Breaking News

ধনীর মেয়ে বস্তির ছেলে । পর্ব - ০৬



কিছুক্ষন পর মায়া হাসতে-হাসতে রুমে ডুকলো? আর আমার পাশে বসে গেলো?

আমিঃ কি হলো এভাবে হাসছিস কেনো?
মায়াঃ আমার বাবুটা রাগ করছে আমার উপর তাই?
আমিঃ তুই যা অন্য রুমে আমি এখন ঘুমাবো?
মায়াঃ আমি যাবো কেনো?
আমিঃ তাহলে তুই থাক আমিই গেলাম?
(বলেই বাহির হতে যাবো তখনই মায়া আমার হাতটা ধরে ফেললো)
মায়াঃ কই যাও চান্দু?
আমিঃ তুই থাক আমি গেলাম পাশের রুমে?
মায়াঃ বউ থাকবে এক রুমে আর স্বামী থাকবে আরেক রুমে তা তো হবে না?
(বলেই এক টানে খাটে ফেলে দিলো)

তারপর ওর ওরনা দিয়ে আমার হাত-পা বেধে ফেললো!
আমিঃ ঐ তুই হাত-পা বাধলি কেনো?
মায়াঃ তুমি যেনো অন্য রুমে না যেতে পারো তাই?
আমিঃ তোর।
আমিঃ তোর মতলব টা কি বলতো?
মায়াঃ পাগলটার বুকে মাথা রেখে ঘুমাবো?
আমিঃ ঐ আমি পাগল?
মায়াঃ হুম! তুমি আমার পাগল? আর আমি তোমার পাগলি?
আমিঃ ছাড় আমাকে? আমি কারোর পাগল হতে পারবো না?
মায়াঃ আজকে কোনো ছাড়া-ছাড়ি নেই একেবারে সকালে ছাড়বো তোমাকে কলিজা?
আমিঃ দেখ পাগলামি করিস না? পাগলামি করে ভালোবাসা হয় না?
মায়াঃ কিভাবে ভালোবাসতে তা আমি ভালোভাবে জানি?
আমিঃ আচ্ছা আমি অন্যরুমে যাবো না! এবার বাধনটা খুলে দে?
মায়াঃ ওয়াদা দে যে বাধন খুলে দিলে তুই আমাকে তোর বুকে মাথা রেখে ঘুমাতে দিবি?
আর অন্য রুমেও যাবি না?

আমিঃ আচ্ছা ওয়াদা দিলাম?
মায়াঃ আরো একটা ওয়াদা দিতে হবে?
আমিঃ কি ওয়াদা?
মায়াঃ বেশি না তোর বুকে যখন মাথা রাখবো তখন তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরবি?
আমিঃ আমি পারবো না?
মায়াঃ তাহলে আর কি সারারাত এভাবেই পড়ে থাক?

আমিঃ দেখ তুই যেটা বলতেছিস সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে পাপ?
মায়াঃ ওরে আমার ইসলামিক জামাই রে? আপনি এত বুঝতে কে বলেছে?
আমিঃ দেখ ছাড় আমাকে?
মায়াঃ তাহলে আমাকে ওয়াদা দে যেগুলো বলছি সেগুলা করবি?! ?
আমিঃ কখনোই না?
মায়াঃ তাহলে আমিও সরি? (বলেই মায়া আমার বুকে মাথা রেখে শুয়ে গেলো)
আমিও ঘুমানোর চেষ্টা করতে লাগলাম! কিছুক্ষন পর ঘুমিয়ে গেলাম?
মাজরাতে সজাক হয়ে গেলাম? তাকিয়ে দেখি হাতের বাধনটা খুলা আর আমি মায়াকে জাড়িয়ে ধরে আছি?
তাই তাড়া-তাড়ি ওকে ছেড়ে দিলাম? আর ওর মায়াবি মুখটা দেখতে লাগলাম? আসলেই অনেক মায়াবি ওর মুখটা?
কিন্তু এই মুখের হাসিটা সারাজিবন থাকবে না যদি এই বাড়িতে বউ হয়ে আসে?
কিন্তু ওও তো এটা বুঝতেই চাইতেছে না। পাগল মেয়ে একটা? বুঝ কবে যেনো হবে আল্লাহই জানে?
এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম? সকালে মায়ার ডাকে ঘুম ভাঙ্গলো?
আমিঃ কি হলো ডাকছিস কেনো?

মায়াঃ উঠে চা খেয়ে আমাকে উদ্ধার করেন?
আমিঃ খাবো না আমি? আর তুই যা এখন আমি ঘুমাবো?
মায়াঃ ঐ উঠ বলছি নাহলে পানি এনে গায়ে ঢেলে দিবো?
আমিঃ বাসায় এসেই টর্চার শুরু করে দিয়েছিস? আর যদি তোকে বিয়ে করি তাহলে কি করবি আল্লাহ জানে? তাই আর যাই হোক না কেনো তোকে তো আমি বিয়ে করবো না?
মায়াঃ সেটা পড়ে দেখবো এখন উঠ তাড়াতাড়ি?
আমিঃ হুম উঠতাছি! (বলেই উঠে বসলাম)
মায়াঃ হুম গুড বয়? এখন তাড়াতাড়ি করে চা খেয়ে উঠে বাজারে যাও?
আমিঃ তুই এভাবে অর্ডার করছিস কেনো?
মায়াঃ কারণ আমি এই বাড়ির বউ আর তোর কলিজা?
আমিঃ আমি মানি না?

মায়াঃ তুই না মানলে কি হইবো? আব্বু-আম্মু তো মেনে নিয়েছে? এখন আর কোনো সমস্যা নেই?
আমিঃ তোকে নিয়ে সংসার কে করবে?
মায়াঃ তুই?
আমিঃ তোকে নিয়ে সংসার কে করবে?
মায়াঃ তুই?
আমিঃ আমার তো ঠেকা পড়ছে যে তোকে নিয়েই সংসার করতে হবে? দুনিয়াতে আর কোনো মেয়ে নাই?
মায়াঃ তুই আমাকে নিয়েই সংসার করবি? আর কাউকে নিয়ে সপ্ন দেখলে তোকে মারবো প্রথমে তারপর নিজে মরবো মনে রাখিস?
আমিঃ তোকেই দিয়েই সম্ভব?
মায়াঃ কি সম্ভব?
আমিঃ মানুষ মারা তোকে দিয়েই সম্ভব?
মায়াঃ ঐ চুপ করে চা খা আর তাড়াতাড়ি বাজারে যা?

আমিঃ হুম? (বলেই চা খেয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে)
বাজার করে বাসায় এসে আম্মুর কাছে ব্যাগ দিয়ে হাত পা ধুয়ার জন্য ওয়াশরুমে যেতেই চমকে গেলাম?
মায়া কাপড় ধুইতেছে? আর কেমন যেনো অগুছালো হয়ে বসে আছে? বন্ধুত্ব থেকে প্রেম এর এটাই শেষ নয়।
ওকে দেখে আমি আর হাসি থামাতে পাড়লাম না? তাই হো হো করে হেসে উঠলাম?
মায়াঃ কি হলো হাসছিস কেনো?
আমিঃ তোকে দেখে?
মায়াঃ কেনো?
আমিঃ এই যে এত বড় লোকের মেয়ে হয়ে যে কাপড় কাচতেছিস? আর তাও কেমন অগুছালো হয়ে পাগলের মতো?
মায়াঃ ঐ আমি এখন বড়লোকের মেয়ে না?
আমিঃ তাহলে তুই কি?
মায়াঃ আমি হুসাইনের বউ আর এই বাড়ির লক্ষি বউ?
আমিঃ ওরে খোদা এই পাগলরে একটু বুঝ দাও?
মায়াঃ হুম! বুঝ আমার আছে? তা তুই এখানে কেনো?

আমিঃ হাত-পা ধুতে এসেছি?
মায়াঃ সত্য বলছিস নাকি আমাকে দেখতে চলে এসেছিস?
আমিঃ পেত্নী দেখার আমার এত সখ নাই? সর তুই? (বলেই হাত -পা ধুয়ে বাহিরে আসতে যাবো?)
তখনই মায়া টেনে ধরলো পিছন থেকে? আর দেয়ালের সাথে চাপিয়ে ধরলো?
আমিঃ কি হলো এভাবে টেনে আছিস কেনো?
মায়াঃ তুই একটু হেসে কথা বললে কি হয়?
আমিঃ অনেক কিছুই হয়? ছাড় আমাকে?
মায়াঃ না তুই এখন আমাকে একটু আদর করবি নাহলে দেখেছিস তুই এখন কোথায় আছিস?
আমি তাকিয়ে দেখি মাথার উপরে ঝর্নার লাইনটা?
তারপর মায়া আবার বলতে লাগলো
মায়াঃ ঝর্ণা টা ছাড়লেই দুজনে ভিজে যাবো? তাই আদর করা ছাড়া কোনো উপায় নেই তোর কাছে? (বলেই মায়া আমার এতটা কাছে চলে এসেছে যে আমাদের মাঝে বিন্দু মাত্র ও গেপ নেই?)
আমিঃ দেখ এটা কিন্তু ঠিক?
মায়াঃ ইসক অর জাং মে সাবকোচ জায়েজ হোতা হে মেরি জান?
আমিঃ কিহ?
মায়াঃ হিন্দিতে একটা ডায়লক দিলাম?
আমিঃ কি বললি?

মায়াঃ কানটা কাছে আন তারপর বলতাছি?
আমিঃ হুম এবার বল? (কানটা ওর কাছে নিয়ে বললাম)
মায়াঃ বলছি যে প্রেম আর যুদ্ধে সবকিছুই সঠিক? (বলেই আমার গালে কানে একটা ছোট্ট করে কামড় দিলো)
আমিঃ আওওও?
মায়াঃ এবার আদর কর নাহলে সারা শরীর কামড়ে দিবো?
আমিঃ দিচ্ছি-দিচ্ছি? বল কি করতে হবে?
মায়াঃ তোর যা করতে মন চায় তোর?
আমিঃ ওকে? (বলেই ওর কপালে হালকা করে একটা চু*মু একে দিলাম?)
আমিঃ হইছে তো এবার ছাড়?
মায়ার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখ আগুনের মতো লাল হয়ে আছে? বিষয়টা বুঝতেছি?
মায়াঃ ঐ কুত্তা তোরে আমি কি করতে বলছি আর তুই কি করলি এটা?
আমিঃ আদর করছি? (ভয়ে ভয়ে বললাম)
মায়াঃ এভাবে কি বউকে কেউ আদর করে?

আমিঃ দেখ তুই আমার বউ না তাই এর থেকে বেশি আশা করিস না?
মায়াঃ হুম তাইতো আমি কে তোর? আমি তো পাগল তাই এসব করতেছি? পাগল না হলে করতাম নাকি এসব? আর তুই তো পাশান একটা? (মায়া কাদো কাদো মুখ করে বললো)
আমিঃ বাহ তুই এত তাড়াতাড়ি বুঝে যাবি আমি আগে কখনো ভাবি নি? (বলেই ওয়াশ রুম থেকে বেড়িয়ে গেলাম)
আসার সময় মায়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ আবারো লাল হয়ে গেছে? তাই বেড়িয়ে সোজা চলে গেলাম নাস্তার টেবিলে?
নাস্তা করে এসে রুমে ঢুকতেই দেখি মায়া মুখ ফুলিয়ে বসে আছে? তাই আমিও কোনো কথা না বলে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম?
মায়া বিছানা থেকে নেমে আমার পিছনে গিয়ে দাড়ালো? তারপর আমার মাথায় হাত বুলাতে লাগলো?
আমিঃ কি হলো এরকম করছিস কেনো?
মায়াঃ যাওয়ার সময় কি বলে গিয়েছিলে?
আমিঃ কোন সময়?

মায়াঃ মনে নেই! ওয়াশরুম এ আমাকে কি বলে গিয়েছিলে?
আমিঃ তুই ধিরে ধিরে বুদ্ধিমান হইতাছত? এটাই বলে গেলাম?
মায়াঃ আমি ঐ কথাগুলো কেনো বলছিলাম জানিস?
আমিঃ না! কেনো?
মায়াঃ কারণ এগুলো বললে তোর একটু মায়া হবে আর তুই আমাকে সিমপিথি দিবি? কিন্তু কুত্তা তুই তো একটুও দরদ দেখালি না!
আমিঃ তো এখন কি করবো আমি?
মায়াঃ তোর কিছুই করতে হবে না যা করার আমিই করবো?
আমিঃ কেনো কি করবি তুই?
মায়াঃ এটা করবো। (বলেই!

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com