Breaking News

কবিতা- নিঃসঙ্গতার কথোপকথন



আমি তো এসেছি অনেকটা পথ

পেড়িয়েছি পাথুরে জীবন, ছেড়েছি ট্রামলাইন, কংক্রিটের শহর।
বুকের কফিনে কেউ ঠুকেছিল তিনশত বাহান্নখানা পেরেক।
সে ক্ষতটাও শুকিয়েছি আমি সংগোপনে।
আমি তো এসেছি অনেকটা পথ
অনেকটা হেটে পৌঁছেছি নৈশব্দের উঠোনে
পিছনে রেখে এসেছি আমার একলা জীবন।
কত কথা না রাখার ব্যথা, নষ্ট আধারের ভ্রষ্ট হৃদয়।
সেই বন্ধুর পথটাও পেড়িয়েছি আমি সংগোপনে।
আমি তো এসেছি অনেকটা পথ
অনেকটা পেড়িয়ে আমিও কুড়িয়েছি অজানা বকুল, হাসনাহেনার ঘ্রাণ।
নরম ঘাসের বুকে শুয়ে দেখেছি আকাশলীনা মেঘ।
তারপর, শিশিরে হেটে নিজের দুঃখ ধুয়েছি সংগোপনে।
আমি তো এসেছি অনেকটা পথ
দেখেছি কৃষ্ণচূড়ার ঠোটে ভ্রমরের বিষাক্ত ছোবল
ফেলে এসেছি আঙুলে আঙুল ছোঁয়ানো যুগল হাত
ছুঁয়েছি আধার। তবুও পাইনি কিছুই!
শুধু নিঃসঙ্গতা, তোমাকে পেয়েছি একাকীত্বের কথোপকথনে।

No comments

info.kroyhouse24@gmail.com