Breaking News

বিষ

এই দোকানের মালিক কে...?

-জ্বি আমি...
এই ছোট বয়সের কেউ মালিক হয়...?
-জ্বি হয়,এই যে আমি।
আচ্ছা আপনার দোকানে বিষ আছে...?
-জ্বি।
আমাকে বিষ দিন।
-জ্বি ইয়ে মানে।
আজব ছেলে তো বাংলা কথা বুঝেন না।
-জ্বি।
সিয়াম তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে...।মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে।চোখ দুই টা হালকা ফুলে আছে...।
সিয়ামের মনে হচ্ছে এই সেই নাটোরের বনলতা সেন...।।
যাকে কবি না দেখে আন্দাজে রুপের বর্ননা দিয়েছিলেন...।। এত সুন্দর মেয়েদের মুখে বিষ শব্দ টাও সুন্দর শোনায়।
তবে যাই হোক এই মেয়ে কে বিষ দেওয়া আর জেলখানার একটা ১৪ সিকের রুম কেনা উভয় সমান...।।
হ্যালো...।।
এই যে আমি আপনাকে বলছি...।।
বিষ দিন আমাকে...।।
সিয়াম মেয়েটির কথায় হকচকিয়ে গেল।
একটু মজা করেই বললঃ
আচ্ছা বলুন কি কালারের বিষ লাগবে?
মেয়েঃ মানে ,বিষের আবার কালার হয় না কি...?
সিয়ামঃ আলবাত হয়, এর আগে একবার খাইলে বুঝতেন।
এই যেমন কালো,সাদা,নীল,পিংক কালার ইত্যাদি।
মেয়েঃ কালো বিষ দেন।

সিয়ামঃ ছিঃ ছিঃ ভুল করেও খাবেন না,মরার পরে দাঁত কুচকুচে কালো দেখাবে।
আপনাকে যারা দেখতে আসবে সবাই বলবে মেয়ের দাঁত কালো।
মেয়েঃ নাহ থাক তাহলে।আচ্ছা নীল কালার আমার খুব পছন্দ।
নীল কালারের বিষ দেন।
সিয়ামঃআরে না ,নীল কালারের বিষ নিমের পাতার মত তিতা।
তবে আপনার সাথে পিংক কালারের বিষ ভাল মানাবে।
মেয়েঃ ধ্যাত বিষের এত কাহিনী।যা মনে চায় দিয়ে দিন।
সিয়াম সিভিটের পাতা থেকে ২ টা সিভিট সাদা কাগজে জড়িয়ে দিলো।
মেয়েঃ কত টকা...???
সিয়ামঃ আপাতত টাকা লাগবে না।পড়ে এসে দিয়েন।
মেয়েঃ আপনি কি আমাকে পাগল পেয়েছেন?
সিয়ামঃ কেন?
মেয়েঃ আমি মারা যাওয়ার পর কিভাবে দিবো?
সিয়ামঃ তাহলে ফোন নাম্বার দিয়ে যান।
মেয়েঃ নাহ ফোন নাম্বার দিতে পারবো না।
সিয়ামঃ ওকে তাহলে আমার টা নিয়ে যান।
বিষ খাওয়ার আগে কল দিয়েন।
কিভাবে খেতে হবে বলে দিবো...।।
সিয়ামের কথাতে মেয়েটার মুখে কিছু টা হাঁসি ফুটলো।
রাত ১১.৪৭ মিনিট।

হ্যালো...!!
কে বলছিলেন?
-আমি সিয়াম।
আপনি মিয়া একটা ফাউল।
-কেন...??
আপনার বিষ সিভিটের মত কেন?
-আপনি কি খালি পেটে খেয়েছেন?
জ্বি।
-সেই জন্য সিভিটের মত লেগেছে...।।এক কাজ করুন ভরা পেটে খান।
আপনি যেমন ,আপনার দোকানের বিষ তেমন।
আমি এখন ভাত খাইলে রাগ চলে যাবে।
কারণ ভরা পেটে আমার রাগ থাকে না...।।
-তাহলে খেয়ে উঠে আমাকে কল দেন,আমি রাগ বাড়িয়ে দিয়ে বিষ খাওয়ার ব্যবস্থা করে দিবো।
-তবে আপনি যেমন মানুষ তাতে খারাপ বলেন নাই।
কারণ আপনাকে কল দিলেই আমার মেজাজ খারাপ হয়ে যাবে।
ওকে আমি খেয়ে এসে কল দিচ্ছি...।।
সিয়াম অপেক্ষা করতে থাকলো সেই ফোন কলের......।
আপনার অপেক্ষা করতে থাকেন পরের অংশের জন্য.....!

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com