ইসলামী কিছু টিপ্স যা আপনার খুবই কাজে লাগবে
তিনটি কাজে বিলম্ব করিও না
১. নামাজের ওয়াক্ত হলে।
২. মেয়ে-ছেলে বিয়ের উপযুক্ত হলে।
৩. লাশ এর জানাযা হয়ে গেলে।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে
১. সু-সন্তান।
২. সদকা।
৩. ইসলাম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করে
১. চুরি করা।
২. মিথ্যা কথা বলা।
৩. চোগোলখুরি করা।
তিনটি জিনিস চিন্তায় রাখে
১. হিংসা।
২. অভাব।
৩. সন্দেহ।
তিনটি জিনিসকে সব সময় মনে রেখো
১. উপদেশ।
২. উপকার।
৩. মৃত্যু।
তিনটি জিনিস অভ্যাস করো
১. নামাজ পড়া।
২. সত্য বলা।
৩. হালাল রিযিক।
তিনটি জিনিস থেকে দূরে থাকো
১. মিথ্যা।
২. অহংকার।
৩. অভিশাপ।
তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো
১. দেশ।
২. জাতি।
৩. সত্য।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো
১. কলম।
২. কসম।
৩. কদম।
তিনটি জিনিসে ধ্বংস হয়ে যায়
১. লোভ।
২. হিংসা।
৩. অহংকার।
আল্লাহ্ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তাওফীক দান করুন, আমিন।
No comments
info.kroyhouse24@gmail.com