আমার একটা তুমি ছিলো
আমার অগোছালো স্বপ্নগুলো
যার হাসিতে মুগ্ধ হতো মন
কষ্টগুলো উড়তো হয়ে ধূলো
আমার এমন'ই একটা তুমি ছিলো ।
সে আমার মন খারাপের সঙ্গী ছিলো
ছিলো হাসির কারণ
তার ভালোবাসা ছিলো শক্তি আমার
কাটাতে সকল বারণ।
আমার এমন একটা তুমি ছিলো
যে ভালবাসতো আমায় খুব
শত ব্যাথা বেদনা আমি যেতাম ভুলে
দেখে তার'ই মিষ্টি রুপ।
সেই প্রিয় মুখটাই আজ
চোখের সামনেই যাচ্ছে মিশে
যে মন খারাপ হলে কাঁদতো
আমায় জড়িয়ে ভালোবেসে।
যার হাসিতে মুগ্ধ হতো মন
কষ্টগুলো উড়তো হয়ে ধুলো
আমার এমন'ই একটা তুমি ছিলো!!
No comments
info.kroyhouse24@gmail.com