Breaking News

আপু যখন বউ । পর্ব - ০৪



সবার সাথে কথা বলা শেষ করে নিজের রুমের দিকে গেলাম! রুমে ডুকতেই আতকে উঠলাম ভূত দেখার মতো চমকে আবার বাহিরে চলে আসলাম!

আম্মুঃ কিরে বাহিরে আসলি কেনো?
আমিঃ নাহ এমনি! আমার হঠ্যাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে! তাই চমকে গিয়েছিলাম।
আম্মুঃ মনে হওয়ার কি আছে! মেয়েটা তো সত্যিই আছে তোর রুমের ভিতরে!
আমিঃ কিহহহ!
আম্মুঃ কিহহহ না জ্বী! আর তুই এতো অবাক হলি কেনো?
আমিঃ কিছু না এমনি! তুমি যাও আমি একটু পড়ে আসতেছি!
আম্মুঃ ওকে!
বলেই আম্মু চলে গেলো! তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম!
জান্নাতঃ কিরে কি খবর তোর?
আমিঃ আপনি এখানে কেনো! আমাদের বাসায় আসলেন কেনো?
জান্নাতঃ সেটা এখন বাহিরে গেলেই তোর আম্মু বলবে তোকে?
আমিঃ মানে? আপনি কি বলেছেন আম্মুকে?
জান্নাতঃ সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়!
আমিঃ ওকে! আমি একটু পড়েই যাইতেছি! যদি উল্টা-পাল্টা কিছু বলেন তাহলে খবর আছে আপনার!

জান্নাতঃ মারবি নাকি আমাকে?
আমিছ- তার চেয়েও বেশি করবো! (বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে)
এসেই দেখি জান্নাত রুমে নেই! তাই আমি রেডি হয়ে খাওয়া-দাওয়া করতে চলে গেলাম!
সবাই একসাথে বসে খেতে লাগলাম! তখনই ভাইয়া বলে উঠলো!
ভাইয়াঃ শুন হুসাইন আমি আর আম্মু মিলে একটা ডিসিশান নিয়েছি?
আমিঃ কি ডিসিশান! (কলিজাটা কাপতেছিলো কি না কি বলে ভেবে)
ভাইয়াঃ আমরা তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে!
ভাইয়া কথা শুনে গলায় ভাত আটকে গেলো! তাই কাশতে লাগলাম!
সবাই মিলে পানি খায়িয়ে থামালো!
ভাইয়াঃ কিরে কি হয়েছে তোর!
আমিঃ না কিছু না! তুমি কি যেনো বলছিলে?
ভাইয়াছ- তোর বিয়ে ঠিক করেছি মাহির সাথে?
আমিঃ ভাইয়া উনি আমার ৩ ক্লাস সিনিয়ার!
ভাইয়াঃ তো কি হয়েছে! এখন চুপচাপ খা! খাওয়া-দাওয়া শেষ করে ছাদে আয় তোর সাথে আমার কথা আছে!
আমিঃ ওকে! (বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম)
এখন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে! জান্নাত আমাকে বিয়ে করতে চাইতেছে কেনো! নিশ্চয় আমার উপরে প্রতিশোধ নিতে!

এসব ভাবতেছিলাম তখনই জান্নাত রুমে আসলো! আর আমাকে দেখে মুচকি হাসি হাসতে লাগলো!
জান্নাতঃ কিরে কেমন চমকে দিলাম না!
আমিঃ হুম!
জান্নাতঃ এটা তো কিছুই না তোর লাইফে এমন চমকে আরো অনেক বাকি?
আমিঃ ঐ ঐ…… (আর কিছু বলার আগেই ভাইয়া ডাক দিলো)
ভাইয়াঃহুসাইন ছাদে আয়!
আমিঃ আসতেছি?
জান্নাতঃ যা ছাদে! যা প্রশ্ন আছে একেবারে করিস নাহলে আবার মনে ডাউট থাকবে পড়ে!
আমিঃ আপনাকে আমি দেখে নিবো? (বলেই ছাদে চলে আসলাম)

আমিঃ ভাইয়া তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইতেছো?
ভাইয়াঃ তোর থেকে মাত্র ২ বছরের বড়! আর এটাকে কি কেউ বড় বলে নাকি!
আমিঃ আচ্ছা এটা বাদ দিলাম! তুমি জানো ওও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে?
ভাইয়াঃ আমাদের সব বলেছে! তোর যাওয়া থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আামদের!
আমিঃ তারপরেও তোমরা ওকে এই বাড়ির বউ বানাতে চাইতেছো?
ভাইয়াঃ মেয়েটা খুব ভালো! আর আম্মু নিজে কথা দিয়েছে আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়াই কতটা পাকা!
আমিঃ ভাইয়া তোমরা বুঝতেছো না!
ভাইয়াঃ আমরা বুঝতেছি তুই বুঝতেছিস না! মেয়েটা তোকে অনেক ভালোবাসে! দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই!
(মনে মনে বলতে লাগলাম) পিছনে বাশ নিয়ে কোন সালায় ভালো থাকে! আর এই মেয়ে তো পুরো একটা বাশের ঝাড়! জীবনে যা শান্তি ছিলো সব মাটি চাপা দিতে হবে! কারণ ওনাদের যাই বলি না কেনো সবকিছু জবাব নেগেটিভই আসবে!

ভাইয়াঃ কিরে কি এতো ভাবছিস!
আমিঃ তোমরা যে ওর আবেগ কে এতো পাত্তা দিতেছো বা নিজের বাড়ির বউ বানাতে চাইতেছো! ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ডুকিয়ে দিবে!
ওর বাবা কখনোই মেনে নিবে না! এত বড়লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার সপ্ন দেখো কিভাবে তোমরা? বাচতে চাইলে ওকে বুঝিয়ে-সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও!
ভাইয়া মোবাইলে কি যেনো খুজে বেড় করে আমার সামনে ধরলো!
ভাইয়াঃ এটা জান্নাতের বাবা না!
আমিঃ হুম!
ভাইয়াঃ তাহলে এটা দেখ! জান্নাতের বাবা নিজে ওনার মেয়েকে আম্মুর হাতে তুলে দিয়ে গেছে!
কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম! শেষ আশাটাও ভেঙ্গে গেলো! আমার লাইফটা শেষ! জান্নাত এমন প্লেন করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে যে বলার মতো না!
আমিঃ বিয়ে কবে?

ভাইয়াঃ ২৫ তারিখ?
আমিঃ তারপরেও ভাইয়া আম্মুকে একটু বুঝানোর চেষ্টা করো না প্লিজ! আসলে মেয়েটা একটা গুন্ডি!
ভাইয়াঃ জান্নাত ঠিকই বলেছিলো?
আমিঃ কেনো জান্নাত আবার কি বলেছিলো?
ভাইয়া- জান্নাত বলেছিলো তুই বিয়েটা ভাঙ্গার হাজারো চেষ্টা করবি! তুই এমন কেনো রে হুসাইন!
কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না! তাই মনে মনে বললাম! ভাইয়া আমার জায়গা তুমি থাকলে বুঝতে কেনো বিয়েটা ভাঙ্গতে চাচ্ছি! তোমরা দেখতেছো ওর উপরটা আর আমি দেখতেছি ওর আসল চেহারাটা!
ভাইয়াঃ শুন মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে! তাই ওকে কখনো কষ্ট দিস না!
আমিঃ আচ্ছা ওও এসেছে কবে! আর কি কি বলেছে একটু শর্ট করে বলো তো!
ভাইয়াঃ তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ঐদিন বিকেলে জান্নাত আমাদের বাসায় আসে! তারপর আমাদের সবকিছু আম্মুর কাছে খুলে বলে!

বলেই প্রচুর কান্না করে! ওও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পারিস না! তাই ওও বাধ্য হয়ে বাসায় এসেছে!
তারপরে ওও আম্মুকে বলে ওও তোকে বিয়ে করতে চায়! তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে! তারপর জান্নাত ওর বাবাকে ফোন দিয়ে আসতে বলে! ওর বাবাও পড়ের দিন এসে বিয়ের কথা বলে জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে তোর জন্য! না খেয়ে থেকেছে কয়েকদিন! তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়

তারপর জান্নাতের বাবা -মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়! তারপর থেকে জান্নাত এখানেই আছে!
ভাইয়ার মুখে এগুলো শুনে হা হয়ে গেলাম! এত সবকিছু হয়ে গেলো আর আমি কিছুই জানি না!
আমিঃ তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলো নি কেনো?
ভাইয়াঃ জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো তাই আমাদের কিছু বলতে নিষেধ করেছে!
আমিঃ ওহহ?
ভাইয়াঃ কাল বিকেলে আম্মু আমাকে কি বলেছে জানিস?
আমিঃ কিহহ!

ভাইয়াঃ বলেছে এই কয়েকিনে নাকি জান্নাতকে আম্মুর অনেক পছন্দ হয়েছে?
আমিঃ এটা শুনারই বাকি ছিলো! যাও তুমি আর যা ভালো লাগে করো?
ভাইয়াঃ আচ্ছা তুই থাক আমি গেলাম! (বলেই ভাইয়া নিচে চলে গেলো)
পকেট থেকে সিগেরট বেড় করে সমানে টানতে লাগলাম! কি করবো মাথায় কাজ করতেছে না!
আম্মুর সাথে কথা বলতে হবে! দেখি কি করা যায়!
তারপর নিচে গেলাম আম্মুর কাছে! দরজায় নক করলাম!
আমিঃ আম্মু আসবো?
আম্মুঃ হুম আসো?
আমিঃ আম্মু কিছু কথা বলার ছিলো!
আম্মুঃ গোর পেস না করে সোজা বলে ফেলো?
আমিঃ আম্মু আমি চাইছিলাম বিয়েটা ২ বছর পড়ে করতে! জান্নাতকেই বিয়ে করবো কিন্তু দুই বছর পরে! এখন তো পড়ালেখা করতে হবে?
আম্মুঃ পড়ালেখা করতে না করেছে কে? বিয়ের পর বউমাকে নিয়ে তুই ঢাকায় থাকবি? ঐখানে তুই আর বউমা দুজনে পড়ালেখা করবি?
আমিঃ আচ্ছা! (বলেই রুম থেকে বেড়িয়ে আসলাম)

আম্মু বিয়ের আগেই বউমা বলতেছে মানে মেয়ে আম্মুর খুব পছন্দ হয়েছে! তাই আর কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া!
নাহ কিছু ভাবতে পারতেছি না! মাথাটাও ব্যাথা করতেছে! এখন এসব নিয়ে ভাবা যাবে না! তাই ভাবিকে ডাক দিলাম!
আমিঃ ভাবি একটু শুনো?
ভাবিঃ হুম বলো! কিছু লাগবে?
আমিঃ ভাবি একটি কফি বানিয়ে দাও তো!
ভাবিঃ তুমি রুমে যাও আমি বানিয়ে দিতেছি?
আমিঃ ওকে! (বলেই রুমে চলে আসলাম)
রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম! কতক্ষণ পর হঠ্যাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে!

জান্নাতঃ এই নে তোর কফি?
আমিঃ আপনাকে কফি আনতে কে বলেছে?
জান্নাতঃ ভাবি বললো আমার ভালোবাসার মানুষটার নাকি কফি খাবে বলেছে! তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে!
আমিঃ প্লিজ এসব নাটক বন্ধ করেন! আর কফি লাগবে না আমার!
জান্নাতছ- ওকে! তাহলে আমি পান করি!
কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম! কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম! কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয় নি?
হঠ্যাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপরে কেউ পা রাখলো! তাই ঘুমটা ভেঙ্গে গেলো!
তাকিয়ে দেখি জান্নাত বই পড়তেছে আমার পাশে বসে! তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম!

আমিঃ ঐ আপনি আমার বিছানায় উঠেছেন কেনো?
জান্নাতঃ এটা তোর বিছানা কে বলেছে?
আমিঃ মানে এটা আমার রুম আর বিছানাটাও আমার!
জান্নাতঃ আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে! তাই এখন থেকে এটা আমার রুম!
আমিঃ এহহহ আসছে এটা নিজের রুম বানাতে! খাট থেকে নেমে কথা বলুন!
জান্নাতঃ মন চাইলে তুই যা আমি যাওয়ার মেয়ে না! সোফায় ঘুমা নাহলে অন্য রুমে গিয়ে ঘুমা! আমি এই রুমে আর এই খাটেই ঘুমাবো?
আমিঃ ওকে আপনিই থাকেন আমি গেলাম! (বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম)
মাথা ব্যাথাটা এখনো শেষ হয়নি তাই আবার শুয়ে গেলাম! কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম!
সকালে হাতের.....

চলবে.....

No comments

info.kroyhouse24@gmail.com