টেনশন ও কষ্ট দুর করতে দুরুদ পাঠ করুন
মনে করুন আপনি খুব টেনশনে আছেন অথবা কোন প্রকার কষ্ট আপনি দূর করতে চাচ্ছেন কোন বিপদে পড়লেন, চাচ্ছেন আল্লাহ দ্রুত সমাধান করুক!
সব সময় পরার মতো ছোট দরুদ:
একটি পরীক্ষিত আমল হলো- দরুদের আমল।
যে যত বেশি পারবেন মন থেকে দরূদ শরীফ বেশি বেশি পড়বেন।
“উবাই ইবনু কা’ব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার উপর বেশী বেশী দরূদ পাঠ করি। আমি কত সময় দরূদ পড়ব? তিনি বললেন: যত তোমার মন চায়। আমি বললাম, চতুর্থাংশ? তিনি বললেন: যত মন চায়। তবে আরও বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, দুই তৃতীয়াংশ? তিনি বললেন: যত মন চায়। তবে আরও বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, আমি আপনার জন্য পুরো সময়েই দরূদ পড়ব। তিনি বললেন: তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার পাপ ক্ষমা হবে।
তিরমিযী, হাদিস: ১৯৯৯।(হাদিসটি হাসান)
আর মুনাজাত এর আগে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ একবার হলেও পড়ে নিবেন। এটাকে একদম অভ্যাসে পরিনত করবেন।
দ্রুত আল্লাহর কাছে পৌছে যাবে আপনার সকল আবদার ইনশাআল্লাহ্।

দুরুদ শরীফ
বাংলা উচ্চারণ : “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।”
No comments
info.kroyhouse24@gmail.com