ে সে বিভিন্ন প্রতিকের কথা বলে
আর তুমি বেছে নাও নীল
তোমার আক্সসিক ভালোবাসায়
আমি আসমান সিংয়ের মতো
দিগ্বিদিক কাঁপানো যোদ্ধা হয়ে যাই
কিছিলো তোমার মনে যা
আমাকে হাস্নাহেনার ঘ্রাণ পাইয়ে দেয়
বুকপকেটে ভালোবাসা রেখে
চোখে চোখ রেখে বলতে পারি ভালোবাসি

---------------------------------------------------------------------------------------------------------------

আজব দেশ
বৈষম্য দেখো কিছু?
নাকি ঠুলি পরে থাকো?
কেউ বহু কষ্টে যোগায় খাবার,
কেউ বা পারে নাকো।
কারো আছে অঢেল টাকা,
কারো ফুটো-কড়িও নাই।
সংসারের এই অসাম্যতায়,
ধুঁকছে তারা তাই।
শ্রমটা করে শ্রমিক হবে,
কিন্তু শ্রম কাকে ভাই দেবে?
নিয়োগ নেই কোথাও হেথা,
বেকাররা শুধুই যাচ্ছে ভেবে!
বাবার ঘাড়ে চলছে সবার
যতদিন বড় না সে হয়।
তারপরে যে কি করে খাবে,
হচ্ছে মনেতে সংশয়।
একদিন তো রোজগারটা
করতে হবে তাকে।
সংসারের হাল ধরতে হবে,
যত্নে রাখবে বাবা-মা কে।
কালের গতিতে বয়স বাড়ে,
বালক যুবক হলো।
শিক্ষা সমাপনান্তে ডিগ্রী
যাহোক একটা পেলো।
ডিগ্রী নিয়ে ঘুরে বেড়ায়
কর্মসংস্থানের তরে।
কোন কিছুই পায় না সে যে
শুধুই ঘুরে মরে।
এদিকে তে বাপের অসুখ
মায়ের প্লীহা-জ্বর।
এখন তাদের বৃদ্ধকালের নির্ভরতা
ঐ সন্তানের উপর।
সে তখন কি যে করে,
ভেবে ভেবেই সারা!
অসৎ পথের উপার্জনে
বাসস্থান হবে যে তার কারা।
সৎপথেতে উপার্জনের
কোন পন্থা নাই।
গরিব যে তার ভাতের অভাব
চাকরি কিনবে কিসে ভাই?
যারা চাকরি কিনে চাকরি করে,
তারা সব ধনীরই সন্তান।
গরিব পথেই যাবে গড়াগড়ি
কপালে জুটবে অপমান।
ভেবেছিল বাবা, বড় হয়ে ছেলে
দুঃখের সাথী হবে।
পোড়া কপাল বাবার এখন
কাকেই বা কি ক'বে?
ইচ্ছা থাকলেই উপায় হয়
একথা মিথ্যা প্রহসন।
এর থেকে তো ভালো ছিল
জঙ্গলের জীবন।
অন্যের প্ররোচনায় অসৎ পথে
এরাই এখন যায়।
নিষ্ঠুর ভাগ্যের পরিহাস এটা
কেউতো নেয় না এদের দায়!
পরিকল্পনা করেই হয় ভাই ,
দেশের উন্নয়ন।
সবই দেখি মেকি এখন
দেখায় শুধুই প্রলোভন।
যার আছে তার অঢেল আছে---
বিত্তের নাই শেষ।
তারাই আবার চুরি ক'রে
পালাচ্ছে বিদেশ।
দেশ ভক্তি, দেশ রক্ষা,
এসব মিলিটারিরা ভাবে।
গরিবরা শুধু গরিব থাকে
ভাবে কালকে সে কি খাবে?
সাম্য এখন হেথায় নাই,
গেছে বিদেশে বিভুঁইয়ে।
অনাহারী, অর্ধভুক্তের দিন
আমৃত্যু কাটবে শুয়ে শুয়ে।
---------------------------------------------------------------------------------------------------------------
আজ শুধু তুমি নেই
চারিদিকে খুব রোদ, একটুও ছায়া নেই।
আছে ঘৃণা অবহেলা, একটুও মায়া নেই।
বুক ভরা ব্যাথা আছে, বোঝানোর ভাষা নেই।
হতাশায় ভরা মন, একটুও আশা নেই।
কাঁটা ভরা উদ্যান, একটাও ফুল নেই।
সবকিছু প্রতিকুল, কোন অনুকুল নেই।
দুখের এ গল্পটা শোনার তো কেউ নেই।
এ বিরান সৈকতে আজ কোন ঢেউ নেই।
বিবর্ণ এ আকাশ, একটুও নীল নেই।
এলোমেলো কবিতায় ছন্দের মিল নেই।
গানগুলো সুরহীন, কোন মূর্ছনা নেই।
বিষাদের এই দিন, কোন সান্তনা নেই।
আঁধার এ পৃথিবীতে আজ কোন আলো নেই।
ভালোবাসা নেই তাই মনটাও ভালো নেই।
এই মরুপ্রান্তরে সবুজাভ ভূমি নেই।
এতো মানুষের ভীড়, আজ শুধু তুমি নেই।



No comments

info.kroyhouse24@gmail.com