Breaking News

ছোট ছোট কবিতা গুচ্ছ

 বন্ধু

নিখুঁত এই দরিয়ার ধারে,
আমি যে একলা পড়ে ।
নিলো না খোঁজ কেহু,
বন্ধু আমার বহু ।
রহে গেলাম এই গগঁনে,
চিরতরে মুছে যাব এই-ভবঁনে ।
রমণী রমণী তারার মাঝে!
বন্ধু তুমি কতো না সাদু সাজে ।
---------------------------------------------------------------------------------------------------------------
কতো স্বপ্নকে গলা টিপে,
করছি হত্যা রোজ।
কেউ রাখে নি সে খোঁজ।
নিজের সাথে নিজে করছি লড়াই।
ভাগ্য আর বাস্তবতা!
দেখি না কে কাকে হারায়।
---------------------------------------------------------------------------------------------------------------

তুমি এসো কোন এক ঝুম বৃষ্টিতে
দুহাত ভরে আমাকে ছোঁয়ে দিতে
মনের সব কল্পনার মুছে দিতে
তুৃমি এসো বৃষ্টি ভেজা শহরে
আমায় নিয়ে হাটতে।
হঠাৎ বিদ্যুৎ চমকালে ভয়ে
আমার বুকে মাথা লুকাতে।
---------------------------------------------------------------------------------------------------------------
বৃত্তের আবর্তনে
একই বৃত্তে ঘুরছি আমি
শত বছর বা তার চেয়েও বেশি
কখনো বা পূবে কখনো বা পশ্চিমে
মুক্ত হওয়ার আশায় প্রতিটি বিন্দু চষি।
নিশ্ছিদ্র পরিধি ক্রমাগত ছোট হয়ে আসে
চলমান গতি কমে জীবনের টানা রাশে
অবিশ্রান্ত ক্লান্ত আমি তাই
বৃত্তের মাঝে আরো বৃত্ত এঁকে যাই
সেই বৃত্তে আঁকি আমার প্রিয় সব মুখ,
দিন শেষে মুচকি হেসে বলি - এই আমার সুখ।



No comments

info.kroyhouse24@gmail.com