আইসিটি স্যার যখন বর । পর্ব - ১৪
রুমে বসে আছি,,, হঠাৎ হাতের চুড়িগুলোর উপর নজর পরলো,,,,,, কি অদ্ভুত তাই না? কত গুলো গহনা দিয়ে একটা সম্পর্কের সূচনা করে গেলেন,,, সত্যি আমাদের নিয়ম গুলো অন্য রকম,,,,,, দুইটা মানুষ যাদের মধ্যে কোনো পরিচয় নেই,,, চেনা নেই জানা নেই,,, অথচ দুইটা মানুষ সারাজীবন এক সাথে থাকার প্রতিজ্ঞা নিয়ে এই বন্ধনে আবদ্ধ হয়,,,,,,সত্যি বড়ই অদ্ভুত,,,,,,সব গয়না গুলো খুলে ড্রয়ারে রেখে দিলাম,,,,, আমি তো এই সম্পর্কটাই রাখতে চাই না এই গুলা পরে রেখে কি করবো,,,,,, তারপর ডিনার না করেই ঘুমিয়ে গেলাম,,,,
সকালে উঠে ফ্রেশ হয়ে,,,কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম,,,, নাস্তা করছিলাম,,
আম্মিঃ কি হলো ফারহা,,, গহনা গুলো খুলেছ কেন?
ফারহাঃ আম্মি প্লীজ এখন এইটা বলো না যে এই গুলা পরে রাখতে আমি অন্তত এইগুলা পরে কলেজ যেতে পারবো না,,,,
আম্মিঃ কিন্তু,,,,
আব্বুঃ আচ্ছা ও যখন চাচ্ছে না তো তাহলে নাই পরুক,,,, এই ভাবে থাক,,,আর তাছাড়া এইগুলা যে পড়তেইইইই হবে এমন তো কোনো কথা নেই তাই না?
আম্মিঃ তুমিও,,,,,
আব্বুঃ আচ্ছা নাস্তা দাও আমার মেয়েটাকে,,,,,
আম্মিঃ হুম
ফারহাঃ আমি যাচ্ছি গা,,,,
আব্বুঃ সেকি আর খাবি না?
ফারহাঃ নাহ আব্বু আমার দেরি হয়ে যাচ্ছে,,,, আমি এখন যাই,,,, বাই
আম্মিঃ ফারহা,,,,
কোনো কথা না শুনে বাসায় থেকে চলে আসলাম,,,, ভালো লাগছিল না এইসব শুনতে,,,, তাই চলে এসেছি,,, একটা রিক্সা করে জিহাকে না নিয়ে চলে আসলাম,,,,,,
ক্লাসে বসে আছি,,,রাহাত স্যারে কথা মনে আসায়,,,যাই স্যার কে একটু দেখে আসি কি করতেছে,,,
অফিস রুমের সামনে গিয়ে উকি দিয়ে দেখি স্যার একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছে,,,,, মেজাজটা আরও খারাপ হয়ে গেল,,,,ইচ্ছা করতেছে দুইটারেই ঠাণ্ডা পানিতে চুবিয়ে মারি,,,, দজ্জালের হাড্ডি এই মেয়েটা আবার কে? ঢং দেখে বাঁচি না,,, হাসতে হাসতে একদম শেষ হয়ে যাচ্ছে নেকা,,,, দূর এই খানে চলে যাই,,,
ক্লাসে আসলাম তাও মনটা ওই খানে রয়ে গেছে,,,, এত কিসের ঢং হুহ,,, মেয়ে দেখলে খালি কথা বলতে মন চায়,,,, দাঁত সব গুলা দেখায় হাসতেছে,,,আর ওই শাঁকচুন্নি মাইয়্যাটা আবার কে? ইচ্ছা করতেছে সব চুল চিড়ে আগুন জ্বালিয়ে দিই,,,, শয়তান মাইয়্যা একটা,,,,
আচ্ছা আমি কেন এত ভাবতেছি ওদের নিয়ে? ওরা হাসুক কথা বলুক যাই করুক না কেন তাতে আমার কি? কিন্তু তাও মেজাজটা খারাপ হচ্ছে,,,, আমি কি জেলাস? কিন্তু আমি এত জেলাস হবো কেন? শুনেছি জেলাস হওয়া নাকি ভালোবাসার অন্য নাম,,, তাহলে আমি কি সত্যি ওনাকে ভালোবাসি,,,, তাই হবে হয়তো,,
কিন্তু এই মেয়েটাকে কি করি? আচ্ছা আবার গিয়ে দেখে আসবো? দূর এত ভেবে কাজ নাই যাই দেখেই আসি,,,
আবার উকি দিয়ে দেখি স্যার একা বসে আছেন মেয়েটা নেই,,,
আজব এই কয়েক মিনিট এ গেলো কথায়?যাক গেছে ভালো হয়েছে,,,আমি এখন যাই গা স্যার না হয় দেখে যাবে,,,, যেই আসতে যাব ওমনি পিছন থেকে ডাক পরলো,,, পিছন ফিরে তাকিয়ে দেখি,, রাহাত স্যার টেবিলের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন,,,,ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা,,,,
রাহাত স্যারঃ ভিতরে আসো ফারহা,,,,
মাথা নিচু করে স্যারে রুমে ডুকলাম,,,
রাহাত স্যারঃকি ফারহা,,, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে?
ফারহাঃ স্য স্যা স্যারররর,,,,
রাহাত স্যারঃ বলো,,,
ফারহাঃ কি কিছুউউউ দেখছিলাম না স্যার,,,
রাহাত স্যারঃ কিছু না মানে? আমার ফলো করছিলে তুমি তাই না?
ফারহাঃ নিশ্চুপ,,,,
রাহাত স্যারঃ চুপ কেন বলো,,,,
ফারহাঃ স্যার আসলে,,,,,
রাহাত স্যারঃ হ্যা কি না
ফারহাঃ হ্যা
রাহাত স্যারঃ কেন ফলো করছিলে আমায়?
ফারহাঃ বিশ্বাস করেন স্যার কোনো কারণ নেই,,,
রাহাত স্যারঃ আচ্ছা আমায় ফলো যখন করেছো শাস্তি তো তোমার পেতেই হবে না তাই না,,,
এই বলে তিনি এক পা এক পা করে সামনের দিকে এগুচ্ছে,, আমি একটু করে পিছাচ্ছি,,,,,
ফারহাঃ ক কি কিইই শাস্তি দি দিবে ন,,,,,,
পিছুতে পিছুতে আমি একটা শেল্পের সাথে এসে ঠেকলাম,, আর যাওয়া জায়গা নেই,,,
স্যার কিছু না বলেই আমার একদম সামনে চলে এলেন,,,,
আমার হার্টবিট দ্বিগুণ হয়ে গেলো,,, ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম,,,
অনেকক্ষণ হয়ে গেছে কোনো প্রতিক্রিয়া না দেখে আসতে আসতে চোখ খুলে তাকিয়ে দেখি,,,
শয়তানটা আমার পিছনের রেক থেকে একটা ফাইল নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে,,,, শয়তান হনুমান একটা,,,
আমার সাথে মজা করা! মন চায় একটা বিল্লির সাথে বিয়ে দিয়ে দি,,,
দূর তাইলে আমার কি হবে,,, ,,,,
এই যে পাঠক/ পাঠিকারা আপনারা কেউ উগান্ডা যাওয়ার সময় এই এলিয়েনটাকেও নিয়ে যাইয়েন কেমন?,,,,,
রাহাত স্যারঃ কি ব্যাপার? শাস্তি দেওয়ার আগেই ভয় পেয়ে গেছো?
ফারহাঃ কিছু না স্যার
রাহাত স্যারঃ আচ্ছা শুনো তোমার শাস্তি হচ্ছে,,,, এই রুমের মধ্যে যত গুলা বই আছে সব গুলা পরিষ্কার করবা আর গুছিয়ে রাখবা,,,
ফারহাঃ চারপাশে তাকিয়ে আমার মাথা বাঁশ পড়লো,,, স্যার এত গুলা
রাহাত স্যারঃ কম হলো নাকি? আরও লাগবে?
ফারহাঃ না না স্যার এই গুলা ঠিক আছে,,,,,
বই গুলা মুছতেছি পাশাপাশি ওনারেও ওয়াশ করতেছি,,,,নাইজেরিয়ান,,, উল্লুক,,, ভল্লুক,, ডেভিল,, কালা কুত্তা,,, শয়তানে দাদা,,হলু,,, সাদা বিল্লি,,,, এনাকন্ডা,,, রাবিশ খবিশ,,,, আমাকে দিয়ে তোর কাজ করাচ্ছিস তাই না? তোর ভালো হবে না দেখিস,, একবার তোকে আমি পাই তারপর দেখবি তোর জীবন আমি পুরাই তেজপাত কইরালামু,,,, উফ বই গুলা পরিষ্কার করতে আর গোছাতে গোছাতে আমার হাত ব্যাথা করতেছে,,,,
কিন্তু সমস্যা অন্য জায়গায়,,,,নিচের সব গুলা পরিষ্কার করা ও গোছানো শেষ কিন্তু উপরে যে গুলা আছে ওই গুলা নামাবো কেমনে? স্যারকে বলবো? এই শয়তানটা বলেও লাভ নাই করবে বলে মনে হয় না,,,,, নিজেকে কিছু করতে হবে,,,,
একটা ছোট্ট চেয়ার আনলাম,,,,তারপর ওইটার উপর উঠে বই গুলো নামাচ্ছি,,,,, এক সাথে অনেক গুলা বই নিয়ে নামার সময় তাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে গেলাম,,,,,
ভয়ে চোখ বন্ধ করে ফেললাম,, আজকে মনে হয়ে আমার কোমর শেষ,,,, এইবার আমায় রাহাত স্যার তো দুরের কথা ওই জিয়ানও বিয়ে করবে না,,,,,সারা জীবন আমায় আয়বুড়ো হয়ে থাকতে হবে,,,, কিন্তু এখনো পরতেছি না কেন? আচ্ছা আমি কি ফিল্মের মত আস্তে আস্তে পরতেছি? নাকি পাতাল দেশে চলে যাচ্ছি,,,,, তাকিয়ে যা দেখি তাতে আমি পুরাই সকড,,,,,
আমার মুখের একটু উপর রাহাত স্যারের মুখ,,,,, ওনাকে এই ভাবে এত কাছ থেকে কখনো দেখি নাই,,,,, আজকে এতটা কাছে থেকে দেখে আমি আবার ক্রাশ খেলাম,,,,, আমার চোখে যেন একটা ঘোর লেগে আছে,,,,,, রাহাত স্যারের কথায় আমি আমায় ভাবনা থেকে ফিরে আসি,,,,,
রাহাত স্যারঃ কি হলো,,,,,, এই ভাবে থেকে যাবা নাকি?,
ফারহাঃ আজব,,,, আমি কি করলাম,,আপনি তো ধরে রেখেছেন,,,,,
রাহাত স্যারঃআচ্ছা,,,, তাহলে ছেড়ে দিই?
ফারহাঃ না না না,,,,,আমি কি তা বলছি নাকি? আমি তো নামিয়ে দিতে বলছি,,,
রাহাত স্যারঃ আচ্ছা,,,,,
তারপর উনি আমায় নামিয়ে দিলেন,,,,,,আমি আবার কাজ করতে যাব ওমনি স্যার বলেন,,,,
রাহাত স্যারঃ যাও তোমায় আর কাজ হবে না,,,,তুমি কতটা কাজের তাতো এখুনি প্রমান ফেলাম,,,,,আর একটু হলে হাত পা ভেঙে আমারি বারোটা বাজিয়ে দিতে,,,,,,
ফারহাঃ তার মানে কি বুঝতে চাচ্ছেন? আমি অকাজা?
রাহাত স্যারঃ বুঝাতে চাওয়ার কি আছে যেটা সত্যি সেটাই,,,,,,,
ফারহাঃ হুহ
তারপর ওইখান থেকে ক্লাস রুমে চলে এলাম,,,,, আমি অকেজো? সয়তান একটা,,, আমি না তুই অকেজো,,,,, এমনিতে মাথাটা গরম হয়ে আছে তার মধ্যে এই কুত্তি জিহাটা আবার কইফিয়ত চাচ্ছে,,,,,,,
জিহাঃ কিরে এতক্ষণ কই ছিলি?
ফারহাঃ তোকে বলতে হবে?
জিহাঃ আসলেই তুই একটা এলিয়েন,,,,,
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com