পুলিশিনি যখন ক্রাশ । পর্ব - ০৩
আমি পোলানোর আগেই পুলিশিনী আমার সামনে এসে,,,,,
:-কোথায় পালাচ্ছো বাঁসা? ( পুলিশিনী একদম আমার সামনে দাঁড়িয়ে)
:-আরে আপনি এখানেনন? (আমি প্রথম দেখার ভান করে)
:-শা*লা আমাকে ফ্লো করে এখন বলছিস আমি এখানে? (পুলিশিনী)
:-কিহহ্,,,বলছেন!! আমি তো আপনাকে দেখিই নি,,,ফ্লো করবো কেনো? (আমি অবুঝ শিশুর মতো বললাম)
:-শা*লা একদম ঢং করবি না,,, তোর জন্য আমার বান্ধবীরা আমাকে সন্দেহ করছে? (পুলিশিনী)
:-তাই নাকি কি হইছে? কিসের সন্দেহ? (খুঁশি হয়ে)
:-শা*লা হাঁসবি না,,,মেরে না দাঁত ভেঙে দিবো? (ধীরে ধীরে বললো,,,যাতে উরা না বোঝে)
(আমিও সুযোগের সত ব্যবহার করলাম)
:-আগে বলুন? কিসের সন্দেহ করতেছে? (আমি)
:-উরা আমাকে বলতেছে,,,
:-কিরে বন্ধু তুই যে প্রেম করছিস আমাদের বললি না? (পুলিশিনীর বান্ধবী)
:-কি বলিস তোরা? (শুরুভি)
:-মিথ্যা বলছিস কেনো?
ঔই যে ছেলেটি তোর দিকে এক নজরে তাকিয়ে আছে,,,আর তুইও তো তাঁকাচ্ছিস বার বার!! (শুরুভির বান্ধবী)
:-আরে মিথ্যা বলবো কেনো? আমি ওকে চিনি না!!
:-বন্ধু,,,ট্রিট দিতে হবে বলে,,এমন করছিস কেনো?
:-তবে ছেলেটি কিন্তু হেন্ডসাম আছে!! তোর সাথে ভালোই মানাবে!!
:-আরে বলেই দে না,,কবে থেকে শুরু করলি এসব?
:-উফ্ফ্ফ্,,,তোরা কি থামবি,,,ওকে দাঁড়া ঔই ছেলেটির সাথে আমার যে কোন সম্পর্ক নেই,,,তা ঔই ছেলেটিই বলবে!!
আমি আসতেছি!! (পুলিশিনী)
পুলিশিনীর কথা শুনে আমি,,
:-হাহাহাহাহা (আমি হেঁসে উঠলাম)
:-শা*লা তোকে খুন করে ফেলবো হাঁসলে!! (দাঁত কিরিমিরি করে বললো)
:-তো এখন আমাকে কি করতে হবে? (আমি)
:-তোকে ওদের কাছে গিয়ে বলতে হবে,,,তুই আমাকে চিনিস না,,, (পুলিশিনী)
:-পারবো না,,,খেয়ে গেছি অনেক আগেই? (আমি)
:-কি খেয়ে গেছিস?
:-ক্রাস!!
:-কিহ্হ্,,,কাকে দেখে? (অবাক হয়ে পুলিশিনী)
:-কাকে আবার সামনে দাঁড়ানো এই শুরুভি_পুলিশিনীকে (আমি)
:-শা*লা তোকককককে....(শুরুভি কিছু করার আগেই)
:-ওয়েট ওয়েট আপনার বন্ধবীরা দেখতেছে.. সব বুঝে যাবে!!
:-তোকে তো আমি পরে দেখে নিবো!! (পুলিশিনী)
:-পরের কথা পরে ভাববো!! এখন রেগে কথা বললে কিন্তু ওদের গিয়ে বলবো,,আমাদের রিলেশন চলছে!!
:-কিহ্হ্হ্,,,তুই পুলিশকে থ্রেট দিচ্ছিস তোরে তো আমিমমম
:-না না রাগ করা যাবে না!!
:-ওকে বল কি করলে তুই গিয়ে বলবি? (পুলিশিনী)
:-মিষ্টি করে বলতে হবে যে,,,"তুমি একটু ওদের গিয়ে বলো না তুমি আমাকে চেনো না" এভাবে বলতে হবে?
:-হোয়াটটট তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস
:-রেগো না,,,ভেবে দেখো!! (আমি)
:-আমি কখনোই ওটি বলবো না!"
:-ওকে তাহলে আমি ওদের কাছে গিয়ে বলি আমাদের রিলেশন চলছে!!
(আমি উঠে যাচ্ছি যখন)
:-ওই দাঁড়া.... (পুলিশিনী)
:-কিহ্হ্!! (,আমি)
:-বলছি আমি!! (রাগী চেহারায়)
:-চেহারায় রাগিভাব থাকা যাবে না!! (আমি)
:-পরিনাম কিন্তু ভালো হবে না,,,তোকে বলে দিচ্ছি?
:-সেটি পরে দেখা যাবে,,,এখন তো বলো?
:ওকে বলছি,,,"তুমি একটু ওদের গিয়ে বলবে তুমি আমাকে চেনো না " (পুলিশিনী)
:-ওয়াও,,,মনটা ভোরে গেলো!! ওকে চলো বলছি (আমি)
:
তারপর আমি আর পুলিশিনী ওদের কাছে গেলাম,,,
:-hlw everyone.. আপনারা কি আমাকে নিয়ে কথা বলতে ছিলে? (আমি)
:-হুমমম,,,,ভাইয়া!! আপনি আর শুরুভির রিলেশনশিপ কত দিনের? (শুরুভির বান্ধবী)
:-আরে তোমরা কি বলছো? আমি তো উনাকে চিনিই না!! (আমি)
:-সত্যি বলছেন? (বান্ধবী)
:-হুমম,,,সত্যিই বলছি,,,চিনি না কি হইছে!! কথা তো তোমাদের সাথে বলতেই পারি,,,
ওকে যাও আজ আমার পক্ষ থেকে ট্রিট!! (আমি)
(কথাটি বলে,,পুলিশিনীর দিকে তাকালাম,,দেখি রাগি চোখে তাকিয়ে আছে )
:-ওয়াও সত্যি,,,ওকে ডান!! (শুরুভির বান্ধবী)
:-ভাইয়া বসেন না!!
:-ওকে!! বসছি!!
(আমার হেব্বি লাগতেছে,,,আর পুলিশিনী রাগে কিছু বলতে না পেরে ফুলতেছে,,, আর চুপ করে আছে
:-ওকে,,আমি আলাউদ্দিন!! (আমি)
(তারপর শুরুভির বান্ধবীরাও যার যার নাম বললো)
(শুরুভি দিয়ে উরা ৪জন ছিলো,,,,খাবার ওদার দিলাম)
(কিন্তু শুরুভি কোন কথা বলছে না,,শুধু রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে,,,,আরো একটু রাগাতে বললাম,,,
:-একটি কথা বলি? (আমি)
:-হ্যা,, বলুন? (পুলিশিনীর বান্ধবীরা)
:- তোমরা তিন জন হেব্বি দেখতে!! ( পুলিশিনীকে বাদ দিয়ে বললাম)
:-থ্যাংকসস ভাইয়া!! (উরা তিন জন)
:-........(পুলিশিনী আমার দিকে শুধু তাঁকিয়ে আছে. না পারতেছে কিছু বলতে,,না পারতেছে কিছু সহ্য করতে)
আরে বেশি জ্বালাই নি,,,তারাতারি খাবার খেয়ে ভাগছি ওখান থেকে!!!
উফ্ফ্ফ্,,,,কি যে ভালো লাগতেছে!!
হেব্বি হাঁসি পাচ্ছে আমার
বাসায় চলে আসলাম,,,,বাসায় এসে কোন কথা না বলে ঘুম!!
সকালে ঘুম থেকে উঠে নাস্টা করে কলেজ গেলাম,,,
অনেকদিন কলেজ যাওয়া হয় না,,,,
কলেজে গিয়ে নীলয়,,কাব্যের কাছে গেলাম,,,
:-কিরে বন্ধু কালকে তো পিছু লাগলি আর তো কিছু বললি না? (নীলয়)
:-বন্ধু আর বলিস না,,,কালকের বিকালের মুহূর্তটা ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত (আমি)
:-তাই নাকি,,,তাহলে মনে হচ্ছে ভালোই জ্বালাইছিস শুরুভি পুলিশিনীকে (কাব্য)
:-হুমমম,,,,অনেক মজা নিয়েছি!! (আমি)
:-কি করেছিস বলনা? (নীলয়)
:-আমি পুলিশিনীর পিছু নিয়ে...............(তারপর সব ওদের খুলে বললাম)
(আমার কথা শুনার পর,,
:-....(সকলে হো হো হো করে হেঁসে উঠলাম)
:-বন্ধু তাহলে ভালোই প্যারা দিছিস মেয়েটিকে!!
:-হুমমম,,,,,,তা তো দিয়েছিই!!
(এসব নিয়ে যখন আমরা কথা বলতেছি,,,মজা করতেছি তখন,,,
:-এখানে এতো হাঁসি কিসের রে? (সিনিয়র ভাইরা এসে)
:-কেনো ভাই হাঁসা কি বারণ? (নীলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে)
(কিছু কথা বলে রাখি,,এই সিনিয়র ভাইরা শুধু আমাদের তিনজনের পিছু লাগে,,আমাদের বিরক্ত করে!!
আমরা ছোট হয়ে কলেজে হোন্ডা আনি বলে,,তারা সহ্য করতে পারে না বলে!! তাই তারা আমাদের সাথে শুধু রং করে)
:-ঔই তুই কি বললি? (রেগে বললো সিনিয়র ভাই)
:-ভাই সরি,,,, (নীলয়)
:-হুমমম,,,,বেশি জ্বরে জ্বরে যেনো হাঁসা আর না দেখি?
:-......(নাহ্হ্,,,এতো সহ্য করা যায় না,,,হাঁসলে ওদের কি. আমার আর কাব্যের সহ্য একটু কমই)
:-কেনো? কলেজে তো সকলেই হাঁসে আমরা হাঁসলে সমস্যা কোথায়? (কাব্য বলে উঠলো)
:-শা*লা তুই কি বললি!! (সিনিয়র ভাই)
(আমার মাথায় রক্ত উঠে গেলো)
;-ঔই কি হইছে,,,হাঁসবোওই তোদের সমস্যা কি? (প্রচুর রেগে ওদের সামনে গিয়ে বললাম)
:-.....(উরা রাগি চোখে তাকিয়ে আছে কিন্তু কিছু না বলে চলে যাচ্ছে)
(চলে যাওয়ার সময় বলে গেলো,,,
:-তোদের পরে দেখে নিবো!! (এই বলে চলে গেলো)
:-হাহাহাহাহা,,, পড়ে দেখবি তো এখন ভয়তে পলাচ্ছিস কেনো? (নীলয়)
:-....(আমিও বুঝছি না,,,আমাকে দেখে পলাচ্ছে কেনো)
:-কিরে বন্ধু তোর কথা শুনে পড়ালো কেনো? (কাব্য)
:-শা*লারা আমাকে দেখে ভয় পায়!! (আমি)
:- (তারপর সবাই মিলে হেঁসে উঠলাম)
জনপ্রিয় পোষ্ট সমূহঃ
হাঁসার সময় কে যেনো,,,পিছন থেকে আমার কাঁধে হাত রেখে আমার কলার ধরলো,,,,
সঙ্গে সঙ্গে আমিও ঘুরতে ঘুরতে বলে উঠলাম,,
:-কোন হালার পুততত রে? (আমি)
:-ঠাসসসসসসসস (পিছনে তাঁকিয়ে দেখি পুলিশিনী দাঁড়িয়ে,,আর আমাকে কষে থাপ্পড় মারলো)
:-ওওও মাগোগোগো!! আপনি? (আমি)
(এখন বুঝলাম সিনিয়রদের পলানোর কারণ)
:-ঠাসসসসসসসসস আমাকে হালার পুত বলা!! তুই তো আজ শেষ। (আরো একটি থাপ্পড় মেরে বললো)
:-আল্লহ্হ্হ্ গো,, বাঁচাও আমাকে (আমি)
(পুলিশিনীকে দেখে নীলয় আর কাব্য দৌড়ে কলেজ থেকে এক সেকেন্ডে উঁধাও হয়ে গিছে)
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com