Breaking News

কবিতা - শুধু তোমাকে চাই



এখনো পুরনো নেশার মতো আমার অনুভবে মিশে থাকো তুমি,

একটুখানি তুমিহীনতায় অনুভূতিতে তুমুল বেগে ঝড় তোলো!
বুকের ভেতর খুব গোপনে শব্দহীন পাড় ভাঙো।
যেন আমার রন্ধ্রে রন্ধ্রে তুমি, প্রতিটা অনুজীবে তোমার নীরব পদচারণা।
তবু হাত বাড়ালেই তোমায় ছুঁতে পারিনা,
যেন আমার মাঝে থেকেও তুমি আমাতে নেই,
ভালোবাসাময় অভ্যন্তরীণ খুনসুটিতে তুমি নেই।
তুমি যেন সুদুর নীহারিকার মতো,
অথবা ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেছো কোন দীর্ঘ পরবাসে!
কিন্তু, যতই আমার মাঝে থাকুক না কেন বাধার প্রাচীর।
হাতে ধরিয়ে দাও অবৈধতার সার্টিফিকেট,
আমি তবু তোমায় হাত বাড়িয়েই ছুঁতে চাই, আঙুলে আঙুল জড়াতে চাই!
তোমার বুকে মাথা রেখে হৃদ স্পন্দন শুনতে চাই।
আচমকা ঘুমের ঘোরে হাত রাখা তুমিকে চাই, আমি শুধু তোমাতেই নেশায় বুদ হতে চাই।
আমার বড্ড বেশী তুমিহীনতায়ও তোমাকে চাই।
শুধু তোমাকে চাই।

No comments

info.kroyhouse24@gmail.com