Breaking News

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১০ টি উপায়

💠অন্যের বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না।আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে খুশি থাকুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন😊
অন্যের কি আছে আর আপনার কি নেই এসব নিয়ে পড়ে থাকবেন না❌
💠সাধ্যের অতিরিক্ত বোঝা কাঁধে তুলবেন না❌
আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন✔️
💠অতিরিক্ত লোভ করবেন না☣️
অল্পে তুষ্টি মানুষের সুখের জন্য খুব গুরুত্বপূর্ণ 💥
এবং এটি তাকওয়ারও পরিচয়ক☺️
💠আজকের দিনটিকে ভালোভাবে উপভোগ করুন🥀
🥱আগামীকাল কি হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন🍂🍂
🌸দুনিয়ার বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না🍁
💠প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান✨
🎋🤗এ সময় আত্মসমালোচনা করুন এবং আল্লাহর নিকট দোয়া করুন🤲🤲
💠নেককার পূর্বসূরীদের জীবনী পড়ুন✴️
🌺তাদের জীবনের অভিজ্ঞতা উপদেশ দুনিয়ার জীবনে আপনার চলার পথকে সহজ করে দিবে,ইনশাআল্লাহ🍁
💠কখনো দুশ্চিন্তা করবেন না🤗
😌জীবনের আশা বিপর্যয় গুলোকে সহজভাবে মেনে নিন🦋
🍂মনে রাখুন আল্লাহর লিখিত তাকদীর এর বাইরে কিছুই ঘটেনা🍂
💠সবকিছুই গুরুত্বের সাথে গ্রহণ করবেন না🪶
🦋মানুষের প্রতিটি কথা বা কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা ঠিক নয়🦋
🦊সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করতে যাবেন না🦊
💠দৈনিক দিন গুরুত্বপূর্ণ কাজের রুটিন করুন✨
অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায়।
😇তাই রুটিন অনুযায়ী আগের কাজ আগে পরের কাজ পরে করুন✔️
💠প্রতিটি কাজ 100% নির্ভুল হতে হবে এই চিন্তা মাথা থেকে সরান❌
❤️কেননা নির্ভুলতার গুন কেবলমাত্র আল্লাহর❤️
😇আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই😇

No comments

info.kroyhouse24@gmail.com