Breaking News

বল্টুর সোনা পাওয়ার ঘটনা

বল্টুর বউয়ের একটা পুত্র সন্তান জন্ম হয়েছে ।

তাই বল্টু খুব খুশি হয়ে সর্বপ্রথম সাংবাদিকের অফিসে ফোন করে বললো :-
আমি তিন কেজি ওজনের একটি সোনা পেয়েছি ,,,!

সাংবাদিক ঐ খবর পাওয়া মাত্রই বল্টুর বাড়িতে গিয়ে ,,,
বল্টু বাড়িতে আছে কি ,,,?

বল্টুর বউ চৈতালী :- জি ,, না ।
উনি খুশির চোটে মিষ্টি খাওয়াইতে গিয়েছে ওনার বন্ধুদেরকে ।

সাংবাদিক :- অ ,,,!
আমরা কি ঐ জায়গাটা দেখতে পারি ,,,
যেখানে থেকে সোনা বেরিয়েছে ,,,?

চৈতালী :- না ,,,! পারবে না ।
ঐটা প্রাইভেট জায়গা ।

সাংবাদিক :- আচ্ছা বলুনতো বল্টু কত দিন ধরে চেষ্টা করেছিলেন এই সোনা বের করার জন্য ,,,?
চৈতালী :- গত দুই বছর ধরে ।
সাংবাদিক :- কোন সময় বেশি চেষ্টা করেছিলেন ঐ সোনা পাওয়ার জন্য,,,?

চৈতালী :- রাতের বেলা বেশিরভাগ চেষ্টা করেছিলেন ।
সাংবাদিক :- বল্টু মনে হয় খুবই কষ্ট এবং পরিশ্রম করেছিলেন তাইনা ,,,?
চৈতালী :- অবশ্যই ,,,! পুরা শরীর ঘাম দিয়ে ভিজে যেত ।
সাংবাদিক :- আমরা কি ঐ সোনাকে দেখতে পারি ,,,?

চৈতালী :- জি হ্যাঁ ,,,! তা অবশ্যই পারবে । সন্তানকে বিছানায় থেকে কোলে করে বাইরে এনে --
এইতো আমার সোনা

সাংবাদিক .বেহুশ.

No comments

info.kroyhouse24@gmail.com