রাতের অতিথি । পর্ব - ০৩
হঠাৎ মেয়েটা আমার দিকে তাকালো। মনে হচ্ছে যেনো কিছু একটা বলতে চায় আমাকে। ভয়ে আমি মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না ওখান থেকে চলে আসলাম
--- মামা ট্রিট দাও। কি কপাল তোমার মেয়েটা তোমার দিকে তাকিয়েছে
-- আমার কপাল খারাপ তাই ও তাকিয়েছে। ভাই তোরা কেনো বুঝতেছিস না ওইদিন রাতে ওই মেয়েটাই ছিলো আর বক্সটায় মানুষের মা'থা'ই ছিলো। মেয়েটা এখন আমাকে খু'ন করতে এখানে এসেছে
আমার কথা শুনে বন্ধুরা বললো, বুঝতে পেরেছি ওইরাতে আমরা একটু বেশিই নে'শা করেছিলাম তাই তোর সাথে এখন এমন হচ্ছে
-- আমি একদম ঠিক আছি। তোরা কেনো আমার কথা বুঝতেছিস না?
-- আচ্ছা চল মেয়েটার কাছে ওর সম্পর্কে জিজ্ঞেস করে আসি
-- আমার ভয় করছে আমি যাবো না। ওকে দেখলেই তো ভয়ে আমার হাত- পা ঠান্ডা হয়ে যায় আবার যাবো ওর সাথে কথা বলতে তাহলে তো ভয়ে আমি ম'রে'ই যাবো
-- আরে কিছু হবে না। আচ্ছা যা তোর কথাই মেনে নিলাম এই মেয়েটাই ওইদিন ছিলো। কিন্তু এখন তো কলেজে কত মানুষ আছে আমরাও আছি তাহলে তোর সাথে মেয়েটা খারাপ কিছু কিভাবে করবে?
এখন মেয়েটার সাথে কথা বললে হয়তো তোর ভুল ধারনাটা চলে যাবে
-- আমি কোন ভুল করছি না। এই মেয়েটাই ওইদিন রাতে ছিলো
-- মানলাম তোর কথা। এখন মেয়েটার সাথে কথা বলে তো দেখ
ওরা আমাকে মেয়েটার কাছে নিয়ে গেলো। আমি ভয়ে মেয়েটার দিকে তাকাতে পারছি না ওরা মেয়েটার সাথে কথা বলছে আর আমি ওদের পাশেই আছি
ওরা মেয়েটাকে বললো, আপনার নামটা কি জানা যাবে?
-- মেঘা
-- এখানে কি নতুন এসেছেন?
-- হ্যা
-- আপনার পরিবারে কে কে আছে?
-- সবাই আছে মা- বাবা,ভাই, বোন
-- ওহ আচ্ছা
-- এসব কেন জিজ্ঞেস করছেন?
-- এমনি জানতে চাইলাম
মেয়েটা আর কিছু না বলে চলে গেলো। মেয়েটা চলে যাবার পর ওরা আমাকে বললো, এবার বিশ্বাস হলো যে তুই ভুল দেখেছিলি
-- আমি ভুল কিছু দেখিনি এই মেয়েটাই ওইদিন ছিলো আর ওইদিন তো ওর অন্য নাম বলেছিলো। আর ওর বাবা- মা ও নাকি কেও নেই ও একা
-- তাহলে এখন আসলো কিভাবে। চল তো ভালো কোনো মা'ন'সি'ক ডাক্তারের কাছে যাই তখন তারাই বলবে তোর সমস্যাটা কি
-- তোরা কি প্রমান করতে চাস? তোদের আর কতবার বলবো আমি ভুল কিছু দেখিনি। এই মেয়েটাই ছিলো আর এখন আমাকে খু'ন করার জন্য এসেছে
৩দিন পর
আমি ঘুমিয়ে ছিলাম হঠাৎ মনে হলো কেও আমার পাশে শুয়ে রইলো চোখ খুলে ওই মেয়েটাকে দেখতে পেলাম আমি চিৎকার করতে যাবো কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমার মুখে কাপড় দিয়ে বে'ধে দেওয়া নাত- পাও বা'ধা নাড়াচড়া করতে পারছি না
মেয়েটা হাসতে লাগলো তার হাতে একটা কু'ড়া'ল। আমি শুনতে পাচ্ছি মেয়েটা আমাকে বলতেছে, কেন তুই বক্সটা খুলেছিস? এখন তোর জি'ব'ন দিয়ে তার মূল্য পরিশোধ করবি। ওই বক্সটায় আরও একটা মা'থা যুক্ত হবে সেটা হলো তোর মাথা। এটা বলেই মেয়েটা হাসতে লাগলো। মেয়েটা কু'ড়া'ল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর আমি চিৎকার করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না।
হঠাৎ ঘুম ভেঙে গেলো। তাড়াতাড়ি লাইট অন করলাম। না সবকিছু ঠিকই আছে রুমটা ভালো করে চেক করলাম। কি ভয়ংকর সপ্নটাই না দেখলাম। না কালকেই ভালো কোন ডাক্তারের কাছে যেতে হবে মেয়েটার ভয়ে সবসময় ভীত থাকি অন্য কিছুতে মনযোগ দিতে পারছি না
সকালে বন্ধুদের কলে ঘুম থেকে উঠলাম। কিন্তু যেটা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেলো তাড়াতাড়ি বেরিয়ে পরলাম
রিদয়ের লা'শ পাওয়া গেছে লেকেড় পাড়ে তে। খুবই জ'গ'ন্য ভাবে কেও খু'ন করেছে ওকে। হাত- পা, মা'থা লা'শে'র সাথে নেই। ওর জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ ওকে শনাক্ত করেছে।
আমার বাকি বন্ধুরাও ওখানে এসেছে। আমি ওদেরকে বললাম, এসব ওই মেয়েটাই করেছে আমি নিশ্চিত। তোরা তো আমার কথা বিশ্বাস করলি না এখন দেখলি তো। সবাই চুপ করে আছে কেও কোনো কথা বলছে না।
পুলিশ আমাদের কাছে আসলো রিদয়ের সম্পর্কে সবকিছু জানতে চাইলো ওর কারও সাথে কোনো শত্রুতা আছে কিনা। আমি পুলিশকে বললাম এসব কিছু একটা মেয়ে করেছে
পুলিশ শহ উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে একটা মেয়ে এতটা জ'গ'ন্য ভাবে একটা ছেলেকে কিভাবে খু'ন করতে পারে?
-- আপনারা বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি। ওই মেয়েটা আমাকেও খু'ন করতে চেয়েছিলো কিন্তু সফল হয়নি। তাই আমার বন্ধুকে খু'ন করেছে। আর কলেজে রিদয়ই ওই মেয়েটার বিষয়ে জিজ্ঞেস করেছিলো।
পুলিশ বললো, কোন মেয়েটার কথা বলছো তুমি?
আমি পুলিশকে ওইদিন রাতে ঘটে যাওয়া সবকিছু বললাম
পুলিশ লা'শ'টা'কে ফ'রে'ন'সি'ক এ পাঠালো আর মেঘার কাছে জিজ্ঞাসাবাদের জন্য গেলো।
মেঘা অবাক হয়ে পুলিশকে বললো, আপনাদের মাথা ঠিক আছে তো?
কি বলছেন এসব? একটা ছেলের কথায় কোন প্রমান ছাড়া আমাকে এমন জ'গ'ন্য
কাজের জন্য জিজ্ঞাসাবাদ করাটা কি ঠিক?
গতকাল রাতে আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে ছিলাম আপনারা চাইলে পার্টির ভিডিও দেখতে পারেন
চলবে.....
No comments
info.kroyhouse24@gmail.com