মিথ্যা অপবাদে অপরাধী । পর্ব -০২
মাকে কিভাবে বলি যে, যে জান্নাত কে ভালো বেসে ২ বছরে আমি স্পর্শ ও করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেলো,
অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করবো কিন্তু বাসা থেকে চলে যাবো যাতে জান্নাতের মুখ না দেখতে হয়।
একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল।
হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি এসব করলাম।
এদিকে ভাবির মাথায় একটা জিনিস ডুবছে না আবির তো জান্নাত কে ভালবাসে তাহলে কি এমন এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না
বিকালে কাজি আসলো আবির ও জান্নাতের বিয়ে পরানো হলো বিয়ে বাড়ি ঠিকি কিন্তু কারো মনে আনন্দ নাই সবার মন খারাপ শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া ।
পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করতেছে তবুও কষ্ট করে ১টা চিঠি লিখলাম।
প্রিয় মা,
মাগো আমি তোমার কথা রেখেছি মা আমি জান্নাত বিয়ে করেছি। জানিস মা তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা আমি তোকে অনেক ভালবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে জানিনা সে থাকলে হয়তো আরও অনেক মারতো। কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট পাইছো জানি কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকে ও অনেক বেশি কষ্ট পাবে যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা তুমি ও আমাকে বুঝলে না
আমি অনেক দুরে চলে গেলাম মা নিজের খেয়াল রাখিও।
ইতি
তোমার কলিজার টুকরা
বাসার দেওয়াল টপকে বাহিরে আসলাম। চলছি দুর অজানায় সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানিনা কোথায় যাবো। একটা সিটে বসতেই পায়ে কি জেনো লাগলো তাকিয়ে দেখি একটা লাগেজ। কিন্তু লাগেজটা কার এই ছিটে তো কেউ ছিল না।
জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশনে আসতে আশে পাশের ছিটের সবাই নেমে গেল কিন্তু কেউ লাগেজ টা নিলো না।
মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজ টা খুলতেই অবাক হয়ে যাই লাগেজটা টাকা দিয়ে ভর্তি। গল্প পড়তে রিকোয়েস্ট পাঠান নতুন আইডি । কিন্তু এগুলা কার টাকা??
দেখি তো লাগেজে কোন কার্ড বা ঠিকানা আছে কি না?
একটা কাগজ দেখতে পেলাম,,,,
- হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিচে জানি হয়তো আমাকে মেরে ফেলবে প্লিজ টাকাগুলোও আমার বাসায় পৌঁছে দিও। নয়তো আমার পরিবার রাস্তায় বসবে।
ঠিকানা-1206/2 তেজগাঁও,ঢাকা ।
No comments
info.kroyhouse24@gmail.com