Breaking News

কবিতাঃ তোমার চিঠিখানা


এই মাত্র তোমার চিঠিখানা পেলাম।

কবে থেকে ভাবছি তোমাকে একখানা চিঠি লিখবো কিন্তুু লিখতে পারছিনা।
ঠিক পারছিনা তা নয় চিঠির ভাষা গুলো একত্র করতে পাছিলাম না।
জানোতো যখনই লিখতে গিয়েছি মোনের সমস্ত অভিমান গুলো এসে লাইন ধরে দাড়িয়েছে,
কিন্তুু আমি তোমাকে অভিমানের ভাষায় কখনো চিঠি লিখতে চাইনি।
তাই কখনো তোমায় লেখা হয়নি।
জানোতো তোমার চিঠিখানা নিয়ে আমি এখন কোথায় চলে এসেছি,
আমাদের সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছের তলে।
কষ্ণচূড়ার পাপড়ি গুলো নীল হয়ে গিয়েছে তোমার চিঠির খামের নীলে।
এতো গাঢ় নীল কোথায় পেলে?
মনটা কিছুতেই চাইছেনা এই খামটা ছিঁড়তে,
আবার তার থেকেও বেশি চাইছে তোমার চিঠির মাঝে ডুবে যেতে।
কি লিখেছো তুমি চিঠিতে, তোমার অন্তরের আকুতি মিশানো ভালোবাসা নাকি অন্য কিছু?
অবশেষে খুলে ফেললাম খাম।খামের মাঝখানে চার কোণার একটা সাদা কাগজ।
তার মাঝখানটা জুড়ে টকটকে লাল গোলাপের একটা পাপড়ি।
তুমি কি বুঝতে পারছো আমার অন্তরের অনুভুতি এখন কি?
আমার সমস্ত ভালোলাগা আবেগ অনুভুতি এক যায়গায় জড়ো হয়ে আছে।
হৃদপিন্ডটা দুলে উঠেছে। নিরুচ্চারিত কন্ঠে মন শুধু একটা কথাই বলছে।
ভালোলাগছে ভালোলাগছে.
যে উত্তেজনা এতোক্ষন আমাকে অস্থির করে দিয়েছিলো তা যেনো এক লহমায় উবে গেল।
মোনটা ভালোলাগার ফোঁটা ফোঁটা জলে ভিজে শীতল নিঃশ্বাস ছাড়লো।
আমি তোমার চিঠিখানা খুললাম।
তুমি লিখেছো.
"আরাঁধিকা আমি ফিরছি "
এতোটুকুই লিখেছো।
আর এর মধ্যে আমি পড়েছি পৃথিবীর সমস্ত ভালোবাসার চিঠি।
পৃথিবীতে কি স্বর্গ অাছে অামি জানিনা?জানতে চাইও না।
আমি জানিনা সুখ কাকে বলে, কতোটা চাওয়া পূর্ন হলে মানুষ সুখি হয়।
আমার কোন চাওয়া নাই ছিলোনা কোন দিন।
না চাওয়া পাওয়াতে আমি আজ সুখি। আমিই পৃথিবীর এক মাত্র সুখি,আমার কাছে আমি সুখি।
তুমি আসছো!আমি কি রাঁধবো কিছুই বুঝতে পারছিনা।
তুমি কি সেই আগেরই মতো এখনো পুঁই খিঁচুড়ি খেতে ভালোবাসো?
নাকি স্বাধ বদলেছো?আমি কি রাঁধবো তোমার জন্য?
কেমন করে সাজবো,প্রথম প্রহরে দেয়া সেই সবুজ কাঞ্জীভরম শাড়ীখানা পড়বো,নাকি অন্য শাড়ী।
চোখে কি গাঢ় করে কাজল দিবো নাকি হালকা কিছুই বুঝতে পারছিনা।
জানোতো তোমার সেই বেলিচারাটা, যেটা তুমি দিয়েছিলে এক অাষাঢ়ের প্রথম দিন।
তাকে লাগিয়েছিলাম আমার ঘরের লাগোয়া দক্ষিণ জানালার পাশ ঘেঁষে।
এখন সে ডাল পালা মেলে ফুল ফুটিয়েছে।
সেই ফুলে একটা মালা গেঁথেছি তোমার জন্য।তুমি কোন পথ দিয়ে আসবে? সেই পথে নাকি অন্য কোন পথ ধরে?
আমি দক্ষিণ দরজায় দাড়িয়ে আছি তোমার অপেক্ষায়.

No comments

info.kroyhouse24@gmail.com